1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জি ২০ সম্মেলনকে কেন্দ্র করে ইউরোপীয় নেতাদের বৈঠক

হোসাইন আব্দুল হাই২২ ফেব্রুয়ারি ২০০৯

আসন্ন জি ২০ শীর্ষ সম্মেলনে ইউরোপের দেশগুলির অবস্থানের মধ্যে সমন্বয় ঘটাতে রবিবার বার্লিনে ইউরোপের কয়েকটি দেশের শীর্ষ নেতা ও অর্থমন্ত্রীরা বার্লিনে এক বৈঠকে বসেছেন৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এ বৈঠকের উদ্যোক্তা৷

https://p.dw.com/p/GzBK
বার্লিনে সম্মেলনে অংশ নিতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি৷ছবি: AP

এপ্রিল মাসে লন্ডনে অনুষ্ঠিতব্য বিশ্বের অর্থনৈতিক দিক থেকে উন্নত দেশগুলোর জোট গ্রুপ ২০ এর সম্মেলনের পূর্বে অর্থনৈতিক বাজার সংস্কার ও মন্দা পরিস্থিতি মোকাবেলায় ইউরোপের অবস্থান নির্ধারণ করার জন্য এ বৈঠকের আয়োজন৷ বৈঠকে অর্থনৈতিক ধ্বস থেকে পুনরুদ্ধারে আন্তর্জাতিক প্রতিষ্ঠান – যেমন আন্তর্জাতিক মুদ্রা তহবিল - আইএমএফ এবং ইউরোপের পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক ইবিআরডি-র মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে তাঁরা আলোচনা করেন৷

Deutschland Finanzkrise Börse in Frankfurt Börsenmakler
অর্থনীতিবিদরা মনে করছেন, ভেঙ্গে পড়া অর্থনীতি, বর্ধমান বেকারত্বের হার, বাজেট ঘাটতি, বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার কারণে মধ্য ও পূর্ব ইউরোপের অর্থনৈতিক বাজারে আরেকটি ধাক্কা লাগবে৷ছবি: AP

জি ২০ এর সদস্য দেশসমূহকে ৩১ মার্চের মধ্যে তাদের যাবতীয় প্রস্তাব জমা দেয়ার জন্য বলা হয়েছে৷ এই দেশগুলোর অর্থমন্ত্রীদের এপ্রিলের সম্মেলনের আগে প্রাথমিক পরিকল্পনার খসড়া স্থির করতে মার্চ মাসে লন্ডনে এক বৈঠকে বসার কথা রয়েছে৷ ১৯৯৯ সালে জি ২০ জোট গঠনের পর লন্ডনে এ বছর এপ্রিলে দ্বিতীয়বারের মতো এর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ৷

তবে অর্থনীতিবিদরা মনে করছেন, ভেঙ্গে পড়া অর্থনীতি, বর্ধমান বেকারত্বের হার, বাজেট ঘাটতি, বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার কারণে মধ্য ও পূর্ব ইউরোপের অর্থনৈতিক বাজারে আরেকটি ধাক্কা লাগবে৷ এর ফলে মুদ্রার বিনিময় মূল্য এবং শেয়ার বাজারে নতুন করে ধ্বস নামার আশংকা রয়েছে৷

অর্থনৈতিক সংকটের মুখে বিশ্বের অনেক প্রান্তের মত ইউরোপের অনেক দেশের সরকারও অসহায় বোধ করছে৷ এই সংকটের জের ধরে লাটভিয়ার সরকার শুক্রবার পদত্যাগ করে৷ গত বছরের শেষ তিন মাসে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ১০.৫ শতাংশ কমে যায়৷ এ সপ্তাহের শুরুতে পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রের শেয়ার বাজারে ধসের প্রেক্ষিতে সপ্তাহান্তের শেয়ার সূচক ৩ শতাংশ নেমে গেছে৷ এদিকে বুদাপেস্ট স্টক মার্কেটে সূচক নেমে গিয়েছিল ৬ শতাংশ৷ প্রায় একই ধরণের শেয়ার পতন দেখা গেছে গোটা পশ্চিম ইউরোপের দেশগুলোতে৷

অর্থনৈতিক ধসের মুখে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ফ্রান্স, ব্রিটেন, স্পেন, নেদারল্যান্ডস এবং ইতালির নেতৃবৃন্দকে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নীতিমালা প্রণয়নের আহ্বান জানান৷ মন্দার হাত থেকে নিজেদের অর্থনীতিকে রক্ষা করতে দেশগুলো যে যার নিজের সংকীর্ণ স্বার্থে মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, তার ফলে সম্ভাব্য অর্থনৈতিক হুমকির বিষয়েও বার্লিন বৈঠকে সতর্ক করে দেয়া হয়৷