1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিকে ধূম্রজালের মধ্যে রাখা অনুচিত: স্পিকার

৩০ মার্চ ২০১২

সংসদে তত্ত্বাবধায়ক সরকারের কোন রূপরেখা না দেয়ায়, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার তীব্র সমালোচনা করেছেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ৷ তিনি বলেছেন, বিরোধী দলীয় নেতা জাতিকে একটি ধূম্রজালের মধ্যে রেখেছেন৷

https://p.dw.com/p/14UtI
ছবি: DW

নবম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশ শেষ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়৷ আর এই অধিবেশনের শেষ দিনে সংসদে যায়নি বিএনপি৷ সমাপনী অধিবেশনে সংসদে সবাই মুখর ছিলেন বিরোধী দলের সমালোচনায়৷ এমনকি শান্ত স্বভাবের হাস্যরসিক স্পিকারও তীব্র সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার৷ স্পিকার আব্দুল হামিদ বলেন, বিরোধী দলীয় নেতা সংসদে দীর্ঘ বক্তৃতা দিলেন৷ কিন্তু তিনি তাঁর প্রধান দাবি তত্ত্বাবধায়ক সরকারের কোন রূপরেখা দিলেন না সংসদে৷ তিনি জাতিকে ধূম্রজালের মধ্যে রাখলেন৷

The Speaker of Bangladesh parliament Advocate Md. Abdul Hamid visited Berlin on 29.07.2010. Abdullah Al-Farooq, Duty Editor, Bengali department interviewed the Speaker at the Bangladesh Embassy in Berlin. Ambassador Mr. Mosud Mannan was also present at the occassion.
বার্লিন সফরের সময় ডয়চে ভেলের আব্দুল্লাহ আল-ফারূকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে স্পিকার আব্দুল হামিদছবি: DW

বিএনপি'র সংসদ সদস্যরা টানা ৮৩ দিন সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকার পর, এই অধিবেশনে যোগ দেন৷ সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি সংসদে এসেছিল সদস্যপদ আর বেতন ভাতা রক্ষায়৷ তা যখন হয়ে গেছে, তখন তারা সংসদ ছেড়ে চলে গেছেন৷

প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় সরকারের সাফল্য এবং বিরোধী দলের কঠোর সমালোচনা করেন৷ তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিকে আবারো নাকোচ করে দেন৷ তিনি বলেন, তাঁর সরকারের অধীনে যতো নির্বাচন হয়েছে, সবই সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে৷ তাই সামনের জাতীয় নির্বাচনও সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে৷

এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জানিয়েছেন, খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে সংসদে যে ‘আপত্তিকর' বক্তব্য দেয়া হয়েছে, তা সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিতে হবে৷ বাদ না দিলে তারা সংসদে আর নাও যেতে পারেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য