1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান গাড়ি ও ট্রাক নির্মাতা ডাইমলার-এর বিপুল লোকসান

১৮ ফেব্রুয়ারি ২০১০

জার্মান মোটরগাড়ি জায়ান্ট ডাইমলার জানিয়েছে, ২০০৯ সালে প্রায় ২ দশমিক ৬৪ বিলিয়ন ইউরো লোকসান হয়েছে তাদের৷

https://p.dw.com/p/M4gh

এদিকে, এই প্রেক্ষিতে কোম্পানিটির শেয়ারের দাম কমে গেছে প্রায় ৭ শতাংশেরও বেশি৷

বিশ্ব অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতেই তাদের এই লোকসান হয়েছে জানিয়ে কোম্পানিটি বলেছে, এ পরিস্থিতিতে ২০০৯ সালের জন্য শেয়ার মালিকদের কোনো লভ্যাংশ না দেওয়ার প্রস্তাব করতে পারে তারা৷

স্টুটগার্ট ভিত্তিক মোটর জায়ান্ট ডাইমলার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানায়৷ তারা বলছে, বিশ্ব অর্থনৈতিক মন্দা এখনও কাটেনি তবে, বিকাশমান অর্থনীতির দেশগুলো তাদের ব্যবসা পরিচালনায় মূল সহযোগীর ভূমিকা পালন করছে৷

ওদিকে, ডাইমলার এই ঘোষণা দেওয়ার ঠিক আগেরদিন অর্থাৎ বুধবার সন্ধ্যায় কোম্পানির প্রধান নির্বাহী পদে ডিটার সেৎশে এর চুক্তি আগামী ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নবায়ান করা হয়েছে৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : আবদুস সাত্তার