1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির জলকন্যা, কিংবা স্বর্ণকুমারী

২৮ জুন ২০০৯

দু’দিনের মধ্যে ১০০ মিটার ফ্রিস্টাইলে নিজের বিশ্বরেকর্ড নিজেই ভঙ্গ করলেন ব্রিটা স্টেফেন৷ নিন্দুকে বলছে, ওটা নাকি তাঁর হাই-টেক সুইমস্যুটের জন্য৷ ওদিকে মার্কিনিরা ব্রাজিলকে হারিয়ে কনফেড কাপ জিতবে ভুভুজেলার কল্যাণে৷

https://p.dw.com/p/IcZE
রেকর্ড করতে চলেছেল ব্রিটা স্টেফেনছবি: picture-alliance/ dpa

বেইজিং-এ ৫০ এবং ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে স্বর্ণ জিতেছিলেন ব্রিটা স্টেফেন৷ এবারকার জার্মান জাতীয় চ্যাম্পিয়নশিপে গত বৃহষ্পতিবারে নিজের করা রেকর্ড নিজেই ভাঙলেন শনিবারে – ঐ ১০০ মিটার ফ্রিস্টাইলে – সময় কমিয়ে দাঁড় করালেন ৫২.৫৬ সেকেন্ডে৷ জিতে ফ্যানদের ধন্যবাদ জানিয়েছেন৷ বলেছেন, মনে হচ্ছিল যেন একটা ঢেউ-এর ওপর ভেসে চলেছি৷


সাঁতারের রসায়ন

পরণে এবার ডুবুরীদের মতো পা থেকে মাথা পলিউথেরেন গোত্রীয় কালো সুইমস্যুট৷ ওতে নাকি জলে ভেসে থাকার ক্ষমতা বাড়ে৷ ব্রিটা নিজে এগুলো ব্যবহার করলেও, সাঁতারে হাই-টেকের বিরুদ্ধে৷ কিন্তু এই উচ্চ-রসায়নের বডি স্যুট গুলোর জন্যই যে গত দেড় বছরে একশো'র বেশী নতুন বিশ্বরেকর্ড হয়েছে, তা'তে কোনো সন্দেহ নেই৷


‘‘সকার'', না নিরাকার?

মার্কিনিদের পক্ষে সাধারণত অসম্ভব বলে কিছু নেই৷ কিন্তু কনফেড কাপের ফাইনালে ব্রাজিলকে হারানো? মার্কিনিদের চিরকালের সবচেয়ে বেশী গোল-করিয়ে ল্যান্ডন ডোনোভানও জানে যে আজ রবিবার এলিস পার্কে দক্ষিণ আফ্রিকার ফ্যানদের ভুভুজেলার নাদেই একমাত্র সেই অসম্ভব সম্ভব হতে পারে৷ গ্রুপ স্টেজেও এই ব্রাজিল এবার যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ৩-০ গোলে৷ অপরদিকে মার্কিন কোচ বব ব্র্যাডলে যেমন বলেছেন: যুক্তরাষ্ট্রের ফুটবলে যে ধীরে ধীরে একটা পরিবর্তন এসেছে, সেটা হয়তো বাকি বিশ্ব এখনও পুরোপুরি উপলব্ধি করেনি৷ যে মহাদেশে ফুটবলের নাম এখনও ‘‘সকার'', তারা কিন্তু কনকাকাফ গোল্ড কাপ বিজয়ী৷ এমএলএস-এর বহু প্লেয়ার এখন ইউরোপে খেলছে৷ কাজেই ব্রাজিলকে হারানোর ব্যাপারে বব ব্র্যাডলের মুখে শোনা গেল বারাক ওবামার সেই ম্যাজিক স্লোগান: ইয়েস, উই ক্যান৷

ওদিকে ব্রাজিলও জানে যে ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমি-ফাইনালের মতো খেললে চলবে না৷ বিশ্ব তো দুয়ো দেবে বটেই, এমনকি হারাও অসম্ভব নয়৷ ব্রাজিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ-যাবৎ ১৫ বার খেলে ১৪ বার জিতেছে৷ কিন্তু পরিসংখ্যান দিয়ে ফুটবল হয় না৷ কাজেই মিডফিল্ডের গিলবার্টো সিলভা বলেছে যে ফাইনালে কোনো কিছুই ধরে নিচ্ছে না তারা৷ ফরোয়ার্ড রবিনিও স্বয়ং বলেছে যে মার্কিনিরা স্পেনের বিরুদ্ধে জেতায় সে বিষ্মিত হয়নি৷ তার মতে ইউএসএ শুধুমাত্র কপালের জোরে ফাইনালে ওঠেনি৷ বরং তারা অনেক উন্নতি করেছে, ইত্যাদি৷


তবে ব্রাজিল জিতবে বলেই তার ধারণা!


প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: রিয়াজুল ইসলাম