1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আঙ্গেলা ম্যার্কেল-ল্যান্ড'!

২৩ সেপ্টেম্বর ২০১৩

গত ২৩ বছরের মধ্যে সবচেয়ে ভাল ফল করলেও সরকার গঠনের জন্য অন্যদলের সহায়তা নিতে হবে আঙ্গেলা ম্যার্কেলকে৷ সে লক্ষ্যে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি৷

https://p.dw.com/p/19mIm
German Chancellor and leader of the Christian Democratic Union (CDU) Angela Merkel smiles as she addresses supporters after first exit polls in the German general election (Bundestagswahl) at the party headquarters in Berlin September 22, 2013. REUTERS/Kai Pfaffenbach (GERMANY - Tags: POLITICS ELECTIONS)
ছবি: Reuters

এক্ষেত্রে ম্যার্কেলের প্রথম পছন্দের দল হচ্ছে সামাজিক গণতন্ত্রী এসপিডি৷ নির্বাচনে দলটি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে৷ এছাড়া ম্যার্কেলের দল সিডিইউ'র নীতির সঙ্গে কিছুটা মিল রয়েছে এসপিডির৷ সিডিইউ-এসপিডি জোট এর আগেও একসঙ্গে কাজ করেছে৷ বিশ্লেষকরাও চাইছেন এই জোট হোক৷ তা হলে সেটা বৃহত্তর ইউরোপের জন্য ভালো হবে বলেই তাদের বিশ্বাস৷

তবে এসপিডির সঙ্গ না পেলে ম্যার্কেল যেতে পারেন গ্রিন দলের কাছে৷

এদিকে, ম্যার্কেলের জয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপের নেতৃবৃন্দ৷ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ প্রথম বিশ্ব নেতা হিসেবে ফলাফলের পূর্বাভাষ পাওয়ার পরপরই ম্যার্কেলের সঙ্গে টেলিফোনে কথা বলেন৷ সেসময় তাঁরা ইউরোপকে সামনে এগিয়ে নিয়ে যেতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন৷ সরকার গঠন করার পর ম্যার্কেলকে প্যারিস সফরেরও আমন্ত্রণ জানান ওলঁদ৷

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন অভিনন্দন জানাতে বেছে নেন টুইটারকে৷ তিনি লিখেছেন, ‘‘অনেক অভিনন্দন আঙ্গেলা ম্যার্কেল৷ আগামীতে আপনার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করার আশা করছি৷''

ইটালির প্রধানমন্ত্রী এনরিকো লেত্তা নির্বাচনের ফলাফলকে ‘ব্রিলিয়ান্ট' বলে আখ্যায়িত করেছেন, এবং বলেছেন ইউরোপীয় ইউনিয়নের জন্য এটা ভাল খবর৷ একই ধরনের মন্তব্য এসেছে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হ্যার্মান ফ্যান রম্পয় এর কাছ থেকে৷

এদিকে জার্মানির স্পিগেল অনলাইন তাদের এক প্রতিবেদনের শিরোনাম দিয়েছে এইভাবে, ‘দ্য ম্যার্কেল রিপাবলিক'৷ পরপর তিনবার চ্যান্সেলর হওয়ার সুযোগ পাওয়ায় স্পিগেল লিখেছে জার্মানি শেষ পর্যন্ত ‘আঙ্গেলা ম্যার্কেল-ল্যান্ড'এ পরিণত হয়েছে৷

জেডএইচ / এসি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য