1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাইগারদের বিরুদ্ধে লংকান সেনাদের মরণ কামড়

সাগর সরওয়ার৮ মার্চ ২০০৯

শ্রীলংকায় সরকারী বাহিনীর সঙ্গে তামিল টাইগারদের যুদ্ধ এখন চরম আকার ধারণ করেছে৷ সেনাবাহিনীর দাবি এটা মরণ কামড়৷ এ থেকে এবার আর উদ্ধারের কোন রাস্তা নেই তামিল টাইগার, তাদের ভাষায় বিদ্রোহীদের৷

https://p.dw.com/p/H7xT
শ্রীলংকান সেনাবাহিনীর মাল্টি ব্যারেল রকেট লাঞ্চার (ফাইল ফটো)ছবি: picture-alliance / dpa

গত শুক্রবার থেকে শুরু হওয়া আক্রমনে এ পর্যন্ত মারা গেছে ১০০ তামিল যোদ্ধা৷ শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলীয় মুল্লাইটিটুভ এলাকা থেকে শুরু হয়েছে সেনা অপারেশন৷ সেনাবাহিনীর সঙ্গে প্রচণ্ড সংঘর্ষে কমপক্ষে রবিবার সকালে প্রাপ্ত তথ্য অনুসারে শতাধিক টাইগার যোদ্ধার মৃতের খবর ছাড়াও শোনা গেছে আরও শতাধিক আহত হবার খবর৷ শ্রীলংকার সরকার অভিযোগ করেছে যে, বিদ্রোহীদের এলাকা থেকে পালানোর সময় বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে বিদ্রোহীরা হত্যা করেছে৷ একই সঙ্গে এই হামলা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে তামিল টাইগাররা৷ তারা মুল্লাইটিটুভ এর একটা সেনা চৌকির উপর হামলা করেছে৷ তবে এতে আহত-নিহতের কোন সংখ্যা প্রকাশ করেনি৷ তবে সেনাবাহিনী এই প্রথমবারের মত বেশ কিছু সংখ্যক নিহত তামিল টাইগার যোদ্ধার ছবি প্রকাশ করেছে৷ দুই দিনব্যপী চলমান এই যুদ্ধে সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির কোন বিবরণ উল্লেখ না করা হলেও বিদ্রোহীদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের তথ্য প্রকাশ করা হয়েছে৷ এই পরিস্থিতিতে তামিল টাইগারদের সরাসরি কোন ভাষ্য পাওয়া যায়নি৷ সেনাবাহিনী আশা প্রকাশ করেছে যে, আগামী এপ্রিল মাস নাগাদ তামিল বিদ্রোহীদের সম্পূর্ণভাবে পরাজিত করা সম্ভব হবে৷

Sri Lanka Kindersoldaten der Rebellenorganisation LTTE
এলটিটিই তে নারী সেনা সদস্য রয়েছে অনেক (ফাইল ফটো)ছবি: AP

১৯৮৩ সাল থেকে শ্রীলংকায় সরকারী বাহিনীর সঙ্গে তামিল টাইগারদের যুদ্ধের অবসান হতে যাচ্ছে কিনা সে বিষয়টি যদিও স্পষ্ট যেমন নয়, তবে এবারের যুদ্ধটা ভয়াবহ বলেই প্রকাশ৷ শ্রীলংকান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবারো অভিযোগ, যুদ্ধস্থল থেকে যে সকল মানুষ সরকারের নিরাপদ আশ্রয়স্থলের দিকে আসতে চাইছে, তামিল টাইগাররা তাদের উপর হামলা চালাচ্ছে ও নির্যাতন করছে৷ সরকার যুদ্ধ স্থল থেকে পালিয়ে আসা লোকদের জন্য শিবির খুলেছে৷ আন্তর্জাতিক রেডক্রস আটকে পড়া মানুষদের নিরাপদে নিয়ে আসতে নানা ধরনের কার্যক্রম শুরু করলেও এই মুহুর্তে অবস্থা মোটেও সুবিধের নয়৷ কারণ, চারদিকে গুলি, বোমা আর গ্রেনেড বিস্ফোরণের কারণে উদ্ধারকারীরা লক্ষ্যস্থলে যেতে পারেছে না৷ সরকারী হিসাবে সেখানে এখনো ৭০ হাজার লোক আটকে পড়ে আছে৷ তবে জাতিসংঘের তথ্য অনুসারে আটকে পড়া মানুষের সংখ্যা দেড় লাখ৷

বার্তা সংস্থার খবর অনুসারে সরকারী সৈন্যরা তামিলদের প্রায় ঘিরে ফেলেছে৷ তারা একের পর এক টাইগারদের ঘাঁটি দখল করে নিচ্ছে৷ গেরিলা আর সেনাদের যুদ্ধ এখন উত্তর-পূর্বের জঙ্গলের মাত্র ৪৫ বর্গমাইল এলাকায় কেন্দ্রীভূত হয়ে আছে৷ সেনাবাহিনী বলছে, তামিল টাইগাররা সেখানে ঘেরাও হয়ে রয়েছে৷ শ্রীলংকার সংখ্যালঘু তামিলদের জন্যে একটি পৃথক আবাসভুমির দাবীতে, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম বা এলটিটিই কয়েক দশক ধরে লড়াই চালিয়ে আসছে৷