1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে উচ্চশিক্ষা

১৬ এপ্রিল ২০১২

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি শুধু কোনো কোম্পানিতে প্রশিক্ষণ গ্রহণ করা নয়, সেই কোম্পানির অর্থে শিক্ষার ব্যয়ভার গ্রহণ করা এবং সেইসঙ্গে আলাদা স্টাইপেন্ড পাওয়ার স্বপ্ন কি বাস্তব হতে পারে?

https://p.dw.com/p/14eQa
ছবি: Markus Garscha

জার্মানির ‘ডুয়াল সিস্টেম’এ এটা ব্যতিক্রম নয়৷

দক্ষ কর্মীর চাহিদা

জার্মানিতে পারদর্শী কর্মীর খুবই প্রয়োজন৷ ফলে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা শেষ হওয়া পর্যন্ত অনেক কোম্পানি অপেক্ষা করতে প্রস্তুত নয়৷ আগেই বিশেষ কিছু পেশার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর চেষ্টা চলে৷ অবশ্যই সেসব এমন পেশা, যেখানে সত্যি কর্মীর প্রয়োজন রয়েছে৷ এর মধ্যে সবচেয়ে প্রচলিত পদ্ধতি ‘ডুয়াল সিস্টেম' – যার মাধ্যমে শিক্ষা ও প্রশিক্ষণের মধ্যে সমন্বয় সাধন করা হয়৷ ছাত্রছাত্রীরা যেমন উচ্চশিক্ষার শেষে চাকরি পাবার আশা করে থাকে, প্রতিষ্ঠানগুলিও দক্ষ শ্রমিক ও কর্মীদের জন্য অপেক্ষা করে৷ সেরকম প্রার্থী পেলে কোম্পানিগুলি আগেভাগে তাদের শিক্ষার ব্যয় বহন করে, অনেক সময় আবার বেতনও দিতে শুরু করে৷

অভিনব দান-প্রতিদান

এর বদলে অবশ্য সেই ছাত্র বা ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে সেই প্রতিষ্ঠানে কাজ করার অঙ্গীকার করতে হয়৷ এতে ফায়দা দুই পক্ষেরই৷ এমনই এক ছাত্রের নাম সেবাস্টিয়ান বুডনিক৷ সে বাণিজ্য ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে৷ জার্মানিতে প্রথাগত বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্সেস'এর যে চল আছে, বন শহরের কাছে ব্র্যুল'এও রয়েছে তেমনই এক ‘ফাখহোখশুলে'৷ সেখানেই ভর্তি হয়েছে সেবাস্টিয়ান৷

Migration nach Deutschland
লেখাপড়ার সঙ্গে চাকরিও করা যায়ছবি: picture alliance/ZB

আজ ক্লাসের বিষয় একটা কোম্পানি চালানোর কৌশলগত দিকগুলি৷ সেবাস্টিয়ান ‘ডুয়াল সিস্টেম'এর কাঠামোয় এই বিষয়টিই বেছে নিয়েছে৷ একদিকে পুঁথিগত বিদ্যা, অন্যদিকে সেই বিদ্যার বাস্তব প্রয়োগ শিখতে চায় সে৷ সেমেস্টারের সময়ও সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে৷ অর্ধেক সময় ক্লাসে, বাকি সময়টা জার্মানির বিখ্যাত সুপারমার্কেট চেন ‘রেভে' গোষ্ঠীতে কাজ করছে সেবাস্টিয়ান৷ তবে ঠিক সাধারণ বেতনভোগী কর্মীর মতো কাজ করে না সে৷ কোম্পানির নিজস্ব মার্কেটিং'এর প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়ে বাস্তব জ্ঞান বাড়ানোই তার আসল লক্ষ্য৷ এভাবে কোম্পানিও তার শিক্ষা ও প্রশিক্ষণগত দক্ষতা প্রথমে বাড়িয়ে তারপর তা পুরোপুরি কাজে লাগাতে পারবে৷

সেবাস্টিয়ান বলছে, শুধু বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করা বা পুঁথিগত বিদ্যা মগজে ঢোকানো কোনোকালেই তার লক্ষ্য ছিল না৷ কম সময়ে যতটা সম্ভব জ্ঞান অর্জন করে তা হাতেনাতে কাজে লাগানোর এই সুযোগ পেয়ে সে খুবই সন্তুষ্ট৷

কাজের চাপ ও কঠিন চ্যালেঞ্জ

‘ডুয়াল সিস্টেম'এর কার্যকারিতা নিয়ে সন্দেহ নেই বললেই চলে৷ কিন্তু প্রশ্ন হলো, সবার জন্য এই কাঠামো কি উপযুক্ত? যারা এই কাঠামোর সঙ্গে যুক্ত, তাদের মতে বিষয়টি এত সহজ নয়৷ যে ছাত্র বা ছাত্রী একসঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণের পথে এগোতে চায়, তাকে শুরু থেকেই অত্যন্ত মনোযোগী ও উদ্যমী হতে হবে৷ সাধারণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ক্ষেত্রে তেমন চাপ নেই৷ ছাত্রছাত্রীরা অনেকটাই নিজেদের পছন্দমতো কোর্স বাছাই করতে পারে, দুই সেমেস্টারের মাঝে লম্বা ছুটি উপভোগ করে৷ কিন্তু একবার ‘ডুয়াল সিস্টেম'এ পা রাখলে আরামের সুযোগ কম৷ এমনকি দুই সেমেস্টারের মাঝে ছুটিও পাওয়া যায় না৷ হয় ক্লাসে, না হয় কোম্পানির দপ্তরে সময় কাটাতে হয়৷

Georg-August-Universität Göttingen
ছবি: AP

এমন চাপের মুখে কিছু স্বাধীনতা খোয়াতে হয় ছাত্রছাত্রীদের৷ সব ক্ষেত্রে তাদের পছন্দ-অপছন্দকে মর্যাদা দেওয়া সম্ভব হয় না৷ যে কোম্পানি তাদের পেছনে এত বিনিয়োগ করছে, তাদের প্রয়োজনীয়তার সঙ্গেও নিজেকে মানিয়ে নিতে হয়৷ যেমন সেবাস্টিয়ান ‘রেভে' গোষ্ঠীর সঙ্গে জড়িত৷ তারাই তার টিউশান ফি দেয়, যা সাধারণ বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি৷ তার উপর সে কোম্পানি থেকে প্রশিক্ষণের জন্য স্টাইপেন্ড'ও পায়৷

সবারই লাভ হয়

তবে শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকেও বাড়তি উদ্যোগ দেখানো হয়৷ যেমন সেবাস্টিয়ান যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, তারা ছাত্রছাত্রীদের একটি গোটা সেমেস্টার বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পাঠায়৷ শুধু নিজের বিষয়ে দক্ষতা অর্জন নয়, ভিন্ন ভাষা ও সংস্কৃতির সংস্পর্শে আসা, অন্য দেশের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার শিক্ষাও পায় তারা৷ এক বা একাধিক বিদেশি ভাষা শিখতে হয়৷ ছোট ছোট ক্লাসে ছাত্রছাত্রীদের প্রতি বাড়তি নজর দেওয়া হয়৷ ফলে তারা পেশাগত জীবনের জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারে৷

সেবাস্টিয়ানের শিক্ষকেরাও এই ‘ডুয়াল সিস্টেম'এর উপযোগিতা টের পান৷ কারণ সে তার কাজের অভিজ্ঞতার ভিত্তিতে ক্লাসে যেসব প্রশ্ন করে, তার ফলে বাস্তব জগত সম্পর্কে আরও সচেতন হয়ে পড়েন শিক্ষকেরা৷ এই মডেল এত ভালো কাজ করছে, যে জার্মানির ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্সেস'গুলি ‘ডুয়াল সিস্টেম'এর কাঠামো সম্প্রসারণ করে চলেছে৷

প্রতিবেদন: আর্ন্ট রিকমান, সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য