1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি ছাড়িয়ে জার্মান রেলওয়ে সার্ভিস

৮ ডিসেম্বর ২০০৯

জার্মানির পরিবহন ব্যবস্থার সুনাম জার্মানি তথা ইউরোপ ছাড়িয়ে চলে গেছে আরো অনেক দূরে৷ সম্প্রতি জার্মান রেলওয়ে - ডয়চে বান কয়েক বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে মধ্য প্রাচ্যের দুটি দেশের সঙ্গে৷

https://p.dw.com/p/KxHL
ফাইল ফটোছবি: AP

মধ্য প্রাচ্যের এ দেশ দুটি হল কাতার এবং বাহরাইন৷ জার্মান রেলওয়ে এ দুটি দেশে হাই স্পিড রেলওয়ে লাইন তৈরি করতে সাহায্য করবে৷ সম্পূর্ণ প্রকল্পে প্রায় ২৫ বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে৷

ডয়েচে বান বা জার্মান রেলওয়ে দোহায় একটি মেট্রো সিস্টেম চালু করবে৷ সেখানে থাকবে ৯৮টি স্টপ বা স্টেশন৷ রেল লাইনের দৈর্ঘ্য হবে প্রায় ৩০০ কিলোমিটার৷ বাহরাইনে ডয়েচে বান চালু করতে যাচ্ছে ১৮০ কিলোমিটার দীর্ঘ হাই স্পিড লাইন৷ যে ট্রেন সেখানে চলবে তার গতি হবে ঘন্টায় ৩৫০ কিলোমিটার৷

স্বাক্ষরিত চুক্তির আওতায় প্রতিষ্ঠিত হয়েছে কাতার রেলওয়েজ ডেভেলপমেন্ট কোম্পানি৷ এই কোম্পানির প্রায় ৪৯ শতাংশ মালিকানা থাকবে ডয়েচে বানের এবং বাকি ৫১ শতাংশ থাকবে কাতারের একটি উন্নয়নমূলক প্রতিষ্ঠানের হাতে৷ জার্মান রেলওয়ের প্রধান রুডিগার গ্রুবে চুক্তিতে সই করেন৷ তার সঙ্গে ছিলেন জার্মান পরিবহন মন্ত্রী পেটার রামসাওয়ার৷ গ্রুবে বলেন, কাতার সরকার জার্মান রেলওয়েকে এই গুরুত্বপূর্ণ কাজের জন্য বেছে নিয়েছে, জার্মান রেলওয়েকে এই দায়িত্ব দিয়েছে এই জন্য আমরা খুবই গর্বিত৷ তিনি আরো বলেন, অর্থনৈতিক মন্দার এই সময় এ ধরণের কাজ নিঃসন্দেহে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেবে৷

পরিবহন মন্ত্রী রামসাওয়ার বলেন, জার্মান প্রযুক্তি বিশেষ করে পরিবহনের ক্ষেত্রে জার্মানির সুনাম রয়েছে গোটা বিশ্বে৷ এ কারণে আমাদের পণ্যের চাহিদাও রয়েছে৷ তিনি আরো বলেন, শুধু কাতার নয় এ ধরণের সহযোগিতা থেকে জার্মানিও লাভবান হবে৷ এটি দুই দেশের জন্যই একসঙ্গে কাজ করার প্রযুক্তির আদান প্রদানের বিশাল এক সুযোগ৷

ডয়েচে বান আশা করছে, মধ্য প্রাচ্যে এ ধরণের আরো বেশ কিছু কাজ তারা হাতে পাবে৷ শুধু কাজ নয় সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে জার্মানির সঙ্গে মধ্য প্রাচ্যের দেশগুলোর সম্পর্ক হবে আরো গভীর৷

প্রতিবেদক: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক