ছবি এক, ক্যাপশন অনেক | পাঠক ভাবনা | DW | 20.05.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ছবি এক, ক্যাপশন অনেক

গত শনিবার ডয়চে ভেলের ফেসবুক পাতায় মোবাইল ব্যবহাররত এক বাংলাদেশি নারীর একটি ছবি প্রকাশ করা হয় এবং পাঠকদের কাছে ছবিটির উপযোগী ক্যাপশন চাওয়া হয়৷ ছবিটির জন্য তিনশোর বেশি ক্যাপশন জমা দিয়েছেন ডয়চে ভেলের পাঠকরা৷

Bangladesch Frau Handy Smartphone Kommunikation

এই ছবিটির ক্যাপশন চাওয়া হয়েছিল

আলোচিত ছবিটিতে মন্তব্য করেছেন মোট ৩০৪ জন আর লাইক করেছেন ১,১০৩ জন৷ চল্লিশ হাজারের বেশি মানুষ ফেসবুকে ছবিটি দেথেছেন৷ ববি মন্ডল শরত ছবিটির ক্যাপশন হিসেবে লিখেছেন, ‘‘গোধূলি লগনে নীরব মনে একাকীত্ব হয়ে খোলা আকাশের নীচে সঙ্গী শুধু মোবাইল ফোন৷'' তাঁর এই মন্তব্যটিও লাইক করেছেন ২৮ জন৷

‘‘সোনালি আলোয় বিকেলের এই দখিনা বাতাসে কিছু বলতে ইচ্ছে করে৷ হয়ত এই আধুনিক সভ্যতার সৃষ্টি মুঠোফোন আজ একাকিত্ব কে সময় ক্ষেপণের উপায় করে দিচ্ছে৷ যতক্ষণ না প্রিয় মানুষটি কোথায়, কেমন আছে জানাবার ইচ্ছা পূরণ না হয়৷'' – মন্তব্যটি করেছেন ডয়চে ভেলের পাঠক কামালউদ্দিন রায়হান৷

নুসরাত সুরভী লিখেছেন, ‘‘পরন্ত বিকেলে এলোমেলো চুলে প্রিয়া যেন কাউকে খুঁজছে৷'' কেএম মনিরুজ্জামান মামুনের মন্তব্য – ‘‘নীলীমার কাছে নীল নয়না কাকে খুঁজছো মুঠোফোনে, গোপনে...৷''

‘‘প্রিয়জনের জন্য অপেক্ষার প্রহর গুলো কখনও বা মধুর কখনও বা কষ্টের৷'' – রঞ্জু খালেদ৷ কিশোর সেথ লিখেছেন, ‘‘নীল আকাশের নীচে, সুন্দর পরিবেশে নীল পরির হাতে মুঠোফোন, কারো অপেক্ষায় আছে এ অবুঝ মন৷''

‘‘নারীর মনন ও জীবনজুড়ে আছে তার অপার সৃষ্টি সম্ভার, জগৎ তাই আজ মুঠোর মধ্যে তার৷'' – রবীন্দ্রনাথ রায়৷

বন্ধু রুহুল আমিনের কমেন্ট, ‘‘প্রিয় মানুষটির একটা ফোনের অপেক্ষা....মোবাইলের দিকে তাকিয়ে আছে অবুঝ এই মন...!!''

অপর্ণা চ্যাটার্জি লিখেছেন, ‘‘প্রিয়জন পাশে না থাকলে সবুজ প্রকৃতিও ধূসর মনে হয়৷''

ফকরুল ইসলামের মন্তব্য, ‘‘সে যে কেন এল না...৷''

হালিম লিখেছেন একটি কবিতা:

‘‘খোলা চুলে দাড়িয়ে আছি

বাতাস বয়ে যায়,

কত সময় আর

তোমার অপেক্ষায়৷''

ছবিটি দেখে এমএ বারিকের মন্তব্য, ‘‘সুন্দর পরিবেশে কেউ পাশে না থাকলে আমাদের ফোন সেই অভাব পূরণ করিয়ে দেয়৷''

জামাল চৌধুরীর মন্তব্য – ‘‘নাম্বারটা কি মুছে গেল?''

রেজা রায়হান, ‘‘বিষণ্ণ দুপুর, এলমেলো চুল, একলা আমি, সাথি শুধু মুঠোফোন৷''

প্রিয় ফেসবুক বন্ধুরা, সকলের মন্তব্য এখানে তুলে দেওয়া সম্ভব হলো না বলে আমরা দুঃখিত৷ তবে যাঁরা বাকি মন্তব্যগুলো পড়তে চান, তাঁরা চলে যান আমাদের ফেসবুক পাতায়৷ ঠিকানা তো জানাই আছে: www.facebook.com/dwbengali

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন