1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রেনেড সরবরাহ করেন বাবর

৩০ অক্টোবর ২০০৯

বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ তিনি শেখ হাসিনাকে হত্যার জন্য ২১শে আগষ্টের গ্রেনেড হামলায় প্রশাসনিক সহায়তা দিয়েছেন৷

https://p.dw.com/p/KJTd
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: AP

এই মামলায় অনেক আগেই বিএনপি-জামাত জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে গ্রেফতার করা হয়৷ মামলার তদন্তকারী সংস্থা সিআইডির এডিশনাল এসপি আব্দুল কাহহার আকন্দ জানান, গ্রেনেড হামলার পর আলামত নষ্ট এবং জজ মিয়াকে জোর করে সাক্ষী বানান হয় বাবরের নির্দেশে৷ সিআইডি তদন্তে জানতে পেরেছে গ্রেনেড হামলার আগে মুফতি হান্নানসহ জঙ্গীদের সঙ্গে একাধিক বেঠকে সাবেক মন্ত্রী বাবর এবং পিন্টু উপস্থিত ছিলেন৷ তারা জঙ্গীদের গ্রেনেড দিয়েও সহায়তা করেন৷

রিমান্ডে নিয়ে আইনী লড়াইয়ের পর শুক্রবার সকালে বাবরকে কাশিমপুর কারাগার থেকে ঢাকার সিআইডি অফিসে আনা হয়৷ সিআইডির ইন্টারোগেশন সেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ আব্দুল কাহহার আকন্দ জানান, ৫দিন জিজ্ঞাবাদের পর তাকে আবোরো রিমান্ডে নেয়ার আবেদন করা হবে আদালতে৷

অন্যদিকে বঙ্গবন্ধু পরিবারের সদস্য সাংসদ ব্যারিষ্টার ফজলে নূর তাপসকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় কর্ণেল রশিদের মেয়ে মেহনাজ রশিদকে আরো ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে৷ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফিজুর রহমান বলেন, বোমা হামলার ষড়যন্ত্রে মেহনাজ জড়িত৷

গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, নিশ্চিত হয়েই তারা মেহনাজকে গ্রেফতার করেছেন৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আবদুস সাত্তার