1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গুগলব্যার্গ’ কিংবা ‘কপি-পেস্ট’ প্রতিরক্ষামন্ত্রী

২৩ ফেব্রুয়ারি ২০১১

নাম হয়ে গেছে তাঁর ‘কাট অ্যান্ড পেস্ট’ মিনিস্টার৷ কথা হচ্ছে টেওডর সু গুটেনব্যার্গের কথা৷ জার্মানির এই প্রতিরক্ষামন্ত্রী বিতর্কের জালে জড়িয়ে শেষে নিজের ডক্টরেট ডিগ্রিটাই বর্জন করেছেন৷

https://p.dw.com/p/10M7o
বিপাকে গুটেনব্যার্গছবি: AP

জার্মান প্রতিরক্ষামন্ত্রীর নাম কী? এমনিতেই একটু খটোমটো নাম হয়ে থাকে জার্মানদের৷ কিন্তু প্রতিরক্ষামন্ত্রীর নামটা বেশ লম্বা চওড়া এবং যথেষ্ট মনে রাখার মত৷ কার্ল টেওডর সু গুটেনব্যার্গ৷ গত সপ্তাহে সেই মন্ত্রীকে নিয়ে বেশ হৈচৈ শুরু হয়ে যায়৷ জার্মানির বায়রয়েট বিশ্ববিদ্যালয় থেকে আইনে গবেষণা করে তিনি ডক্টরেট উপাধি লাভ করেছিলেন কয়েক বছর আগে৷ তারপর থেকে নিজের নামের আগে ডক্টর শব্দটি খুব গর্বের সঙ্গেই ব্যবহার করতেন৷ কিন্তু দৈনিক স্যুডডয়চে সাইটুং প্রথম বের করে ফেলে যে প্রতিরক্ষামন্ত্রী তাঁর সেই গবেষণাপত্র পুরোপুরি নিজে লেখেন নি৷ দিব্যি অন্যের লেখা থেকে অনেকখানি অংশ কপি পেস্ট করে চালিয়ে দিয়েছেন এবং উপাধিটি পকেটে পুরেছেন৷

তো, জার্মানির মত দেশের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর এহেন কার্যকলাপে স্বভাবতই বেশ নানারকমের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ শুরু হয়েছে হাসাহাসি, রসিকতা৷ জার্মানির সমাজে ডক্টরেট ডিগ্রি যাঁর আছে, তিনি বিশেষ সম্মানিত ব্যক্তিত্ব হয়ে পড়েন৷ সেই সম্মানজনক ডিগ্রির মালিক যদি এই অন্যায় উপায়ে নিজেদের সম্মানিত করেন, তাহলে তো হৈচৈ হবেই! বিশেষ করে সে ব্যক্তি যদি আবার মন্ত্রী হয়ে থাকেন৷

তবে জার্মান রাজনীতিতে নামকরা রাজনীতিবিদদের গবেষণা পত্র বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে ঘাঁটাঘাঁটি করাটা নতুন কোন ব্যাপার নয়৷ অতীতে প্রায় এমনই পরিস্থিতির শিকার হয়েছিলেন প্রাক্তন জার্মান চ্যান্সেলর হেলমুট কোল৷ তাঁর গবেষণাপত্র কতটা প্রাসঙ্গিক, তা নিয়ে জলঘোলা করেছিল বিরোধীরা৷ এবার সেই একই ঘটনার শিকার হলেন ৩৯ বছরের তরুণ তারকা রাজনীতিবিদ গুটেনব্যার্গ৷ শেষে এমনই হল যে নিজের নামের আগে থেকে ডক্টর শব্দটাকেই বাদ দিলেন তিনি৷

তাতে কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না৷ ভবিষ্যতে যে গুটেনব্যার্গ জার্মানির চ্যান্সেলর হতে পারেন বলে শোনা যাচ্ছিল, এই ঘটনার পর সেই আশার গুড়ে ভাঙা কাচ পড়ে যাবারই কথা৷ বিদেশি মিডিয়া তো উঠেপড়ে লেগে পড়েছে৷ বিশেষ করে ব্রিটিশ মিডিয়া৷ একদল বলছে, জার্মানির ‘কপি পেস্ট' প্রতিরক্ষামন্ত্রী৷ আরেকটি ব্রিটিশ সংবাদপত্র আবার গুটেনব্যার্গের নাম রেখেছে গুগলব্যার্গ৷ কারণ, গুগল থেকে তথ্য ডাউনলোড করে যে কেউই তাঁর মত ডক্টর উপাধি পেয়ে যেতে পারে৷ অতএব....সাধু সাবধান৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য