1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চমক হাসানের চমক

৪ আগস্ট ২০১৩

গণিতের মতো জটিল বিষয়কে আনন্দের সঙ্গে শেখানোর চেষ্টা করছেন বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণারত চমক হাসান৷ একসময় সামনাসামনি সেটা করলেও প্রবাসে থাকার কারণে এখন তাঁর মাধ্যম অনলাইন৷

https://p.dw.com/p/19JFq
ছবি: Chamok Hasan

ইউটিউবে চমক হাসানের চ্যানেলে গেলে ভিডিওগুলো পাওয়া যাবে৷ ‘গণিতের রঙ্গে', ‘চটপট গণিত' আর ‘ক্যালকুলাসের অ-আ-ক-খ' – এই তিন পর্বে ভাগ করা যায় তাঁর ভিডিওগুলোকে৷ এর মধ্যে গণিতের রঙ্গে পর্বের ভিডিওতে চমক নিজেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে অঙ্ক শেখান৷ আর চটপট গণিত পর্বে শিক্ষার্থীদের করা প্রশ্নের উত্তর দেন৷

ক্যালকুলাসের অ-আ-ক-খ পর্বে চমক ক্যালকুলাস শেখান৷ পর্বটি মূলত শিক্ষক ডটকম-এর জন্য করা৷

যেভাবে শুরু

গণিতের প্রতি চমকের আগ্রহ ছোট্টবেলা থেকেই৷ তবে নবম-দশম শ্রেণিতে পড়ার সময় মুহাম্মদ জাফর ইকবাল ও ড. মোহাম্মদ কায়কোবাদের লেখা ‘নিউরনে অনুরণন' বইটি চমককে গণিতের প্রতি বিশেষ আগ্রহী করে তোলে৷ সে সময় তিনি চিন্তা করতে থাকেন কীভাবে মজা করে গণিত শেখানো যায়৷ এরপর বুয়েটে ভর্তি হয়ে যখন গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত হন তখন প্রথমবারের মতো শিক্ষকতার সুযোগ তৈরি হয়৷ সে সময় অলিম্পিয়াডের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়ে একটা ক্যাম্প করা হয়েছিল যেখানে গণিতের একটা অংশ শেখানোর দায়িত্ব পান তিনি৷ সেই থেকে শুরু৷ এরপর পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর গণিত শেখানোর বিষয়টা মিস করতে থাকেন চমক৷ এর সমাধান হিসেবে তিনি বেছে নেন ইউটিউবকে৷ গত বছরের শুরুর দিককার কথা এটা৷ সেই থেকে এখনো চলছে৷

Bangladesch Mathematik Lehrer Chamok Hasan
গণিত অলিম্পিয়াডের একটি অনুষ্ঠানে চমক (ডানে)ছবি: Chamok Hasan

শিক্ষার্থীরা কি বলে?

চমক বলেন সামনাসামনি পড়ানোর যে আনন্দ সেটা অন্যরকম৷ তবে ইউটিউবে ভিডিও প্রকাশ করার পর থেকেও বিভিন্ন মাধ্যমে তিনি শিক্ষার্থীদের প্রতিক্রিয়া পাচ্ছেন৷ যেমন যুক্তরাষ্ট্রে পড়ছেন এমন একজন নাকি তাঁর ভিডিও দেখার পর আগ্রহী হয়ে ‘মেজর' বিষয় হিসেবে ইঞ্জিনিয়ারিং ছেড়ে গণিত নিয়েছে৷ এছাড়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের এক স্কুল শিক্ষার্থী চমককে চিঠি লিখে জানিয়েছেন যে, ভিডিও দেখার পর থেকে তিনি গণিত ভালো বোঝা শুরু করেছে এবং গণিতে ভালো ফল করছে৷ ভবিষ্যতে গণিত অলিম্পিয়াডে অংশ নেয়ার কথাও চমককে জানিয়েছে ঐ শিক্ষার্থী৷

ভবিষ্যত পরিকল্পনা

পিএইচডি শেষে বাংলাদেশে ফিরে যাওয়ার ইচ্ছা চমকের৷ এরপর যে কোনো উপায়েই হোক তিনি গণিত শেখানোর কাজ করবেন৷ তিনি বলেন, বাংলাদেশের অনেক শিক্ষক মজা করে অঙ্ক শেখালেও বেশিরভাগ শিক্ষকই এখনো পুরনো পদ্ধতিতেই পড়াচ্ছেন৷ ফলে শিক্ষার্থীরা হয়ত মজা পাচ্ছে না৷ সরকারি, বেসরকারি উদ্যোগ নিয়ে এ ধরণের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত বলেও মনে করেন চমক৷

চমক হাসানের সাক্ষাৎকার

পাশাপাশি গণিতের মজার বিষয়গুলো নিয়ে লেখালেখি করারও ইচ্ছা আছে তাঁর৷ ইতিমধ্যে ‘গল্পে-জল্পে জেনেটিক্স' নামে একটি বই লিখেছেন তিনি৷ ইংরেজি ‘এ কার্টুন গাইড টু জেনেটিক্স' বই থেকে তথ্য-উপাত্ত নিয়ে নিজের মতো করে বইটি লেখেন চমক৷

খান অ্যাকাডেমি সম্পর্কে চমক

ইউটিউবে বাংলায় গণিত শেখার ভিডিওর সবচেয়ে বড় সংগ্রহ ‘খান অ্যাকাডেমি'-র৷ বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের বিখ্যাত হওয়া ‘খান অ্যাকাডেমি'-র ইংরেজি ভিডিওগুলোই বাংলায় অনুবাদ করা হয়েছে সেখানে৷ তাই এর সঙ্গে জড়িতদের প্রশংসা করেছেন চমক৷ তবে তাঁর মতে, অনুবাদগুলো আরেকটু সাবলীল হলে ভালো হতো৷ এ কারণে শিক্ষার্থীদের কাছে ভিডিওগুলো এখন পর্যন্ত খুব একটা জনপ্রিয় হয়নি বলে মন্তব্য চমকের, যার পুরো নাম নওরিন হাসান চমক৷

গান ও চমক

গণিতের মানুষ চমকের বাড়ি কুষ্টিয়ায়৷ তাই লালনের স্পর্শ লেগেছে তাঁর গায়েও৷ তবে স্কুল কলেজে থাকতে মঞ্চে না গাইলেও বুয়েটে গিয়ে করেছেন সেটাও৷ এখন তিনি নিজে গান লিখে তাতে সুর দিয়ে নিজেই গান৷ পাশাপাশি গাইতে পছন্দ করেন লালন সহ অন্যান্যদের গানও৷ গণিত অলিম্পিয়াড উৎসবের গান ‘আয় আয় আয় গণিতের আঙিনায়' চমকের লেখা ও সুর করা৷

সাক্ষাৎকার: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য