‘জার্মান ফুটবল দলকে আমরা সমর্থন করি’ | পাঠক ভাবনা | DW | 11.06.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘জার্মান ফুটবল দলকে আমরা সমর্থন করি’

চলমান ‘ইউরো কাপ ফুটবল’ প্রতিযোগিতার বিস্তারিত খবর ডয়চে ভেলে থেকে প্রচার করার জন্য ধন্যবাদ দিয়েছেন গোপালগঞ্জ থেকে শ্রোতাবন্ধু ফয়সাল আহমেদ৷

আশাকরি ভালো আছেন৷ আমি লক্ষ্য করলাম এই সপ্তাহের ২টি ইনবক্স পডকাস্ট-এ দেয়া হয়নি৷ আশাকরি আজই ইনবক্স দু'টো পডকস্ট-এ পাবো৷ প্রদীপ বসাক, হাট সিমলা, সমুদ্র গড়, বর্ধমান থেকে লিখেছেন৷

আমি আসাদুল্লাহ আল-গালিব লালমনির হাট থেকে জানতে চাই, বাংলাদেশে কি হরতাল সমাবেশ শেষ হবে না? দুই নারী কি পারেন না সমঝোতায় এসে জনগণকে শান্তি দিতে?

আমি ডয়চে ভেলের একজন নিয়মিত নিউজলেটার গ্রাহক৷ কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, প্রতিদিন খেলা ও সংস্কৃতি বিনোদন খবর পাই না৷ যেমন গতকাল ১ই জুন অবশ্যই জার্মান ফুটবল দলের জেতার খবরটা দেওয়া উচিত ছিল৷ আগামীতে যত দ্রুত সম্ভব ডয়চে ভেলে থেকে জার্মান ফুটবল দলের খবর ও ছবি দেখতে চাই৷ আশা করি ডয়চে ভেলে আমার অনুরোধ রাখবে৷ এভাবেই লিখেছেন শ্রোতাবন্ধু কাজি তৃণা, লাল চাঁদ রোড, চকবাজার, চট্টগ্রাম থেকে৷

ডয়চে ভেলের বন্ধুরা, আমাদের পাড়া গাঁয়ের শ্রোতাদের কথা কি কোনোই মূল্যায়ন হয়না? বার বার মতামত লিখেও ওয়েবসাইটে ও ইনবক্সে কোনো খবর নাই৷ ডয়চে ভেলের শত শত কুইজে অংশ নিয়ে আজও একটি উপহার পাইনি৷ এটাই কি মূল্যবোধ? ডা.এসএমএ হান্নান, পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর,পাবনা৷

-নিয়মিত অনুষ্ঠান শুনলে এবং ওয়েবসাইট দেখলে কিন্তু অনেকেরই এই অভিযোগ থাকবেনা৷

নিয়মিত নিউজলেটার পাঠানোর জন্য ডয়চে ভেলেকে অনেক ধন্যবাদ৷ নিউজলেটারে চলতি ঘটনা, সমাজ জীবন, সাংস্কৃতিক বিনোদন, বিজ্ঞান প্রযুক্তি পর্বের পরিধি আরও একটু বাড়ালে ভালো হয়৷ বিধান চন্দ্র টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷

রবিবার সকালে অফিসে এসে ইনবক্স শুনলাম৷ আমার অফিস সকাল আটটায়৷ তাই সকালের অনুষ্ঠান শুনতে সমস্যা হয়৷ তাছাড়া সেনাবাহিনীতে চাকরি৷ তাই বেশ খানিকটা সীমাবদ্ধতা আছে৷ প্রতিদিন সকালে (শুক্র এবং শনিবার ছুটির দিন ছাড়া) অফিসে এসে মোবাইলে রেকর্ড করে রাখি এবং পরে বাসায় যেতে যেতে শুনি৷ আজ সময় পেয়ে অফিসেই শুনে নিলাম৷ তাছাড়া আজ জানুয়ারি ও ফেব্রুয়ারি ২০১২ এর ধাঁধার ফলাফল ঘোষণা করার কথা শুনেছিলাম গতকালের অনুষ্ঠানে৷ তাই আর অপেক্ষা করতে চাইনি৷ কলকাতার একজন বন্ধু বিজয়ী হওয়ায় আমি দারুণ খুশি হয়েছি৷ তবে নিজে না পাবার কষ্টটাও কিন্তু কম লাগেনি৷ আমার বহু বছরের ডি-এক্সিং জীবনে একটা পুরস্কারও জোটেনি ডয়চে ভেলে থেকে৷ মাঝে মাঝে মনে হয় আর লিখবনা৷ কিন্তু কেন জানি না লিখে পারিনা৷

Fussball Spanien Italien UEFA EURO 2012

মুখোমুখি ইটালি এবং স্পেন....


