1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেএমবির বোমা তৈরির ল্যাবরেটরি

১৫ মে ২০০৯

রাজধানীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির বোমা তৈরির ল্যাবরেটরি এবং প্রশিক্ষণ কেন্দ্র আবিষ্কার করেছে র‌্যাব৷ বোমা ও গ্রেনেড তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে৷

https://p.dw.com/p/HrAb
বোমারু মিজান (মাঝে)ছবি: AP

জেএমবির সামরিক শাখার প্রধান বোমারু মিজান ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে৷

বৃহস্পতিবার রাতে রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে র‌্যাব সদস্যরা জেএমবির সামরিক শাখার প্রধান মিজান ওরফে বোমারু মিজানকে গ্রেফতার করে৷ তাকে নিয়ে গভীর রাতে তার পীরবাগের বাসা ঘেরাও করে র‌্যাব৷ এসময় বাসার ভিতরে থাকা মিজানের স্ত্রী লতা র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে৷ সে বাসার ভেতরেও বিস্ফোরণ ঘটায়৷ র‌্যাব বাসাটি ঘেরাও করে রেখে ভোররাতে আহত আবস্থায় মিজানের স্ত্রীকে গ্রেফতার করে৷ গ্রেনেড বিস্ফোরণে তার দু'টি শিশু সন্তানও আহত হয়েছে৷

Jahidur Rahman Mizan verhaftet
জেএমবির বোমা তৈরির ল্যাবরেটরিছবি: AP

এদিকে বোমারু মিজানকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে র‌্যাব গোয়েন্দরা জেএমবির বোমা তৈরির ল্যাবরেটরি এবং জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায়৷ শুক্রবার সকালে র‌্যাব রাজধানীর পূর্ব মনিপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ওই ল্যাবরেটরি থেকে বিপুল পরিমাণ, বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, ডেটনেটর, গ্রেনেড তৈরির সরঞ্জাম, বইপত্র, বোমা তৈরির ক্যাটালগ ও রাসায়নিক উদ্ধার করে৷ তবে অভিযানের সময় ওই বাসায় কেউ ছিল না৷ অভিযানের পর র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার জানান, বাসাটিকে কেন্দ্র করে জেএমবি বড় ধরণের নাশকতার পরিকল্পনা করেছিল৷

পূর্ব মনিপুরের ৫তলা বাড়ির ৪তলায় ৬ মাস আগে ভাড়া নিয়ে বোমারু মিজান ল্যাবরেটরিটি গড়ে তুলেছিল৷ তবে বাড়ির মালিক আবদুল করিম এবং প্রতিবেশীরা এ বিষয়ে কিছুই জানতেন না৷

স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন বলেছেন, জঙ্গি নির্মূলে সর্বাত্মক অভিযান শুরু হয়েছে৷ তবে পুরোপুরি নির্মূলে আরো সময় লাগবে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক