1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

অনিল চট্যোপাধ্যায়৭ জানুয়ারি ২০০৯

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের পর ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ওমর আবদুল্লাহ৷ তিনিই রাজ্যের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী৷ আবদুল্লাহ পরিবারের তৃতীয় প্রজন্ম৷

https://p.dw.com/p/GTzY
বিধানসভার ৮৭টি আসনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স ২৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল৷ছবি: DW

শপথ নেবার পর ৩৮ বছর বয়সী ওমর আবদুল্লাহ বলেছেন, অমরনাথ জমি বিবাদ নিয়ে হিন্দুপ্রধান জম্মু এলাকা এবং কাশ্মীর উপত্যকার মধ্যে দু'মাস ধরে চলা সংঘর্ষের ক্ষত নিরাময় করাই হবে তাঁর প্রথম কাজ৷ অন্যান্য অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় হলো, সুশাসন ও আমজনতার বিশেষ করে যুব-সম্প্রাদয়ের আশা-আকাংখা পূরণ করা৷

উল্লেখ্য, বিধানসভার ৮৭টি আসনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স ২৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল৷ কংগ্রেস পেয়েছে ১৭টি আসন৷ অর্থাৎ জোট সরকারের মোট ৪৪টি আসন৷ অপর প্রতিদ্বন্দ্বী দল পি.ডি.পি পেয়েছে ২১টি আসন৷

পর্যবেক্ষকরা মনে করেছেন, নতুন মুখ্যমন্ত্রীকে মনে রাখতে হবে, রাজ্যে জেহাদি সন্ত্রাস এখনও নিশ্চিহ্ন হয়নি, নির্মূল হয়নি জনসাধারণের বিচ্ছিন্নতাবাদী আবেগ৷ তবে বিচ্ছিন্নতাবাদী হুমকী অগ্রাহ্য করে রাজ্যের সাধারণ মানুষ যেভাবে নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ উন্নয়নের প্রতি আস্থা প্রকাশ করেছে, নতুন সরকারকে তার মর্যাদা রাখতে হবে৷পাশাপাশি, জেহাদি-সন্ত্রাসেরও মোকাবিলা করতে হবে৷

এই মুহুর্তে জম্মুর পুঞ্চে পাহাড়ের গুহায় ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের সঙ্গে সেনা সংঘর্ষ অব্যাহত সাতদিন ধরে৷ এ পর্যন্ত মারা গেছে ৭ জন৷ ৪ জন জঙ্গি এবং ৩ জন নিরাপত্তা বাহিনীর সদস্য৷ জয়েসে মহম্মদ গোষ্ঠীর বলে কথিত ৭/৮ জন জঙ্গি ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পাহাড়ের প্রাকৃতিক গুহা থেকে লড়াই চালিয়ে যাচ্ছে এখনও৷ জঙ্গিদের কাবু করতে এতো দেরী হওয়ার কারণ হিসেবে সেনাপ্রধান জানান, প্রথমত, হতাহতের সংখ্যা কম রাখা৷ দ্বিতীয়ত, ঘন কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়া৷ তবে যত শীঘ্রই সম্ভব অপারেশন শেষ করা হবে- জানান সেনা প্রধান৷