1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জার্মান ফিউচার প্রাইজ'

ফাবিয়ান স্মিড্ট/ এপিবি৬ ডিসেম্বর ২০১৩

স্টেফান নল্টে, ইয়েন্স ক্যোনিশ এবং ডির্ক জুটার পেলেন ‘জার্মান ফিউচার প্রাইজ'৷ সেমি-কণ্ডাক্টরের মাধ্যমে বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে উচ্চ শক্তির পালস রেট সৃষ্টি করা লেজার উদ্ভাবনে করে এ পুরস্কার পেলেন তাঁরা৷

https://p.dw.com/p/1AToD
ছবি: Bosch

কোনো পদার্থ কাটা বা গলানোর কাজে ব্যবহৃত হয় লেজার৷ কিন্তু ভবিষ্যতে এক এক কাজের জন্য এক এক ধরনের লেজার রশ্মির প্রয়োজন হবে৷ বর্তমানে শিল্প কারখানায় লেজার বিপ্লব ঘটিয়েছে৷ ভবিষ্যতে যে-কোনো পদার্থ কাটার ক্ষমতা বাড়ানোসহ আরো অনেক ক্ষেত্রে এটি বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে বলে ধারণা করা হচ্ছে৷ লেজার থেকে স্বল্প দৈর্ঘ্যের আলোকচ্ছটা বের করার কাজ করেছেন ঐ তিন বিজ্ঞানী৷ আবিষ্কার করেছেন ‘আলট্রা-শর্ট পালস লেজার'৷

গাড়ি নির্মাণের ক্ষেত্রে

গাড়ির ইঞ্জিনে জ্বালানি ভরার জন্য ইনজেক্টর তৈরিতে লেজার প্রযুক্তি ব্যবহার করে জার্মান কোম্পানি বশ৷ তাদের ইনজেক্টর ব্যবহার করে বিশ্বের প্রায় সব বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান৷

বশ এ কাজ করেন পদার্থবিদ ইয়েন্স ক্যোনিশ৷ তিনি জানালেন, ইঞ্জিনের কম্পার্টমেন্টে ভালোভাবে জ্বালানি প্রবেশ করানো যাবে এমনভাবেই তৈরি করা হয় ইনজেক্টরগুলো৷ ভালো ইনজেক্টর হলে জ্বালানি সাশ্রয় হয় বলে জানান তিনি৷

জ্বালানি সাশ্রয় হওয়ার অন্যতম কারণ, যেখান দিয়ে তেল বা গ্যাস ভরা হয়, সেখানকার গর্তটা'র গঠন৷ এটা এমনভাবে তৈরি করা হয় যেন জ্বালানি ভালোভাবে পুড়বে, কিন্তু ইঞ্জিন বা গাড়ির কাঠামো উত্তপ্ত হবে না৷

Stecknadelkopf mit Weltkarte
ভবিষ্যতে এক এক কাজের জন্য এক এক ধরনের লেজার রশ্মির প্রয়োজন হবেছবি: Bosch

ধাতু গলানো

এ ধরনের ক্ষুদ্র এবং বিশেষ আকারের গর্ত নির্মাণের জন্য লেজারের আলোর দৈর্ঘ্য হতে হয় বেশ ছোট৷ ইয়েনা'র ফ্রিডরিশ-শিলার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ স্টেফান নল্টে ডয়চে ভেলেকে বলেন, আলোটাকে এক সেকেন্ড যাবৎ ধরে রাখলে সেটি এমন একটি রশ্মি সৃষ্টি করবে যার দৈর্ঘ্য হবে পৃথিবী থেকে চাঁদের দূরত্বের সমান৷ কিন্তু কয়েক পিকোসেকেন্ড ধরে লেজার ধরে রাখলে যে রশ্মি বের হবে, তার দৈর্ঘ্য হবে মাত্র এক বা দুই মিলিমিটার৷

সেমি-কন্ডাক্টরে পালস সৃষ্টি

বিশেষ শ্রেণির অর্ধপরিবাহী বা সেমি-কন্ডাক্টর, যেগুলোকে লেজার অসিলেটরস বলা হয়, আলোর উচ্চ শক্তিসম্পন্ন পালস সৃষ্টির জন্য দায়ী৷ এর ফলেই লেজারটি তার কাজ করতে পারে৷

ডির্ক জুটার লেজার ডেভেলপার হিসেবে কাজ করেন ‘ট্রুম্ফ' কোম্পানিতে৷ তিনি বলেন, মজার ব্যাপার হলো এর ফলে লেজার থেকে গড় যে শক্তি সৃষ্টি হয় তা খুবই নিম্ন শক্তিসম্পন্ন অর্থাৎ একটি বৈদ্যুতিক বাতির মতো৷ কিন্তু এর কেন্দ্রের পালস খুবই উচ্চ ক্ষমতাসম্পন্ন৷

ভাবনার অতীত অ্যাপ্লিকেশন

জ্বালানি সাশ্রয়ী গাড়ির পাশাপাশি মোবাইল কোম্পানিগুলোও ব্যবহার করছে লেজার৷ অনেক স্মার্টফোনে স্ক্রিনের কাচ কাটতে এর ব্যবহার হচ্ছে৷ ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিতে এখন ট্রুম্ফ-এর লেজারের চাহিদা বেড়েই চলেছে৷

লেজার প্রযুক্তির উৎপাদন ও তত্ত্বাবধান যথেষ্ট ব্যয়বহুল হওয়া সত্ত্বেও উন্নয়নশীল দেশসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে এ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে৷ সর্বপ্রথম লেজার প্রযুক্তি ব্যবহৃত হয় শল্য চিকিৎসা ও চক্ষুরোগ চিকিৎসায়৷ পরে খনন, ঝালাই, উপগ্রহ ট্র্যাকিং, চিকিৎসা ও জীববিজ্ঞান গবেষণা, কমপ্যাক্ট ডিস্ক ও বার কোড পঠন, সার্জারি ইত্যাদি কর্মকাণ্ডে লেজার প্রযুক্তি ব্যবহৃত হতে থাকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য