1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন নৌবহর

৩ জুন ২০১২

বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা৷

https://p.dw.com/p/157GH
In this photo taken Dec. 16, 2011 and released by U.S. Navy, its aircraft carrier USS Abraham Lincoln (CVN 72) transits through the Pacific Ocean. Lincoln, underway on deployment to the 5th and 7th Fleet areas of responsibility, is changing homeports from Everett, Wash. to Norfolk, Va. following deployment for a periodic refueling complex overhaul, the navy said. (AP Photo/U.S. Navy, Mass Communication Specialist Seaman Zachary S. Welch)
ছবি: AP

তিনি বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টনের ঢাকা সফরকালেও ৭ম নৌ বহর বা বাংলাদেশে সামরিক ঘাঁটি স্থাপন নিয়ে কোন আলোচনা হয়নি৷ এমকি এই শব্দগুলোও উচ্চারিত হয়নি৷

কৌশলগত কারনে বাংলাদেশের চট্টগ্রামে মার্কিন যুক্তরাষ্ট্র ৭ম নৌবহরের ঘাঁটি স্থাপন করতে চায়, ভারতের বেসরকারী টেলিভিশন চ্যানেল টাইমস নাউ –এর এই খবর কোন ভিত্তি নাই বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা৷ রোববার ঢাকায় সাংবাদিকদের প্রশিক্ষণ সনদপত্র প্রদান অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নর জবাবে একথা বলেন৷

তিনি বলেন, ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশে ৭ম নৌবহর বা সামরিক ঘাঁটি স্থাপনের যে খবর ছাপা হয়েছে সে ব্যাপারে তাঁর কোন ধারণা নেই৷ এ ধরনের কোন আলোচনা বা সিদ্ধান্তও হয়নি৷ হিলারি ক্লিন্টনের ঢাকা সফরের সময়ও এ নিয়ে কোন কথা হয়নি৷

ড্যান মোজেনা বলেন, হিলারির ঢাকা সফরের পুরোটা সময়ই তিনি তাঁর সঙ্গে ছিলেন৷ প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠকেও তিনি ছিলেন, কিন্তু সেখানেও ৭ম নৌবহর বা মার্কিন ঘাঁটি নিয়ে আলোচনা হয়নি৷ তিনি বলেন বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ৷

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তার সম্পর্ক বাড়ছে৷ এই সম্পর্কের কারনে বাংলাদেশের সমুদ্র সীমার নিরাপত্তা জোরদার হয়েছে৷ শান্তি মিশনে বাংলাদেশের অবস্থান সংহত হয়েছে৷ এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ও টাইমস নাউ-এর খবরের প্রতিবাদ জানিয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য