1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গিরা বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসতে পারে: মরিয়ার্টি

হাফসা হোসাইন৫ ডিসেম্বর ২০০৮

নির্বাচন না হলে বাংলাদেশ জঙ্গিদের নতুন ঘাঁটিতে পরিণত হতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি৷ বৃহস্পতিবার ওয়াশিংটনে এই আশংকা প্রকাশ করেন তিনি৷

https://p.dw.com/p/GA4J
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি (ফাইল ফটো)ছবি: AP

ওয়াশিংটনে অনুষ্ঠিত ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম-এর এক প্যানেল আলোচনায় মরিয়ার্টি বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবর্তন সম্ভব৷ বিশ্বের বুকে মুসলমান সংখ্যাগরিষ্ঠ একটি গণতান্ত্রিক দেশের মডেল হতে পারবে বাংলাদেশ৷ আর তা না হলে আবারো ঘোলাটে রাজনীতিতে ফিরে যাবে দেশটি৷ মরিয়ার্টির আশংকা, আসন্ন মাসগুলোতে বাংলাদেশ যদি গণতন্ত্র পুনরুদ্ধারের পথ থেকে সরে যায় তাহলে দেশটি সন্ত্রাসীদের ব্রিডিং গ্রাউন্ডে পরিণত হতে পারে৷ আর সন্ত্রাসীরা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় তত্পরতা চালানোর ঘাঁটি হিসেবে বেছে নিতে পারে বাংলাদেশকেই৷

অবশ্য মরিয়ার্টি জানিয়েছেন, বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে আল-কায়দার যোগসূত্র থাকার ব্যাপারে কোন তথ্য তাঁর কাছে নেই৷ তবে এখানকার জঙ্গিদের পাকিস্তান ভিত্তিক দলগুলো সহায়তা এবং প্রভাবিত করার ব্যাপারে ব্যাপক অভিযোগ রয়েছে বলে জানান তিনি৷

মরিয়ার্টি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, দারিদ্র্য, দুর্বল শাসন ব্যবস্থা এবং দুর্নীতির সুযোগ নিয়ে জঙ্গিরা বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসতে পারে৷ তবে বাংলাদেশের প্রধান দুই রাজনীতিবিদ অর্থাৎ সাবেক দুই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার সঙ্গে তাঁর বৈঠকের কথা উল্লেখ করে মরিয়ার্টি জানিয়েছেন, দেশে রাজনৈতিক পরিবেশের উন্নয়ন এবং সরকার ও বিরোধী দলের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরির ব্যাপারে তাঁকে আশ্বস্ত করেছেন উভয় নেত্রীই৷