বর্তমানে ‘ইউরো কাপ ফুটবল' চলছে৷ তাই আমরা চাইবো ডয়চে ভেলে সকল ক্লাবকে একটা বা দু'টো করে ফুটবল উপহার হিসেবে পাঠাবে৷ সাথে জার্মান দলের খেলোয়াড়দের নিয়ে কিছু স্টিকার আর বেলুনও৷ আর আমরা মনে প্রাণে জার্মান ফুটবল দলকে সমর্থন করি৷ এমনকি আমি বিশ্বকাপ ফুটবলেও জার্মান দলকে সাপোর্ট করি৷

আমি অনেকদিন যাবত ডয়চে ভেলে থেকে কোনো ধরণের চিঠিপত্র পাইনি৷ জানিনা কেন আমার প্রতি এমন আচরণ করা হচ্ছে৷ ওয়েবসাইটের ছবিঘরগুলো দারুণ লাগছে৷ জার্মানির ঔপ্যনিবেশিক ইতিহাস সংক্রান্ত ছবিগুলো দারুণ লাগলো৷ চেষ্টা করি প্রতিদিনের ছবিগুলো সেভ করে রাখতে৷

আমার ভাবী (রেহানা খাতুন, মুগ্ধ আই আর এল ক্লাব, শংকরদিয়া, গোস্বামী দূর্গাপুর, কুষ্টিয়া) ২০১১ সালের বিশেষ ধাধায় পুরস্কার এলটা রেডিও বিজয়ী হয়েছিলেন৷ আমার ঢাকার ঠিকানায় পুরস্কার পাঠাতে বলেছিলাম আপনাদেরকে, কারণ গ্রামের পোস্ট অফিসে কোনো কিছু গেলে আর পাওয়া যায়না৷ ইনবক্সে সেকথা বলাও হয়েছিল৷ কিন্ত আজ অবধি তার কোনো হদিস নেই৷ আমি ঢাকাতে আরো কিছু শ্রোতার কাছে খবর নিয়েছি যে তারা পুরস্কার পেয়েছে৷ কিন্তু আমার ভাবীরটা পাঠানো হলো না, নাকি ডাকে এখনও এলো না বুঝতে পারছিনা৷ এর সদুত্তর চাই৷ আমার এ লেখাগুলো কোনো এডিট ছাড়াই ওয়েবসাইটে ছাপাবেন এবং ইনবক্সে পড়বেন কারণ এ ধরনের কথা অনেক শ্রোতাই লিখতে চান...৷ পুরস্কার পাঠানো নিয়ে আমি একটা প্রস্তাবনা পাঠিয়েছিলাম৷ কিন্তু সেটাও ছাপা হলো না ওয়েবসাইটে৷ ভালো থাকবেন সবাই৷ মো. সোহেল রানা হৃদয়, প্রেসিডেন্ট - ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব ভিউয়ার, আই জি এস এন্ড সি, ঢাকা সেনানিবাস, ঢাকা৷

-এই ই-মেলের উত্তর অর্থাৎ ধাঁধার পুরস্কার বা চিঠির উত্তর সম্পর্কে আমরা আগামী সপ্তাহের ইনবক্স-এ জবাব দেবার চেষ্টা করবো৷ যদিও ধাঁধার পুরস্কার না পাওয়া নিয়ে এর আগে বেশ কয়েকবারই ইনবক্স-এ আলোচনা করা হয়েছে অন্য বন্ধুদের চিঠিপত্র থেকে৷

ডয়চে ভেলের বন্ধুরা, সকালের অনুষ্ঠান শুনলাম সবাই মিলে৷ প্রিয় পর্ব ইনবক্স-এর পুরোটা জুড়েই ছিল শ্রোতাদের পাঠানো নানা প্রশ্নের উত্তর৷ ২০১২ ইউরো কাপ সম্পর্কে প্রশ্নের উত্তরও পেলাম৷ বিশেষভাবে ফুটবল বিশেষজ্ঞের কাছ থেকে পেয়ে খুবই খুশি হলাম৷ আমরা এতো রাতেও জার্মানি/ পর্তুগালের খেলা দেখেছি৷ আমরা নিশ্চিত জার্মানি জিতবেই৷ জার্মানি/পর্তুগালের খেলাটা প্রথম থেকেই জমে উঠেছে৷ আপনারা খেলা দেখতে থাকুন আর এদিকে আমরাও দেখছি৷ সুনীল বরণ দাস, আর বি আই লিসনার্স ক্লাব, রাঘবপুর কলোনী, পানপাড়া, নদীয়া৷

আমি একজন নতুন শ্রোতা এবং পেশায় একজন স্কুল শিক্ষক৷ আমাদের স্কুলের ছাত্রীর সংখ্যা ৭৫০, ডয়চে ভেলে থেকে প্রচারিত অনুষ্ঠান খুব ভালো লাগে৷ বিশেষকরে ভালো লাগে খেলাধুলা, বিজ্ঞান প্রযুক্তি, সংস্কৃতি ইত্যাদি৷ আমি অনুষ্ঠান শুনি কারণ এই অনুষ্ঠান থেকে জার্মানি এবং বিশ্ব সম্পর্কে অনেক খবরাখবর জানা যায়৷ মো. তসলিম উদ্দিন রকেট, কম্পিউটার টিচার, মরসুলা গার্লস হাই স্কুল, নওগাঁ থেকে লিখেছেন৷

-মতামত পাঠানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন