1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির পুনরএকত্রীকরণের পনেরোতম বর্ষপূর্তি

আবদুস সাত্তার৩ অক্টোবর ২০০৫

জার্মানির পুনরএকত্রীকরণের পনেরোতম বর্ষপূর্তি ছিল গতকাল৷ এ উপলক্ষে মূল অনুষ্ঠান হল পটস্ডাম শহরে৷ সেখানে শীর্ষ রাজনীতিকরা জার্মানির পুনরএকত্রীকরণের সমালোচনাপূর্ণ খতিয়ান টানলেন৷ মতামত প্রকাশ করা হল, জার্মানির পূর্বাঞ্চলে প্রত্যাশিত উন্নতি সাধিত হয় নি গত পনেরো বছরে৷

https://p.dw.com/p/DPtk
ছবি: AP

জার্মানি গত পনেরো বছর ধরে পুনরএকত্রীত৷ এই পুনরএকত্রীকরণের পনেরোতম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল পটস্ডাম শহরে আয়োজিত হয়েছিল মূল অনুষ্ঠান৷ এতে বক্তারা গত পনেরো বছরের জার্মান ঐক্যের সমালোচনাপূর্ণ খতিয়ান তুলে ধরেন৷ তাঁরা বলেন, এই দীর্ঘ দিনে জার্মানির পূর্বাঞ্চলে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয় নি৷

পটস্ডামের মূল অনুষ্ঠানে জার্মানির পূর্বাঞ্চলের দুইজন শীর্ষ রাজনীতিক বক্তব্য রাখেন৷ ব্রান্ডেনবুর্গ এর মূখ্যমন্ত্রী মাথিয়াস প্লাটসেক ও বুন্ডেসটাগের বিদায়ী প্রেসিডেন্ট Wolfgang Thierse৷ প্লাটসেক হলেন জার্মান সংসদের উচ্চ পরিষদ বুন্ডেসরাট এর পর্যায়ক্রমিক প্রেসিডেন্ট৷ Thierse স্বীকার করেন যে, পুনরএকত্রীকরণের প্রাথমিক উত্ সাহ উদ্দীপনার পর সাবেক পূর্ব-জার্মানির জনসাধারণ এখন হতাশ হয়ে পড়েছেন৷ কারণ পূর্বাঞ্চলে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয় নি৷ তবে এই অগ্রগতি এখন মধ্যপথে পৌঁছেছে-মত প্রকাশ করেন তিনি৷

ব্রান্ডেনবুর্গ রাজ্যের মূখ্যমন্ত্রী মাথিয়াস প্লাটসেক অনুষ্ঠানে দেওয়া তাঁর ভাষনে জার্মানির উন্নয়নে নবসূচনার আহ্বান জানান৷ পনেরো বছরের পুনরএকত্রীকরণের পর এখন আমাদেরকে অতীতের ভুলভ্রান্তির দিকে তাকাতে হবে এবং তা শুধরে নিয়ে কাজে লাগাতে হবে ভবিষ্যতের উন্নয়নে৷

প্লাটসেক জার্মানির পূর্বাঞ্চলের বেকারত্বের কথা উল্লেখ করেন এবং বলেন যে, সেখানে বেকারত্বের হার হল ১৮ শতাংশ- যা পশ্চিমাঞ্চলে চেয়ে দ্বিগুন৷ তিনি বলেন, ১৯৮৯ সালের পরিস্থিতির সঙ্গে কেউ যদি আজকের পরিস্থিতির তুলনা করেন তাহলে তিনি স্মরণ করবেন পূর্ব জার্মানির জনসাধারণের পশ্চিমে চলে আসার প্রবাহ, বিরোধী দলের আন্দোলন, রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের কর্মকান্ড, জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র- সাবেক পূর্ব-জার্মানির চল্লিশতম বর্ষপূর্তি, প্রতি সোমবারে বিক্ষোভ এবং সীমান্ত খুলে দেওয়ার বিভিন্ন ঘটনার কথা৷ যে এই পরিস্থিতির দিকে ফিরে তাকাবে সে লক্ষ্য করবে পনেরো বছর আগে জার্মানির পরিস্থিতি ছিল আজকের চেয়ে সম্পূর্ণ ভিন্ন৷

প্লাটসেক স্বীকার করেন, আকাংখিত প্রত্যাশা পূরণ না হলেও পূর্ব জার্মানিতে অনেক কিছু অর্জিত হয়েছে গত পনেরো বছরে৷ মানুষের আয় আয় বেড়েছে৷ পাঁচ লাখেরও বেশি নতুন অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে৷ গণতন্ত্র ও স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত্ হয়েছে৷ পরিবহন ও টেলিযোগাযোগ ব্যবস্থা হল বিশ্বের আধুনিকতম৷ বিভিন্ন শহরের উন্নতি সাধন করা হয়েছে, নদীর পানি এখন পরিস্কার এবং বায়ু স্বাস্থ্যকর ৷

বিরোধী সিডিইউ দলের প্রধান আঙ্গেলা মেয়ারকেল বলেন, ১৯৯০ সালের তেসরা অক্টোবর থেকে জার্মানির পূর্বাঞ্চলের জনসাধারণের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে৷