1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির জন্য ভালোবাসা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ জুলাই ২০১৪

বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশে টপ ফেভারিট ব্রাজিল-আর্জেন্টিনা৷ তবে দর্শকদের বড় একটি অংশ জার্মানির ফুটবল দলের সমর্থক৷ এই সমর্থকরা জার্মানির জন্য অনেক কিছু করতে প্রস্তুত৷

https://p.dw.com/p/1CWML
Fußball WM 2014 Deutschland Frankreich Viertelfinale
ছবি: Reuters

বাংলাদেশের রাজধানী ঢাকায় এখন জার্মানির প্রচুর পতাকা৷ বিভিন্ন ভবন বা যানবাহনে জার্মানির পতাকা শোভা পাচ্ছে৷ আবার কোনো কোনো সমর্থক জার্মানির জার্সি গায়ে ঘুরে বেড়াচ্ছেন৷ এটা অনেকটা স্বাভাবিক ঘটনা৷ সমর্থকরা এরকম করেই থাকেন৷

পতাকা কিনতে জমি বিক্রি

কিন্তু ব্যতিক্রম মাগুড়ার কৃষক আমজাদ হোসেন (৬৫)৷ জার্মান ফুটবলের ভক্ত এই কৃষক জমি বিক্রি করে প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের বিশাল জার্মান পতাকা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন৷ তিন হাজার ৫৫০ গজের এই পতাকা তৈরিতে তিনি ব্যয় করেছেন প্রায় দেড় লাখ টাকা৷ আর এই খরচ যোগড় করেছেন ৫০ শতক আবাদি জমি বিক্রি করে৷

তাঁর জার্মান ফুটবল দলের ভক্ত হওয়ার পেছনে আছে এক কাহিনী৷ মাগুরার সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের নেহাল উদ্দিন মোল্যার ছেলে আমজাদ হোসেন ১৯৮৭ সালে কঠিন এক রোগে আক্রান্ত হন৷ সেই সময় চিকিত্‍সার জন্য অনেকের কাছে গেছেন৷ কিন্তু কিছুতেই কিছু হয় না৷ অবশেষে জার্মানি থেকে আনা ওষুধ সেবনের পরই তিনি আরোগ্য লাভ করেন৷ তারপর থেকেই জার্মান ফুটবলের ভক্ত হয়ে গেছেন তিনি৷ যার বহিঃপ্রকাশ হিসেবে আমজাদ হোসেন নিজ খরচে তৈরি করেছেন এই পতাকা৷ যা নিয়ে এখন গ্রামে গ্রামে ঘুরে তিনি জড়ো করছেন নিজ দলের সমর্থকদের৷

টোটাল ফুটবলের ভক্ত শাফিন

খ্যাতিমান সংগীত শিল্পী শাফিন আহমেদ জার্মান ফুটবল দলের ভক্ত তাদের টোটাল ফুটবলের কারণে৷ শাফিন আহমেদের ভাষায় তাদের মেসি-নেইমার না থাকলে কী হবে, দলীয়ভাবে জার্মানি খুবই সুসংহত৷ জার্মানি কোনো একক খেলোয়াড়ের ওপর নির্ভরশীল না, তারা পুরো দল হিসেবে খেলে৷ তাঁর আশা, এবারের বিশ্বকাপ জিতবে জার্মানি৷

ঢাকায় সাংবাদিকদের মধ্যে জার্মান দলের সমর্থক তুলনামূলকভাবে বেশি৷ তাঁদেরও একই কথা, কোনো একজন খেলোয়াড়ের ব্যক্তিগত নৈপুণ্যের ওপর নির্ভরশীল নয় জার্মানির ফুটবল দল৷ জার্মানি পুরো দল হিসেবে খেলে৷ তাদের খেলা পরিচ্ছন্ন এবং উপভোগ্য৷

জার্মান ফুটবল দলের ভক্ত সাংবাদিক সমীর কুমার দে মনে করেন, জার্মানির অতীত রেকর্ড আর এবারের বিশ্বকাপের তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে এটা বলা যায় সেমিফাইনালে ব্রাজিলকে টপকে ফাইনালে যাবে জার্মানি৷ আর শেষ পর্যন্ত বিজয়ীর কাপটিও তারা ঘরে নেবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য