1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজেট ঘোষণা

২৩ এপ্রিল ২০১২

তিনি বলেন, গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠান রয়েছে ৫৪টি৷ এর মধ্যে গ্রামীণ ব্যাংক বোর্ডের অনুমোদন রয়েছে চার-পাঁচটি প্রতিষ্ঠানের৷ বাকিগুলোর সঙ্গে গ্রামীণ ব্যাংকের কোনো সম্পর্ক নেই৷ সেগুলোতে ড. মুহাম্মদ ইউনূসই সব৷

https://p.dw.com/p/14jFR
ছবি: DW

আগামী ২০১২-১৩ অর্থ বছরের বাজেট আগামী ৭ জুন ঘোষণা করা হবে৷ এর ওপর আলোচনা শেষে তা ২৮ জুন সংসদে পাস হবে৷ রবিবার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানিয়েছেন৷

অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেটের তুলনায় আগামী বাজেটের আকার ১৭ শতাংশ বাড়বে৷ বার্ষিক উন্নয়ন কমূর্সচির (এডিপি) আকার হবে ৫৪ হাজার কোটি টাকা৷

মতবিনিময় সভায় অর্থসচিব মুহাম্মদ তারেক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, পরিকল্পনা সচিব ভুঁইয়া শফিকুল ইসলাম ও ইআরএফের সদস্যরা অংশ নেন৷ অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠান রয়েছে ৫৪টি৷ এর মধ্যে গ্রামীণ ব্যাংক বোর্ডের অনুমোদন রয়েছে মাত্র চার-পাঁচটি প্রতিষ্ঠানের৷ বাকিগুলোর সঙ্গে গ্রামীণ ব্যাংকের কোনো সম্পর্ক নেই৷ ওই প্রতিষ্ঠানগুলোতে ড. মুহাম্মদ ইউনূসই সব৷ কথা ছিল, তারা গ্রামীণ এলাকায় ক্ষুদ্রঋণের কাজ করবে৷ কিন্তু প্রকৃতপক্ষে তা করে না৷ এসব প্রতিষ্ঠান পরিপূর্ণভাবে অনিয়ন্ত্রিত৷

Nobel Friedenspreis Gewinner Muhammad Yunus
মুহাম্মদ ইউনূসছবি: AP

আগামী বাজেটে কালো টাকা সাদা করার বিষয়ে কী হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি এর পক্ষে নই৷ কিন্তু আগামী বাজেটে কী হবে বলতে পারি না৷ দেশে কালো টাকা উত্সাহিত হবে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ইচ্ছে করলেই বন্ধ করা যাবে না৷ নিয়ন্ত্রণ করাও সহজ হবে না৷

ডেসটিনি, ইউনিপেটুইউ, নিউওয়ের মত কিছু প্রতিষ্ঠানের এমএলএম পদ্ধতিতে অনুমোদনবিহীন কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুহিত বলেন, এটা আইনের ব্যাপার৷ এদের নিয়ন্ত্রণের জন্য বিশেষ কিছু একটা করা হচ্ছে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য