1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেএমবির ৬ শীর্ষ জঙ্গি গ্রেফতার

২৬ অক্টোবর ২০০৯

জঙ্গিদের ফাঁসি, কারাদন্ড আর তাদের বিরুদ্ধে ধারাবাহিক গ্রেফতার অভিযানও তাদের দমাতে পারছেনা৷ নানা উপায়ে এবং কৌশলে তারা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করছে৷

https://p.dw.com/p/KFp2
ফাইল ফটোছবি: AP

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ৬ জন শীর্ষ নেতাকে গ্রেফতারের পর তারা র‌্যাবকে এ তথ্য জনিয়েছে৷ র‌্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার জানান, গ্রেফতারকৃতরা নাশকতার পরিকল্পনা করছিল৷ তিনি নিজেই জানিয়েছেন জঙ্গীদের দেশ থেকে পুরোপুরি নির্মূল সম্ভব হয়নি৷

৬ জঙ্গিকে খুলনা, জামালপুর ও নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করা হয়৷ তাদের মধ্যে রয়েছে কেন্দ্রীয় পরিষদ মজলিসে শুরার সদস্য মেহেদী হাসান ও আব্দুল্লাহ এবং সামরিক শাখার কমান্ডার হাসান শেখ, আখতারুজ্জামান, আব্দুল মাজেদ ও আকবর৷ তাদের কাছ থেকে গ্রেনেড তৈরির সরঞ্জাম, গ্রেনেডের ১৯টি খোল, শতাধিক ডেটনেটর, বিস্ফোরক এবং বিপুল পরিমাণ জেহাদী বই উদ্ধার করা হয়েছে৷

র‌্যাব মহাপরিচালক জানান, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে শুরা সদস্য মেহেদী এবং আব্দুল্লাহ জেএমবির বর্তমান প্রধান মাওলানা সাইদুর রহমানের ঘনিষ্ট৷ সাইদুর রহমানকে শিগগিরই গ্রেফতার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি৷

তার মতে র‌্যাবের অনেক অভিযান নানা কারনে সফল হয়না৷ এজন্য অভিযান কৌশলে পরিবর্তন আনছে র‌্যাব৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আবদুস সাত্তার