1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেতন বৃদ্ধি

১ এপ্রিল ২০১২

জার্মানির সরকারি দপ্তরগুলোতে কর্মরত প্রায় বিশ লক্ষ কর্মীর প্রতিনিধিত্বকারী শ্রমিক ইউনিয়ন ভ্যার্ডি’র সাথে আগামী ২৪ মাসে ৬.৩ শতাংশ বেতন বৃদ্ধির চুক্তিতে সম্মত হয়েছে সরকার৷ ফলে শ্রমিক ধর্মঘটের হাত থেকে বেঁচে গেল জার্মানি৷

https://p.dw.com/p/14Vrh
Brandenburg/ Bundesinnenminister Hans-Peter Friedrich (CSU, v.l.), Harald Seiter von den Kommunalen Arbeitgeberverbaenden, Manfred Hoffmann, Hauptgeschaftsfuehrer des Verbandes Kommunaler Arbeitgeber (VKA), Frank Stoehr, Vorsitzender der dbb tarifunion, und Frank Bsirske, Vorsitzender der Gewerkschaft ver.di, sitzen am Donnerstag (29.03.12) in Potsdam waehrend der dritten Verhandlungsrunde im Tarifkonflikt im Oeffentlichen Dienst im Verhandlungsraum vor ihren Akten. Im Tarifkonflikt des oeffentlichen Dienstes deutet sich ein zaeher Verhandlungstag an. Bislang habe es kein verbessertes Angebot der Arbeitgeber gegeben, sagte der Vorsitzende der Gewerkschaft ver.di, Frank Bsirske, am Donnerstag vor der Fortsetzung der dritten Verhandlungsrunde in Potsdam. Ein Sprecher des Bundes sagte lediglich: "Wir sondieren nach einem Ergebnis." (zu dapd-Text) Foto: Theo Heimann/dapd
পটসডামের সমঝোতা বৈঠকছবি: dapd

শ্রমিক ইউনিয়ন ভ্যার্ডি এবং ডিবিবি সাম্প্রতিক সময়ে ৬.৫ শতাংশ বেতন বৃদ্ধির জন্য আন্দোলন চালিয়ে আসছিল৷ ইতিমধ্যে গত কয়েক সপ্তাহে এই দাবি আদায়ে কয়েক দফা ধর্মঘট করেছে তারা৷ ফলে দেশের মানুষকে যানবাহনের অভাবে এবং কর্মবিরতির ফলে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে৷ তাই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির এই আন্দোলন নিয়ে বেশ উৎকণ্ঠায় ছিল দেশবাসী৷ দ্রুত একটা সমঝোতা চুক্তি না হলে জার্মানির প্রতিষ্ঠানগুলোকে বেশ ক্ষতির মধ্যে পড়তে হতো আগামী সপ্তাহগুলোতে এমন আশঙ্কাও ছিল জনমনে৷ ফলে সরকারের সাথে ভ্যার্ডি নেতৃবৃন্দের প্রায় ৪০ ঘণ্টার দীর্ঘ আলোচনা শেষে শনিবার স্থানীয় সময় সকাল সাতটায় যখন চুক্তি সম্পাদনের ঘোষণা আসে তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন সবাই৷

রাজধানী বার্লিনের উপকণ্ঠে পটসডামে রাতভর আলোচনার পর সম্পাদিত চুক্তির আওতায় এ বছরের পহেলা মার্চ থেকেই ৩.৫ শতাংশ বেশি বেতন পাবেন সরকারি কর্মচারীরা৷ এছাড়া ২০১৩ সালের জানুয়ারি মাসে ১.৪ শতাংশ এবং একই বছরের আগস্ট মাসে আরো ১.৪ শতাংশ বেতন বাড়বে৷ শুক্রবার সন্ধ্যা নাগাদ মালিক পক্ষ থেকে আশ্বাস এসেছিল সর্বোচ্চ ৫.৮ শতাংশ বেতন বৃদ্ধির৷ তবে আরো দেন-দরবার শেষে তাঁরা ৬.৩ শতাংশ বেতন বৃদ্ধি করতে রাজি হন৷ এছাড়া বৈঠকে আরেকটি বিতর্কের বিষয় ছিল, বেতন বৃদ্ধির প্রথম ধাপ পহেলা এপ্রিল থেকে বাস্তবায়নের পরিকল্পনা ছিল মালিক পক্ষের৷ কিন্তু শেষ পর্যন্ত ইউনিয়ন নেতাদের যৌক্তিক দাবির মুখে পহেলা মার্চ থেকেই প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হন তাঁরা৷

Nordrhein-Westfalen/ Der Vorsitzende der Dienstleistungsgewerkschaft ver.di, Frank Bsirske, spricht am Mittwoch (21.03.12) in Koeln im Rahmen eines Warnstreiks der Beschaeftigten im oeffentlichen Dienst auf einer Kundgebung. Beschaeftigte des oeffentlichen Dienstes in Nordrhein-Westfalen haben am Mittwoch um 3.00 Uhr die Arbeit niedergelegt, um sich an den bundesweiten Warnstreiks zu beteiligen. Vom Streik betroffen sind auch wieder Muellabfuhren, Krankenhaeuser, Kindertagesstaetten und Bundesbehoerden. Die Arbeitnehmer fordern 6,5 Prozent mehr Lohn und Gehalt, mindestens aber 200 Euro. (zu dapd-Text) Foto: Roberto Pfeil/dapd.
এমন আরো ধর্মঘট-সমাবেশ থেকে বেঁচে গেল জার্মানিছবি: dapd

সমঝোতা আলোচনায় সরকারের পক্ষে নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রী হান্স-পেটার ফ্রিডরিশ এবং ইউনিয়নের পক্ষে নেতৃত্ব দেন ভ্যার্ডি নেতা ফ্রাঙ্ক বির্স্কে৷ ফ্রিডরিশ জানিয়েছেন, এই চুক্তি বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের ৫৫ কোটি ইউরো খরচ হবে৷ এছাড়া চলতি বছরে প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত ব্যয় হবে ২.২ বিলিয়ন ইউরো এবং ২০১৩ সালে ব্যয় হবে ৪.৩ বিলিয়ন ইউরো৷ উল্লেখ্য, ইউরোপের সবচেয়ে ধনী দেশ জার্মানিতে বার্ষিক মূল্যস্ফীতির হার দুই শতাংশ৷

কোপেনহাগেনে অনুষ্ঠিত ইউরোপীয় অর্থ মন্ত্রীদের বৈঠকে জার্মান অর্থ মন্ত্রী ভোল্ফগাং শয়েবলে এটিকে গ্রহণযোগ্য চুক্তি অভিহিত করে বলেন, এর মাধ্যমে অধিকতর ধর্মঘট এড়ানো সম্ভব হয়েছে বলে তিনি খুশি৷ জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ইয়েন্স ভাইডমান বলেন, ‘‘আমি মনে করি না যে, এই চুক্তি অন্যান্য খাতের ইউনিয়নগুলোর জন্য একটি উপমা হয়ে দাঁড়াবে৷ তবে কেন্দ্রীয় ব্যাংক এই চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া কাছে থেকে বিশ্লেষণ করবে৷''

এদিকে, ভ্যার্ডি নেতা বির্স্কে বলেন, এই চুক্তিতে উপনীত হওয়াটা খুব কঠিন ছিল৷ কিন্তু শেষ পর্যন্ত ইউনিয়ন অন্তত বেসরকারি খাতের কর্মীদের বেতনের সাথে সরকারি কর্মীদের বেতনের ব্যবধান কিছুটা কমিয়ে আনতে পেরেছে৷ তবে তিনি দুঃখ প্রকাশ করেন যে, স্বল্প মজুরি উপার্জনকারী কর্মীদের জন্য আরো বেশি কিছু আদায় করতে তিনি সফল হননি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, ডিপিএ/এএফপি/রয়টার্স

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য