1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগ

৬ মার্চ ২০১৩

জার্মান দল বোরুসিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়নস লিগের খেলায় শাখটার ডোনেটস্ককে ৩-০ গোলে হারিয়েছে৷ এই জয়ের ফলে ১৫ বছরের মধ্যে আবারও লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছালো ডর্টমুন্ড৷

https://p.dw.com/p/17s52
ছবি: Reuters

মঙ্গলবার রাতে এগিয়ে থেকেই খেলা শুরু করেছিল ডর্টমুন্ড৷ ডোনেটস্কের সঙ্গে আগের ম্যাচে ড্র করায় নিয়ম অনুসারে একটি ‘অ্যাওয়ে গোল' সে দলের ভাণ্ডারে ছিল৷ তবে সেই গোল থেকে জয় নয়, রীতিমত পুরো ম্যাচে ভালো খেলে ৩-০ গোলে জিতেছে জার্মান দলটি৷

খেলার ৩১ মিনিটে গোলের সূচনা করেন ডর্টমুন্ডের ফিলিপে সান্তানা৷ মারিও গ্যোৎসের কর্নার কিক থেকে পাওয়া বলে হালকা মাথা ছুঁইয়ে প্রতিপক্ষকে প্রথম বেদনা উপহার দেন সান্তানা৷ দল এগিয়ে যায় ১-০ গোলে৷ দ্বিতীয় গোলটি এসেছে ঠিক ছয় মিনিট পরেই৷ এবার নায়ক গ্যোৎসে নিজেই৷ মার্কো রয়েস বলটি দিয়েছিলেন প্রতিপক্ষের গোলের ডান কোনায় থাকা রোব্যার্ট লেভানডভস্কিকে৷ তিনি চমৎকার পাসে সেই বল পৌঁছে দেন মারিও গ্যোৎসের কাছে৷ এই তারকা প্রতিপক্ষের দু'জন রক্ষণভাগের খেলোয়াড়ের মাঝ দিয়ে বল জড়িয়ে দেন জালে৷

Champions League Achtelfinale Borussia Dortmund Schachtar Donezk
ছবি: Reuters

ডর্টমুন্ডের তৃতীয় গোলটি এসেছে দ্বিতীয়ার্ধে৷ তবে সেজন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি৷ খেলার ৫৯ মিনিটের মাথায় নাটকীয় এই গোলটি করেন ইয়াকুব ব্লাশচিকভস্কি৷ এভাবেই খেলায় কার্যত পুরোটা সময় আধিপত্য বজায় রেখে জিতেছে ডর্টমুন্ড৷

স্বাভাবিকভাবেই এমন জয়ে উচ্ছ্বসিত ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ৷ তিনি বলেন, ‘‘এটা আমাদের জন্য এই অবিশ্বাস্য ম্যাচ ছিল৷ শুরু থেকে শেষ অবধি এটা শক্ত ছিল৷''

এই জয়ের ফলে ১৯৯৮ সালের পর আবারও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছালো ডর্টমুন্ড৷ এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা তিনবার লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছায় সে দল৷ ১৯৯৭ সালে শিরোপাও জিতেছিল ডর্টমুন্ড৷

উল্লেখ্য, চলতি মৌসুমে জার্মানির ঘরোয়া আসরে তেমন একটা সুবিধা করতে পারছে না বোরুসিয়া ডর্টমুন্ড৷ বায়ার্ন মিউনিখের কাছে হেরে জার্মান কাপ থেকে বাদ পেড়েছে সেদল৷ অন্যদিকে, বুন্ডেসলিগায়ও বায়ার্ন তাদেরকে ছাড়িয়ে চলে গেছে অনেক উপরে৷ ফলে চ্যাম্পিয়নস লিগে এই জয়ই এখন তাদের বড় সান্ত্বনা৷

এআই / এসবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য