1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোজোনের অর্থনীতি

১৬ জানুয়ারি ২০১৩

জার্মানি সহ ইউরো এলাকার অর্থনীতির বেহাল অবস্থা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পুঁজিবাজার৷ তবে সংকটে জর্জরিত দেশগুলির পরিস্থিতি স্থিতিশীল রয়েছে৷

https://p.dw.com/p/17KTk
ছবি: AP

সোমবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত নভেম্বর মাসে ইউরোজোনের অর্থনীতির আরও অবনতি ঘটেছে৷ তাছাড়া ইউরো এলাকায় এত সংকটের মধ্যেও জার্মানির অর্থনীতি মোটামুটি শক্ত খুঁটির মতো দাঁড়িয়ে ছিল৷ কিন্তু গত বছরের শেষ তিন মাসে প্রবৃদ্ধির বদলে সংকুচিত হয়েছে জার্মান অর্থনীতি, যদিও তার হার ছিল শূন্য দশমিক ৫ শতাংশ৷ চলতি বছরে জার্মানি আবার প্রবৃদ্ধির পথে ফিরবে বলে অর্থনীতিবিদরা আশা করছেন৷ তবে তার মাত্রা থাকবে খুবই কম৷ বুধবারই বার্লিনে সরকার একটি পূর্বাভাষ প্রকাশ করতে চলেছে৷ জানা গেছে, চলতি বছরের জন্য মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির আশা করছে জার্মানির সরকার৷ এর আগে এক শতাংশ প্রবৃদ্ধি আশা করা হচ্ছিল৷

তবে আশার কথা হলো, ইউরোজোনের যে সব দেশে সংকট তীব্র আকার ধারণ করেছিল, সে সব দেশ থেকে আপাতত নতুন করে কোনো নেতিবাচক খবর আসছে না৷ সংকট কাটিয়ে আয়ারল্যান্ড অবশেষে আবার ঘুরে দাঁড়াতে পারে, এমন পূর্বাভাষ দেখা যাচ্ছে৷ সে দেশ আন্তর্জাতিক দাতাদের সব শর্ত পূরণ করতে পেরেছে৷ আপাতত ব্যাংকিং ক্ষেত্রের জন্য আলাদা সহায়তা চায় ডাবলিন৷

বন্ড বাজারে ইটালি ও স্পেনের বন্ডের মূল্য কিছুটা বেড়েছে৷ গ্রিস ও পর্তুগালের মতো দেশ আপাতত তাদের শর্ত পূরণ করতে ব্যস্ত৷ এথেন্স প্রয়োজনীয় শর্তগুলি পূরণ করায় বোঝাপড়া অনুযায়ী আন্তর্জাতিক দাতারা গ্রিসকে চলতি মাসেই আগামী কিস্তির আর্থিক সাহায্য পাঠাতে চলেছে, যার অঙ্ক ৯২০ কোটি ইউরো৷ ফেব্রুয়ারি ও মার্চ মাসে আরও ২৮০ কোটি ইউরো পাওয়ার কথা৷ তবে প্রতিবারই ইউরোপীয় কমিশন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও আইএমএফ সেদেশের সরকারের পদক্ষেপগুলি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে৷ তবে এই প্রক্রিয়ায় গ্রিস সহ দেশগুলির অর্থনীতি বিপর্যস্ত, বেকারত্বের হার অস্বাভাবিক মাত্রায় রয়েছে৷ ফলে সংকট সামাল দিতে পারলেও ইউরোজোনে প্রবৃদ্ধির আশা করা কঠিন৷

Deutschland Wirtschaft Börse Endstand 2012 Frankfurt
চলতি বছরে জার্মানি আবার প্রবৃদ্ধির পথে ফিরবে বলে আশাছবি: Reuters

ইউরোপীয় স্তরে কাঠামোগত সংস্কারের প্রশ্নে অগ্রগতির ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় কমিশন৷ বিশেষ করে ইউরো এলাকায় ব্যাংকিং ক্ষেত্রের উপর নজর রাখতে একটি কর্তৃপক্ষ গড়ে তোলার উদ্যোগ সংক্রান্ত সুস্পষ্ট প্রস্তাব আনতে চলেছে ইউরোপীয় কমিশন৷ কমিশনের প্রেসিডেন্ট জোসে মানুয়েল বারোসো মঙ্গলবার বলেন, তিনি বিষয়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় হিসেবে বিবেচনা করছেন এবং সেটিকে অগ্রাধিকার দিতে চান৷ উল্লেখ্য, গত মাসে ইইউ শীর্ষ সম্মেলনে নেতারা এমন এক কর্তৃপক্ষ গড়ে তোলার বিষয়ে সম্মতি জানিয়েছিলেন৷ এর মূল উদ্দেশ্য, পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছানোর আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি করা৷

এই অবস্থায় সপ্তাহের শুরুতে ইউরোপের পুঁজিবাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে৷ ইউরোর বিনিময় মূল্য ইয়েনের তুলনায় অনেকটা বেড়ে গেছে৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের আশাবাদী মন্তব্যে বাজার সন্তুষ্ট বটে, কিন্তু ইউরোজোনের অর্থনৈতিক পরিস্থিতির সার্বিক অবনতির ফলে দুশ্চিন্তা দেখা দিচ্ছে৷

ব্রিটেনের রক্ষণশীল সরকারের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে অত্যন্ত কড়া অবস্থান নিচ্ছেন৷ এমনকি ব্রিটেনের সদস্যপদের শর্তগুলি সম্পর্কে নতুন করে আলোচনা করতে চান তিনি৷ তবে উপ-প্রধানমন্ত্রী ও উদারপন্থী দলের নেতা নিক ক্লেগ এমন মনোভাব সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন, এমন পদক্ষেপ বিপজ্জনক৷ এর ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়বে৷

এসবি/ডিজি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য