1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস

২০ সেপ্টেম্বর ২০১০

জার্মানিতে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বিশেষ একটি বাস কোম্পানি চালু হয়েছে৷ এই বাসটি জার্মানির বিভিন্ন শহরের ছাত্র-ছাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে সুলভে৷ বাসের নাম ‘ডাইনবুস ডট ডিই’৷

https://p.dw.com/p/PGMt
ছবি: Alexander Kuhr

ইংল্যান্ড, স্পেন এবং সুইডেনে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে সুলভে পরিবহন ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ দূরে কোথাও যেতে হলে ট্রেন বা ফ্লাইটের অপেক্ষা কেউ করে না, সোজা উঠে পড়ে বাসে৷ কারণ, এই বাস সার্ভিস তাদের নিয়ে যাবে নির্দিষ্ট গন্তব্যস্থলে এবং অনেক কম খরচে৷

সম্প্রতি জার্মানিতেও এধরণের সেবা প্রদানে এগিয়ে এসেছে ডাইনবুস ডট ডিই৷ প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে ফ্রিডরিশস্-হাফেনের সেপেলিন বিশ্ববিদ্যালয়ের তিন জন ছাত্র৷ জার্মানিতে অন্যের গাড়ি চেপে দূরে কোথাও যাওয়ার একটা ব্যবস্থা চালু রয়েছে৷ তবে তা ব্যক্তিমালাকানাধীন৷ অর্থাৎ গাড়ির মালিক নিজেই বিজ্ঞাপন দেন – কোথায়, কবে, কোন সময়ে তিনি যাচ্ছেন৷ আগ্রহীরা যোগাযোগ করতো৷ ‘ডাইনবুস ডট ডিই' এই ব্যবস্থাকে আরও ছড়িয়ে দিয়েছে৷ প্রতিষ্ঠানটি ফ্রাঙ্কফুর্টে অবস্থিত৷

Flash-Galerie Mitfahrgelegenheit Bus
ছবি: Alexander Kuhr

ফ্রাঙ্কফুর্ট-কোলন – মাত্র ৯ ইউরো

বাসের সামনের নামফলকে বড় করে লেখা ‘ফ্রাঙ্কফুর্ট-কোলন – মাত্র ৯ ইউরো'৷ এর ঠিক নিচেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানা৷ আর ঠিক এ জিনিসটিই করছে ডাইনবুস ডট ডিই৷ ঐ সংস্থার কোন নিজস্ব বাস নেই৷ তারা অন্য সংস্থার কাছ থেকে বাস ভাড়া নেয় ছাত্র-ছাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে৷ আজ বাসটি যাবে রাইনল্যান্ড এলাকায়৷ ঘড়ি ধরে নির্দিষ্ট সময়েই বাসটি ছাড়বে৷ এক মিনিট এদিক ওদিক হবে না৷ বেশ কয়েকজন যাত্রী এসেছে আজ৷ তাদের সঙ্গে কোন মালপত্র নেই৷ এক ছাত্রী জানালেন,‘‘আমরা একটি জন্মদিন উৎসবে যাচ্ছি৷ আজই ফিরে আসবো৷ আমরা রাইনল্যান্ডে সহজে যাই না, কোন কাজ থাকে না সেখানে৷''

আরেক জন ছাত্রী জানালেন, ‘‘ইন্টারনেটের মাধ্যমে এই প্রতিষ্ঠানটির কথা আমরা জানতে পেরেছি৷ এছাড়া শুনেছি অনেক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে৷ বিশেষ করে যার বন্ধু বা বান্ধবী আছে৷ বন্ধু এক শহরে পড়ছে আর বান্ধবী অন্য শহরে৷ তারা খুব সহজে এবং কম খরচে আসা যাওয়া করতে পারে৷''

Flash-Galerie Unternehmensgründer DeinBus.de
ছবি: DeinBus.de

প্রতিষ্ঠাতা তিন তরুণ

ছাত্র-ছাত্রীদের বাস সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান করার কথা ভাবেন ইঙো মায়ার-ক্নখ, ক্রিস্টিয়ান ইয়ানিশ এবং আলেক্সান্ডার কুয়র৷ যখন তারা এই বাস সার্ভিসের চিন্তা-ভাবনা শুরু করেন, তখন তারা সবাই ছাত্র৷ আলেক্সান্ডার কুয়র বললেন, ‘‘আমাদের পড়াশোনার একটি অংশ ছিল অন্য দেশে একটি সেমেস্টার কাটানো৷ ইঙো ছিল স্পেনে, আমি ছিলাম পূর্ব ইউরোপের একটি দেশে৷ সেখানে আমরা দেখেছি ছাত্র-ছাত্রীদের জন্য খুব সস্তায় বাস সার্ভিসের ব্যবস্থা রয়েছে৷ তখন আমরা ভাবলাম, এই দেশগুলোতে যদি এই সার্ভিস থাকতে পারে, তাহলে জার্মানিতে এই সার্ভিস কেন থাকবে না ? যেমন ভাবা তেমন কাজ৷ আমরা জার্মানির আইন কানুন নিয়ে নাড়াচাড়া করে দেখলাম, আমাদের এ ধরণের প্রতিষ্ঠান তৈরির সম্ভাবনা কতটুকু৷ আমরা বিশ্ববিদ্যালয় থেকে সহযোগিতা পেয়েছি – ব্যাস, দাঁড়িয়ে গেছে ডাইনবুস ডট ডিই৷''

কথাগুলো বললেন ২৬ বছর বয়সী আলেক্সান্ডার কুয়র৷ এই প্রতিষ্ঠানটি দাঁড় করানোর জন্য প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ তিনি ব্যস্ত ছিলেন৷ প্রায় এক বছর হল প্রতিষ্ঠানটি কাজ করছে৷ যদিও আজ বাসে ৫৪টি আসনের মধ্যে মাত্র ৯টি পূর্ণ হয়েছে, কিন্তু তাতে ব্যবসা কিন্তু খারাপ যাচ্ছে না৷ ফ্রাঙ্কফুর্ট থেকে কোলন যাচ্ছে বাস৷ ১৮ বছরের একটি ছেলে তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাসে উঠলো৷ ছেলে বলল, ‘‘এই সার্ভিস সত্যিই দারুণ৷ আসল কথা হল, এতে বেশি পয়সা খরচ হয় না৷ ট্রেনে করে গেলে অনেক বেশি টাকা খরচ হয়৷''

বাস চালক মারিও গাইজার ছয় মাস ধরে ডাইনবুস কোম্পানির জন্য কাজ করছেন৷ বোঝা গেল তিনি বেশ উৎসাহের সঙ্গেই এই কাজটি করছেন৷ মারিও জানান, ‘‘এই বাসের প্রায় সব যাত্রীই ছাত্র-ছাত্রী৷ অল্প বয়স, সারাক্ষণই হাসছে৷ এরকম যাত্রীই তো চাই! কোন সমস্যা হয় না এদের নিয়ে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন