1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অঙ্গ প্রতিস্থাপন

১১ আগস্ট ২০১২

অঙ্গ প্রতিস্থাপন নিয়ে জার্মানিতে একটি অপ্রীতিকর ঘটনার কারণে এই ব্যবস্থাটা ঢেলে সাজাবার প্রশ্ন উঠেছে৷ সেই সঙ্গে ঐ ঘটনায় জড়িত চিকিৎসকের বিরুদ্ধে চলছে তদন্ত৷

https://p.dw.com/p/15nkA
ছবি: dapd

গোপনীয়তা নীতির কারণে জার্মান পত্রপত্রিকায় অভিযুক্ত চিকিৎসকের নাম প্রকাশ করা হয়নি৷ তবে তাঁকে ডাকা হচ্ছে ‘ডক্টর ও' নামে৷

এই ‘ডক্টর ও' প্রথমে কাজ করতেন দক্ষিণের শহর রেগেনসবুর্গে৷ তারপর তিনি চলে যান উত্তরের গ্যোইটিঙ্গেন শহরে৷

অঙ্গ প্রতিস্থাপনের জন্য একটা তালিকা করা হয়৷ কোন রোগীর অসুখ কোন পর্যায়ে রয়েছে, কার জরুরি ভিত্তিতে অঙ্গ দরকার সেসব বিবেচনা করে তালিকাটা তৈরি করা হয়৷ কিন্তু গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বিদেশি ধনাঢ্য ব্যক্তিরা টাকার বিনিময়ে সেই তালিকায় নিজেদের নাম এগিয়ে নিয়ে যাচ্ছে৷ এক্ষেত্রে সহায়তা করছে কিছু অসাধু চিকিৎসক৷ ফলে জার্মানরা অঙ্গ পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে৷

ডক্টর ও'র বিরুদ্ধে অভিযোগ, তিনি কাগজে কলমে তাঁর রোগীর শারীরিক অবস্থা ‘আশঙ্কাজনক' দেখিয়ে তালিকায় তাদের নাম এগিয়ে এনেছেন৷

Organtransplantation Organspende Operation Nierentransplantation
‘ইউরোট্রান্সপ্ল্যান্ট' নামের একটি ফাউন্ডেশনের সদস্য জার্মানিছবি: picture-alliance/dpa

এই অভিযোগের এখন তদন্ত চলছে৷ সে কারণে গত নভেম্বর মাসে ডক্টর ও'কে বরখাস্ত করেছে তাঁর হাসপাতাল কর্তৃপক্ষ৷ এছাড়া ‘ডক্টর ও' আগে যে হাসপাতালে কাজ করতেন সেখানকার সংশ্লিষ্ট প্রধানকেও বরখাস্ত করা হয়েছে৷

রেগেনসবুর্গ হাসপাতালের ডাক্তার ও পুলিশ মিলে সেই হাসপাতালে করা ২৩টি লিভার প্রতিস্থাপনের কাগজপত্র পরীক্ষা করে দেখছেন৷ তাঁরা দেখতে চাইছেন, যেসব রোগী লিভার নিয়েছেন তাঁরা ঠিক নিয়ম পালন করেছেন কিনা৷ ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে এসব প্রতিস্থাপনের কাজ হয়েছে৷ এর মধ্যে ২০০৫ সালে জর্ডানের বেশ কয়েকজন নাগরিকের দেহে লিভার প্রতিস্থাপিত হয়েছে বলে জানা গেছে৷

তবে অঙ্গ নেয়ার জন্য কাউকে হত্যা করা হয়েছে কিনা - সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি৷ এছাড়া দাতাদের কাছ থেকে জোরপূর্বকভাবে অঙ্গ নেয়া হয়েছে বলেও কোনো প্রমাণ মেলেনি৷

কিন্তু এসব ঘটনায় অঙ্গ প্রতিস্থাপন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে৷ অনেকে মনে করছেন, বর্তমান ব্যবস্থায় দুর্বলতা থাকার কারণে অসাধু চিকিৎসকরা সেটার সুযোগ নিচ্ছেন৷

‘ইউরোট্রান্সপ্ল্যান্ট' নামের একটি ফাউন্ডেশনের সদস্য জার্মানি৷ আরও ছয়টি দেশ রয়েছে এর মধ্যে৷ এই ফাউন্ডেশন সিদ্ধান্ত নেয় কোন রোগীর কখন অঙ্গ প্রতিস্থাপন দরকার৷

Symbolbild Organspende
২০০৫ সালে জর্ডানের বেশ কয়েকজন নাগরিকের দেহে লিভার প্রতিস্থাপিত হয়েছে বলে জানা গেছেছবি: picture-alliance/dpa

কিন্তু অনেকে মনে করছেন ব্রিটেন আর ফ্রান্সের মতো জার্মানির নিজস্ব একটি সংস্থা থাকা উচিত৷ সেখানে অঙ্গ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয়ার জন্য ডাক্তার নয়, এমন ব্যক্তিও থাকতে হবে৷

কোলন শহরের আইনের এক অধ্যাপক ভল্ফরাম হ্যোফলিং মনে করেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়াটা শুধু চিকিৎসকদের বিষয় নয়, অনেকটা রাজনৈতিকও৷ তিনি বলেন, কেউ যদি বেশি বেশি মদ্যপান করে লিভার নষ্ট করে ফেলে তাকে নতুন লিভার দেয়া যায় কিনা, সেটা ভেবে দেখতে হবে৷

তবে জার্মানির চিকিৎসকদের নেতা ফ্রাঙ্ক উলরিশ মোন্টগোমেরি বলছেন, বর্তমান ব্যবস্থা ঠিকই আছে৷ শুধু প্রয়োজন এটাকে আরেকটু নিখুঁত করে নেয়া৷ তবে তার চেয়ে বেশি প্রয়োজন অঙ্গ৷ কেননা চাহিদা অনুযায়ী পর্যাপ্ত অঙ্গ পাওয়া যাচ্ছে না৷

সরকারি হিসেবে, গত বছর জার্মানিতে প্রায় ১২০০ জন রোগীর দেহে লিভার প্রতিস্থাপনের কাজ হয়েছে৷ আরেকটি পরিসংখ্যান বলছে, প্রতি চারজন জার্মানের একজন একটা ফর্মে সই করে রেখেছেন৷ এর ফলে তাঁরা যদি হঠাৎ করে তরুণ বয়সে মারা যান, তাহলে তাঁদের অঙ্গ আরেকজনকে দেয়া যেতে পারে৷

জেডএইচ / ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য