1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুজরাট দাঙ্গার পুনর্বিচারের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

১ মে ২০০৯

২০০২ সালের গুজরাট দাঙ্গার পুনর্বিচারের ওপর স্থগিতাদেশ তুলে নিলেন ভারতের সুপ্রিম কোর্ট৷ জাতীয় মানবাধিকার কমিশন এবং অন্যান্যদের গোধরা পরবর্তী দাঙ্গার পুনর্বিচারের আবেদনের ওপর এই রায়৷

https://p.dw.com/p/HiIj
নরেন্দ্র মোদি (ফাইল ফটো)ছবি: UNI

ঐ দাঙ্গায় অভিযুক্তদের মধ্যে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি৷

সুপ্রিম কোর্টের এক ডিভিশন বেঞ্চ গুজরাট দাঙ্গা মামলার পুনর্বিচারের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে রায় দেন যে, মামলার পুনর্বিচার হবে রাজ্যেই৷ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ৬টি বিশেষ আদালত গঠনের পাশাপাশি রাজ্য সরকারকে সাক্ষীদের পূর্ণ নিরাপত্তা দিতে বলেছেন সুপ্রিম কোর্ট৷ সরকারি কৌঁসুলি হিসেবে প্রধান ও অভিজ্ঞ আইনজীবী দিতে বলা হয়েছে৷ সাক্ষীরা যাতে নির্ভয়ে সাক্ষ্য দিতে পারেন তার জন্য ২৪ ঘন্টা নিরাপত্তা দিতে হবে৷

উল্লেখ্য, ২০০২ সালের দাঙ্গায় গুজরাটের মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রীসভার সদস্য এবং পদস্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মুসলমান বিরোধী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ উঠেছে৷ ঐ দাঙ্গায় নিহত হয় প্রায় ১২০০৷

২০০২ সালে গোধরা স্টেশনে ট্রেনে আগুন লাগানো হলে বিশ্ব হিন্দু পরিষদের ৪৯ জন সদস্য জীবন্ত দগ্ধ হয়৷ তার পাল্টা প্রতিক্রিয়ায় ঐ দাঙ্গা হয়৷ ঐ অগ্নিকান্ডের তদন্তকারী দু'টি কমিশন আলাদা আলাদা রায় দেন৷ ঐ দাঙ্গায় ৬৪ জনের ভূমিকা সম্পর্কে নতুন করে তদন্ত করতে সর্বোচ্চ আদালতের নির্দেশে গঠিত হয় ৫ সদস্যের এক বিশেষ তদন্তকারী দল৷

সুপ্রিম কোর্টের শুক্রবারের রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেস ও বিজেপি উভয় দলই৷ কংগ্রেস মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ইস্তফা দাবি করেছে৷ তবে নরেন্দ্র মোদির মন্তব্য, তিনি জেলে যেতেও ভয় পান না৷

প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক