1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রহাণুপুঞ্জের আঘাতেই ধ্বংস হয়েছিল ডাইনোসর

৮ মার্চ ২০১০

বৃহৎ আকারের গ্রহাণুপুঞ্জের আঘাতেই ধ্বংস হয়েছিল দৈত্যাকৃতি ডাইনোসরের দল৷ ঐ গ্রহাণুপুঞ্জের ক্ষমতা ছিল প্রায় এক বিলিয়ন পারমাণবিক বোমার সমান৷ ডাইনোসরের বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ সম্পর্কে বিজ্ঞানীরা জানিয়েছেন এই তথ্য৷

https://p.dw.com/p/MMn1
ফাইল ফটোছবি: picture-alliance / dpa/dpaweb

বিশেষজ্ঞদের একটি আন্তর্জাতিক পরিষদ প্রায় ২০ বছরের দলিল-প্রমাণ পর্যবেক্ষণ করে ক্রেটাসিয়াস-টার্সিয়ারি জাতির বিলুপ্তির কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন৷ তাঁদের মতে, ঐ গ্রহাণুপুঞ্জ শুধুমাত্র ডাইনোসর জাতিকেই নয়, বরং একইসাথে পৃথিবীর প্রায় অর্ধেক প্রাণীকূলকেও নিশ্চিহ্ন করে দিয়েছে৷ ডাইনোসর বিলুপ্তির জন্য দায়ী ঐ গ্রহাণুপুঞ্জের দৈর্ঘ্য ছিল প্রায় ১৫ কিলোমিটার বলে মনে করছেন বিজ্ঞানীরা৷ এছাড়া ঐ ধ্বংসযজ্ঞের অন্যতম নিদর্শন হচ্ছে মেক্সিকোর চিক্সজালাব, বলে মন্তব্য করেছেন তাঁরা৷

‘সায়েন্স' জার্নালে প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা বলছেন, ‘‘হিরোশিমায় ব্যবহৃত পারমাণবিক বোমার চেয়ে এক বিলিয়ন গুণ বেশি জোরে পৃথিবীতে আঘাত হেনেছিল এই গ্রহাণুপুঞ্জ৷'' ৪১ জন বিজ্ঞানীর এই পরিষদ দাবি করেছেন যে, তাঁদের এই প্রাপ্ত তথ্য ক্রেটাসিয়াস-টার্সিয়ারি প্রজাতির বিলুপ্তির কারণ নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটাবে৷ যার ফলে বিজ্ঞানীদের এ নিয়ে আর গবেষণা কিংবা বিতর্কে জড়াতে হবে না৷

তবে বিজ্ঞানীদের অনেকেই মনে করেন, ডাইনোসর এবং পাখির মতো টেরোসরস কিংবা বৃহদাকার সামুদ্রিক সরীসৃপ জাতীয় প্রাণীগুলো প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে ধারাবাহিকভাবে ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ধ্বংস হয়ে গেছে৷ কিন্তু সাম্প্রতিক এই গবেষণার পক্ষে যেসব দলিল-প্রমাণ ‘সায়েন্স' জার্নালে উপস্থাপন করা হয়েছে, তাতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে এর জন্য দায়ী করা যায় না৷ কেননা এই গবেষণায় দেখা গেছে যে, ক্রেটাসিয়াস-টার্সিয়ারি প্রজাতির প্রাণীদের সাথে সাথে জল এবং ভূ-মণ্ডলের জীববৈচিত্র্যও ধ্বংসপ্রাপ্ত হয়েছিল৷

তাঁরা বলছেন, ‘‘ঐ সময় ডেক্কান ট্র্যাপে সক্রিয় আগ্নেয়গিরির কিছু প্রমাণ পাওয়া গেলেও জল এবং ভূ-মণ্ডলের জীব-বৈচিত্র্য থেকে দেখা যাচ্ছে, ক্রেটাসিয়াস-টার্সিয়ারি প্রাণীগুলোর বিলুপ্তির পূর্বের প্রায় পাঁচ লাখ বছরের মধ্যে সেগুলোতে খুব সামান্যই পরিবর্তন সূচিত হয়েছে৷'' বিজ্ঞানীরা তাঁদের দাবির স্বপক্ষে আরো উল্লেখ করেন, ‘‘কম্পিউটার মডেল এবং পর্যবেক্ষণের উপাত্ত থেকে জানা যায় যে, প্রত্যেক আগ্নেয়গিরি থেকে নির্গত সালফার গ্যাস পৃথিবীতে অল্প সময় ধরে ক্রিয়াশীল থাকতো৷ ফলে এই গ্যাস এতোটা শক্তিশালী হতে পারে না যে, তা জল এবং ভূ-খণ্ডের প্রাণীকূলকে সমূলে বিনাশ করে ফেলবে৷''

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক