1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেনেভাতে বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলন শুরু

৩০ নভেম্বর ২০০৯

সোমবার থেকে সুইজারলান্ডের রাজধানী জেনেভাতে শুরু হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার সপ্তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন৷ সম্মেলনে ১৫৩ টি দেশের বাণিজ্য মন্ত্রী এবং প্রতিনিধিরা ইতিমধ্যেই নিজেদের অবস্থান নিয়ে উপস্থিত হয়েছেন৷

https://p.dw.com/p/KmIp
প্রতিবাদছবি: AP

বিশেষজ্ঞরা বলছেন, এবারের সম্মেলন থেকে কোন সিদ্ধান্ত বা চুক্তি হবার সম্ভাবনা নেই৷ কেবল মাত্র বিগত বছরের আলোচনার অগ্রগতিকে সামনের দিকে কিছুটা এগিয়ে নেয়া এবং আগামী সম্মেলনের স্থান নির্ধারণ ছাড়া বেশি কিছুই আশা করা ঠিক হবে না৷

এবারের সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর বিশেষ করে স্বল্প উন্নত দেশগুলোর প্রধান আলোচনার বিষয় বিগত দোহা রাউন্ডের সফল বাস্তবায়ন৷ অর্থাৎ উন্নত দেশে স্বল্পোন্নত দেশের সব পণ্যের শতকরা ১০০ ভাগ প্রবেশাধিকার৷ ২০০৫ সালের ডিসেম্বরে যে বিশ্ব বাণিজ্য সম্মেলন হয় সেখানে উন্নত দেশগুলো শতকরা ৯৭ ভাগ প্রবেশাধিকার দেয়ার প্রতিশ্রুতি দেয়৷ কিন্ত দোহা চুক্তি অনুযায়ী এটি হবার কথা ১০০ ভাগ৷

এবার এলডিসি দেশগুলোর আশা, কিছু অগ্রগতি হবে৷ কিন্ত এবিষয়ে একেবারেই নেতিবাচক মন্তব্য করেন আঙ্কটাডের স্বল্পউন্নত দেশ বিষয়ক বিশেষ উপদেষ্টা বাংলাদেশের দেবপ্রিয় ভট্টাচার্য্য৷ তিনি বলছেন, যুক্তরাষ্ট্রের প্রশাসন এখন আলোনার জন্য প্রস্তুত নয়৷ আর তাই কোন বাণিজ্য আলোচনাতেই তারা অংশ নেবে না৷ আর তাই একদিকে যেমন শতকরা ১০০ ভাগ শুল্ক মুক্ত সুবিধার প্রশ্ন নিয়ে যেমন কোন আলোচনা হবে না তেমনি ভারত এবং অ্যামেরিকার মধ্যে কৃষি এবং শিল্প ক্ষেত্রে ছাড় নিয়েও কোন অগ্রগতি হবে না৷ বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হলেও কোন নির্দিষ্ট সিদ্ধান্তের সম্ভাবনা নেই৷

এদিকে ডব্লিউ টিও বিশ্ব বাণিজ্য নিয়ে বেশ কয়েক বছর ধরে আলোচনা করলেও তেমন কোন ইতিবাচক সিদ্ধান্তে না আসাতে অনেকেই প্রশ্ন তুলছেন বাণিজ্য সংস্থার গঠন প্রণালী এবং এর কার্যকারিতা নিয়ে৷ অনেকেই বলছেন বিষয়টি আরো একবার ভেবে দেখার সময় এসেছে৷ দেবপ্রিয় বলছিলেন, এ পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থা বহু আলোচনা বা সম্মেলন করেছে৷ কিন্তু শেষ পর্যন্ত বিশ্ব বাণিজ্যের কোন উন্নয়ন হয়নি৷ বরং দেশগুলো অনেকসময় এমন অনেক শর্ত জুড়ে দিয়েছে যে বাণিজ্যের বিষয়টি কোন কোন ক্ষেত্রে সংকুচিত হয়ে উঠেছে৷ তাই এই কাঠামো নিয়ে এখনই সদস্য দেশগুলোর আলোচনা করা প্রয়োজন৷ তবে এর জন্য বাণিজ্য আলোচনা যেন থমকে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে৷

প্রতিবেদক: ঝুমুর বারী, জেনেভা থেকে

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক