1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রুখে দাঁড়াও বাংলাদেশ’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৮ এপ্রিল ২০১৩

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এবার মাঠে নামছে নাগরিক সমাজ৷ তারা আগামী বিশে এপ্রিল ঢাকায় এই দাবিতে জাতীয় সম্মেলন করবেন৷ অ্যাডভোকেট সুলতানা কামাল ডয়চে ভেলেকে জানান, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার এখনই সময়৷

https://p.dw.com/p/18Ii3
People celebrate after Delwar Hossain Sayedee, 73, vice-president of the Jamaat-e-Islami party, was sentenced to death by a court in Dhaka February 28, 2013. A Bangladesh tribunal sentenced an Islamist party leader to death on Thursday, the third verdict by the court set up to investigate abuses during the country's independence war, and two people were killed in protests by his supporters. Sayedee was found guilty of charges of mass killing, rape, arson, looting and forcing minority Hindus to convert to Islam during the 1971 war of independence from Pakistan, lawyers and tribunal officials said. REUTERS/Stringer (BANGLADESH - Tags: CRIME LAW)
Delwar Hossain Sayedee Kriegsverbrechen Todesurteil Bangladesch Jubelছবি: Reuters

‘রুখে দাঁড়াও বাংলাদেশ' এই নামে একটি সংগঠনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছেন নাগরিক সমাজে প্রতিনিধিরা৷ এখানে সব পেশা ও শ্রেণির মানুষের সমাবেশ ঘটানো হয়েছে৷ আগামী ২০শে এপ্রিল জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে তারা সম্মেলন করবেন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে৷ পর্যায়ক্রমে ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও সম্মেলন করা হবে৷

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এছাড়াও যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা, সাম্প্রতিক সহিংসতা প্রতিহত ও আক্রান্তদের পাশে দাঁড়ানো, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়া, মুক্তচিন্তার পথ খোলা রাখা, বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানানোর পাঁয়তারা প্রতিহত এবং নারীর অধিকার সমুন্নত রাখা তাদের অন্যতম দাবি৷

সংবাদ সম্মেলনে দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন৷ অ্যাডভোকেট সুলতানা কামাল ডয়চে ভেলেকে জানান, জামায়াত-শিবির সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতাই শুধু করেনি তাঁরা গণহত্যা, ধর্ষণ ও লুটপাটের মত মানবতা বিরোধী অপরাধ করেছে৷ তাই শুধু যুদ্ধাপরাধীদের বিচার নয়, সংগঠন হিসেবে জামায়াত-শিবিরের বিচার করতে হবে৷

আর সাম্প্রতিক সময়ে তারা যে সহিংসতা করেছে তা ক্ষমার অযোগ্য৷ তারা মানুষ খুন করেছে, পুলিশের ওপর হামলা চালিয়েছে, সংখ্যালঘুদের বাড়ি-ঘর পুড়িয়ে দিয়ে তাদের নির্যাতন করেছে৷ তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারী, সংখ্যালঘু এবং পুলিশ৷ তাই এ ধরণের একটি সংগঠনকে কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করতে দেয়া যায়না বলে তিনি মনে করেন৷

সংগঠকদের আরেকজন সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. এ আরাফাত ডয়চে ভেলেকে জানান, জামায়াত-শিবির সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন৷ তারা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে তা প্রমাণ করেছে৷ তাই একাত্তরের অপরাধ বাদ দিলেও একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জামায়াতের রাজনীতি চলতে পারেনা৷

আরাফাত আরও জানান, ঢাকার এই সম্মেলনে সারাদেশ থেকে নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন৷ সম্মেলনে খ্যাতনামা শিক্ষাবিদ, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বুদ্ধিজীবীরা থাকবেন৷ সম্মেলনের পর তাদের সামাজিক আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেয়া হবে৷ তিনি বলেন, জামায়াত-শিবিরকে প্রতিহত করা সরকারের দায়িত্ব৷ কিন্তু নাগরিক হিসেবেও আমাদের দায়িত্ব আছে৷ তাই মানুষের মধ্যে গণসচেতনতা গড়ে তুলতে তারা কাজ করবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য