1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সহায়তায় গুগল

১১ এপ্রিল ২০১৩

মানব পাচারের শিকার হওয়াদের সহায়তায় বিশ্বের বিভিন্ন দেশে হটলাইন রয়েছে৷ সেখানে ফোন করে তারা সাহায্য চাইতে পারে৷ ফলে অনেকের জীবন বেঁচে যায়৷

https://p.dw.com/p/18DKl
Exhibitors of the Google company work on laptop computers in front of an illuminated sign of the Google logo at the industrial fair Hannover Messe in Hanover, Germany, in this April 17, 2007 file photo. Google Inc.'s stock reached a new high Friday, Sept. 21, 2007, reflecting Wall Street's renewed faith in the Internet search leader as it introduces new ways for advertisers to reach its steadily expanding online audience. (ddp images/AP Photo/Jens Meyer, file) eingestellt von Quast
ছবি: dapd

কিন্তু এবার এই হটলাইনগুলোর মধ্যে একটা সমন্বয় আনার ব্যবস্থা করছে গুগল৷ ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রের তিনটি হটলাইনকে তিন মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছে তথ্য প্রযুক্তির এই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটি৷

এর মাধ্যমে ঐ তিনটি হটলাইন কর্তৃপক্ষের কাছে যে তথ্যগুলো রয়েছে তা শেয়ার ও বিশ্লেষণের সুযোগ পাওয়া যাবে৷ ফলে পাচারের ধরণ এবং কোন এলাকায় এগুলো বেশি ঘটছে তা জানা যাবে৷ এতে করে অপরাধীদের ধরতে সুবিধা হবে৷

নেদারল্যান্ডসের লা স্ট্রাডা ইন্টারন্যাশনাল, হংকং এর লিবার্টি এশিয়া ও যুক্তরাষ্ট্রের পোলারিস প্রজেক্টকে অর্থ সহায়তা দেবে গুগল৷

গুগলের থিংক ট্যাংক ‘গুগল আইডিয়াস' এর প্রধান জারেড কোহেন বলছেন, ‘‘বিশ্বে অনেক হটলাইন রয়েছে৷ কিন্তু সেগুলো একটা আরেকটার চেয়ে পুরোপুরি বিচ্ছিন্ন৷''

তিনি বলেন একে অপরের সঙ্গে তথ্য বিনিময় করলে পাচার সংক্রান্ত অনেক প্রশ্নের উদ্ভব হতে পারে, যা থেকে পাচার রোধে নতুন কৌশল বের করা যেতে পারে৷

কোহেন বলছেন, বর্তমানে প্রায় ২১ মিলিয়ন মানুষ পাচারের শিকার এবং এর মাধ্যমে বছরে প্রায় ৩২ বিলিয়ন ডলার ব্যবসা হচ্ছে৷

পোলারিসের হটলাইনে প্রায় ৭২ হাজার কল এসেছে৷ আর লা স্ট্রান্ডার আটটি লাইনে গত বছর কল এসেছে প্রায় ১৩ হাজার৷ লা স্ট্রান্ডার সুজানে হোফ বলছেন, তথ্য বিনিময়ের মাধ্যমে পুরো বিশ্বের একটা চিত্র পাওয়া যাবে৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য