1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে উচ্চ শিক্ষায় আগ্রহীদের জন্য ওয়েবসাইট

সঞ্জীব বর্মন ১০ সেপ্টেম্বর ২০০৮

অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, প্রিন্সটন - বিলেত-আমেরিকার এই সব নামী বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কে না দেখে? সেই স্বপ্ন পূরণ না হলে রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের অনেক শিক্ষা প্রতিষ্ঠান৷

https://p.dw.com/p/FFVz
প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য জার্মানিতে আসেছবি: AP

তবে নিজের পকেটের টাকা খরচ করে বিদেশে পড়তে যাওয়ার সাধ্য সবার কি আছে? শুধু বিশাল অঙ্কের টিউশন ফি নয়, বিদেশে থাকা-খাওয়ার খরচও কম নয়৷ তাই গত কয়েক বছরে অনেক ছাত্রছাত্রীই জার্মানি পাড়ি দিচ্ছে, কারণ এখনো এদেশে বেশীর ভাগ ক্ষেত্রেই প্রায় বিনামূল্যে উচ্চশিক্ষা পাওয়া যায়৷ আরও কি সুবিধা রয়েছে জার্মানিতে? কোথায়ই বা পাওয়া যাবে সেই সব তথ্য?

Kollegiengebäude der Albert-Ludwigs-Universität Freiburg
জার্মানির একটি বিশ্বিবদ্যালয়ের ছবিছবি: AP

জার্মানিতে উচ্চশিক্ষা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, কিন্তু এটা এমন একটা বিষয়, যা কখনোই পুরানো হবে না৷ আর একটা সমস্যা হল, প্রত্যেক শ্রোতার মনে এমন অনেক প্রশ্ন জাগতে পারে, যা শুধু তাঁর জন্যই গুরুত্বপূর্ণ৷ আমরা সাধারণভাবে যে আলোচনা করি, তাতে তিনি তাঁর প্রশ্নের উত্তর সব সময়ে পান না৷ এই সমস্যার সমাধান খুঁজতে হলে যেতে হবে ডয়চে ভেলের ওয়েবসাইটে৷

ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটের ডানদিকের কলামে মাঝামাঝি জায়গায় যুক্ত রয়েছে স্টাডি ইন জার্মানি নামক একটি ওয়েবসাইটের লিংক৷ ডয়চে ভেলে ও উচ্চশিক্ষার ক্ষেত্রে যে প্রতিষ্ঠান শিক্ষার্থী বিনিময়ের কাজ করে থাকে, সেই ডিএএডি মিলে তৈরি করেছে এই সাইট৷ এটা এমনভাবে সাজানো হয়েছে, যাতে সবাই তাদের আগ্রহ অনুযায়ী প্রশ্নের জবাব পেতে পারেন৷

যেমন কেউ যদি কোলোন বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্স করতে চান, তাহলে এই ওয়েবসাইটের ডানদিকে একেবারে উপরের দিকে রয়েছে শহরের তালিকা৷ সেখান থেকে কোলোন সিলেক্ট করলেই এক নজরে কোলন শহর সম্পর্কে বেশ একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে৷ কোলোনের বিশ্ববিদ্যালয়গুলোর লিংকও পাওয়া যাবে সেখানে৷

এতো গেল শহরভিত্তিক তালিকা৷ কিন্তু কেউ উচ্চশিক্ষার জন্য জার্মানিতে আসতে চাইলে, তিনি সাধারণত বিষয় অনুযায়ী এমন এক বিশ্ববিদ্যালয় খোঁজার চেষ্টা করবেন, যা সব দিক দিয়ে তাঁর জন্য সুবিধাজনক৷ ওয়েবসাইটের বাঁ-দিকেই এই খোঁজ শুরু করা যেতে পারে৷ সেখানে রয়েছে স্টাডিইং, রিসার্চ আর লিভিং৷ অর্থাত্ উচ্চশিক্ষা, গবেষণা ও দৈনন্দীন জীবনযাত্রা - এই ৩টি আইটেম৷ কেউ স্টাডিংই-এ ক্লিক করলে পাবেন গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়৷

যেমন বেসিক ইনফরমেশন বা প্রাথমিক তথ্যাদির মধ্যে রয়েছে প্রায় সব প্রশ্নেরই উত্তর, যা আমাদের সবার মনেই জাগতে পারে৷ আর শুধু উচ্চশিক্ষা নয়, জার্মানিতে থাকতে গেলে যা জানা প্রয়োজন তার প্রায় সব তথ্যই পাওয়া যায় এই একটি ওয়েবসাইটে৷ ভিসা থেকে শুরু করে সংসার চালানোর খরচ - কী না নেই এখানে৷

প্রশ্ন জাগতে পারে জার্মানির অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বা সংগঠনের ওয়েবসাইটের যদি প্রয়োজন পড়ে, সেগুলি কোথায় পাওয়া যাবে?

উত্তরে বলছি, স্টাডি ইন জার্মানি ওয়েবসাইটের মধ্যেই লুকিয়ে রয়েছে অন্যান্য অসংখ্য লিংক৷ তবে আলাদা কোনো তালিকা নেই - খুঁজতে খুঁজতে একেবারে ঠিক জায়গায় পেয়ে যাবেন সেই সব লিংক৷