1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুরুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি করা উচিত: জিয়াউদ্দিন

৬ অক্টোবর ২০১১

বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর খুনি এম রাশেদ চৌধুরী এবং এস এইচ এম বি নূর চৌধুরীকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারকে চিঠি দিয়েছে৷ বিষয়টির মূল্যায়ন করেছেন ব্রাসেলস ভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিন৷

https://p.dw.com/p/12mL4
Dr. Ahmed Ziauddin, human rights lawyer based in Brussels took part on the 1st International Conference on Climate change effects and energy development of Bangladesh (ICCEB) in Bonn (July 21-23, 2011) Foto: Sanjiv Burman / DW, 23.07.2011
আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনছবি: DW

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ জনের মধ্যে পাঁচজনের ফাঁসি ২০১০ সালের ২৮ জানুয়ারি কার্যকর করা হয়৷ দণ্ডিত আব্দুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবোয়েতে মারা গেছেন৷ এম রাশেদ চৌধুরী এবং এস এইচ এম বি নূর চৌধুরী ছাড়া আরও ৭ জন পলাতক রয়েছেন৷ তাদের মধ্যে আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, মোসলেমউদ্দিন ও আব্দুল মাজেদও পালিয়ে বিদেশে আছেন৷ তাদের গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের পরোয়ানা জারি করা হয়েছে৷

ক্যানাডার সঙ্গে প্রত্যর্পণ চুক্তি না থাকায় সেদেশের সরকারকে এক্ষেত্রে বন্দি ফেরত পাঠানোর প্রশ্নে বিশেষ সিদ্ধান্ত নিতে হবে৷ সেদেশে বসবাসরত কোনো বিদেশি যদি গুরুতর কোনো অপরাধ করে থাকে, তাদের ফেরত পাঠানোর পথ রয়েছে৷ তবে মৃত্যুদণ্ডের আশঙ্কা থাকলে অনেক সময় আদালত বন্দিদের ফেরত পাঠানোর পথে বাধা সৃষ্টি করতে পারে৷ অভিযুক্তরাও আইনের সাহায্য নিয়ে প্রক্রিয়াটি দীর্ঘ ও জটিল করতে পারে৷

আহমেদ জিয়াউদ্দিন মনে করেন, যেসব দেশে বাংলাদেশি অপরাধীদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেসব দেশের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরের চেষ্টা করা উচিত৷ ভারত, পাকিস্তান, নেপাল, অ্যামেরিকা, ক্যানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় দেশগুলির সঙ্গে এমন চুক্তির চেষ্টা করলে ভবিষ্যতে বাংলাদেশের সুবিধা হবে বলে তিনি মনে করেন৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