1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পূর্ব চীন সাগরে উত্তেজনা

২৯ নভেম্বর ২০১৩

যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়ার বিমান পাঠানোর জবাবে চীনও ঘোষিত আকাশ প্রতিরক্ষা অঞ্চলে বিমান পাঠিয়েছে৷ ফলে পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপমালার মালিকানা নিয়ে চীন আর জাপানের বিরোধ নিয়ে উত্তেজনা এখন চরমে৷

https://p.dw.com/p/1AQSk
ATLANTIC OCEAN - MAY 17: In this image provided by the U.S. Navy, an X-47B unmanned combat air system (UCAS) demonstrator performs a touch and go landing May 17, 2013 on the flight deck of the aircraft carrier USS George H.W. Bush (CVN 77) in the Atlantic Ocean. This is the first time any unmanned aircraft has completed a touch and go landing at sea. George H.W. Bush is conducting training operations in the Atlantic Ocean. (Photo by Mass Communication Specialist 2nd Class Timothy Walter/U.S. Navy via Getty Images)
ছবি: U.S. Navy via Getty Images

কয়েকটি দ্বীপমালার মালিকানা নিয়ে চীন এবং জাপানের মধ্যে অনেক দিন ধরে উত্তেজনা চলছে৷ দ্বীপগুলো এখন জাপানের নিয়ন্ত্রণে৷ সম্প্রতি নির্ধারিত আকাশ প্রতিরক্ষা অঞ্চলে কোনো বিমান প্রবেশ করলে পরিচয় প্রকাশ জানাতে হবে – চীনের এ ঘোষণার পরই উত্তেজনা নতুন করে বাড়তে থাকে পূর্ব চীন সাগরের ওই অঞ্চলে৷ চীনের এ ঘোষণার সমালোচনা করে তা না মানার কথাও জানিয়ে দেয় যুক্তরাষ্ট্র ও জাপান৷ তারপর সেখানে প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে জাপান আর দক্ষিণ কোরিয়াও বিমান পাঠায়৷ তারই পাল্টা ব্যবস্থা হিসেবে চীনও সেখানে বিমান পাঠিয়েছে৷ চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে৷ চীনের জঙ্গি বিমান এখন সে এলাকায় টহল দিচ্ছে৷

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছিলেন, তাঁদের দুটি বি-৫২ বিমান স্বাভাবিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সে এলাকা ঘুরে আসে৷ অন্যদিকে চীনের গণ মুক্তি সেনার মুখপাত্র শেন জিয়ানকে বলেছেন, ‘‘আমাদের বিমান প্রতিরক্ষা কর্মসূচির অংশ হিসেবে টহল দিচ্ছে এবং তা করা হচ্ছে আন্তর্জাতিকভাবে প্রচলিত নিয়ম মেনে৷'' নিরাপত্তা বিঘ্নিত হতে পারে – এমন কোনো পদক্ষেপের প্রতিক্রিয়া কী হতে পারে সে সম্পর্কে ধারণা দেয়ার জন্যও এই বিমান টহল বলেও জানিয়েছে চীন৷

এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য