1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গিরা এখনও সক্রিয় বাংলাদেশে

১৭ আগস্ট ২০১১

বাংলাদেশে সিরিজ বোমা হামলার ছয় বছর পরও জঙ্গিরা এখনও সক্রিয়৷ বোমা হামলার ঘটনায় ৩২২টি মামলা হলেও, বিচার হয়েছে মাত্র ৭৮টির৷ আর ৭৩ জন শীর্ষ জঙ্গি এখনও রয়েছে ধরা ছোয়ার বাইরে৷

https://p.dw.com/p/12ICj
২০০৬ সালে গ্রেপ্তার হয়েছিল জেএমবি নেতা শায়খ আব্দুর রহমানছবি: DW

২০০৫ সালের ১৭ই আগস্ট জেএমবি'র জঙ্গিরা বাংলাদেশের ৬৪টি জেলায় একযোগে বোমা হামলা চালায়৷ তারপর তারা ঝালকাঠিতে বোমা হামলা চালিয়ে বিচারকদের হত্যা করে৷ ওইসব হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় শীর্ষ জঙ্গিদের ফাঁসি হলেও, বাংলাদেশে এখনও জঙ্গি তৎপরতা নির্মূল হয়নি৷ বিশেষ করে হরকাতুল জিহাদ এবং হিজবুত তাহরির এখনও পুরোমাত্রায় সক্রিয়৷ নিষিদ্ধ হলেও গত শনিবার হিজবুত তাহরির ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে তারা৷ জঙ্গি বিষয়ক গবেষক অধ্যাপক আব্দুর রব বলেন, হরকাতুল জিহাদ এবং হিজবুত তাহরির আমাদের জন্য হুমকি হয়ে দাড়াতে পারে৷

Bombenanschläge in Bangladesh
বার বার জঙ্গি হামলার শিকার হয়েছে বাংলাদেশছবি: AP

ব়্যাবের পরিচালক কমান্ডার সোহাইল আহমেদ এই দুইটি সংগঠনের তৎপরতার কথা স্বীকার করে বলেন, তাদের কাজ নজরদারিতে রাখা হয়েছে৷

সিরিজ বোমা হামলার পর মোট ৩২২টি মামলা দায়ের করা হয়৷ এরমধ্যে মাত্র ১১৫টি মামলায় চার্জশিট দেয়া হয়েছে এ পর্যন্ত৷ বিচার হয়েছে ৭৮টি মামলার৷ আর শাস্তি হয়েছে ২০৩ জন জঙ্গির৷ ঢাকায় ৫টি মামলায় এখনও বোমা বহনকারীকে সনাক্ত করা যায়নি৷ তাই চার্শিটও হয়নি৷ এই মামলার দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেজাউর রহমান জানান, এসব মামলার তদন্তে তাড়াহুড়ো করতে নেই৷ সঠিক তথ্য প্রমান সংগ্রহ করে চার্জশিট না দিলে জঙ্গিরা সুবিধা পাবে৷

সিরিজ বেমা হামলায় জড়িত মোট ৫০০ জন জঙ্গির নাম এসেছে৷ এদের মধ্যে ৭৩ জন জঙ্গিকে এখনও গ্রেফতার করা যায়নি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান