1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মধ্যপ্রাচ্য সংকট

১১ নভেম্বর ২০১২

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনি চরমপন্থীরা উস্কানি দিতে থাকলে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না ইসরায়েল৷

https://p.dw.com/p/16grC
ছবি: Reuters

এদিকে, জাতিসংঘে পর্যবেক্ষক হিসেবে মর্যাদার জন্য চলতি মাসেই আবেদন করবে ফিলিস্তিনিরা৷

ফিলিস্তিনি চরমপন্থীরা ইসরায়েলি টহল সেনা দলের গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রেক্ষিতে গাজায় গোলা বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা৷ ফিলিস্তিনিদের হামলায় চার ইসরায়েলি সৈন্য আহত হয়৷ অন্যদিকে, ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি বেসামরিক মানুষ এবং দুই জন চরমপন্থী নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সাফা৷

ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সাম্প্রতিক এই সংঘাতের সূত্রপাত শনিবার সন্ধ্যা থেকে৷ পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন পিএফএলপি গাজা নগরীর পূর্বাঞ্চলে কার্নির কাছে ইসরায়েলি সেনা বহর লক্ষ্য করে অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এর দায়িত্ব স্বীকার করে৷ এই হামলায় চার সৈন্য আহত হয়৷ আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি সেনা সূত্র৷

এই হামলার জবাবে ইসরায়েলি সেনারা গাজা নগরীর পূর্বাঞ্চলে সাতটি স্থান লক্ষ্য করে গোলা হামলা চালায়৷ এতে চারজন বেসামরিক মানুষ এবং দুই জন চরমপন্থী নিহত হয়েছে৷ আহত হয়েছে অন্তত ৩২ জন, বলে জানিয়েছেন গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কেদরা৷

Palästinenser Palästina Gaza Israel Rakete Angriff Gaza Streifen Gewalt
ফিলিস্তিনি জঙ্গি হামলায় আহত একজনছবি: Reuters

এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক এবং চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল বেনি গানৎস এর সাথে জরুরি বৈঠক করেছেন৷ এছাড়া নেতানিয়াহু মন্ত্রিসভায় বলেছেন, ‘‘বিশ্বের জানা দরকার যে, হামলার শিকার হলে ইসরায়েল বুকে হাত বেঁধে বসে থাকে না৷ তাছাড়া আমরা হামলার কঠোরতর জবাব দিতে প্রস্তুত রয়েছি৷''

এদিকে, আজ ১১ই নভেম্বর ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের অষ্টম মৃত্যুবার্ষিকী পালন করছে ফিলিস্তিনিরা৷ এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ‘‘আমরা ২০১৩ কিংবা ২০১৪ সালের নয়, বরং ২০১২ সালের নভেম্বর মাসে জাতিসংঘে যাচ্ছি৷'' জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধিরা মাত্র কয়েকদিন আগেই তাদের পরিকল্পনা প্রকাশ করেছে যে, তারা সাধারণ পরিষদে পর্যবেক্ষক মর্যাদার জন্য আবেদন জমা দেবে৷ এছাড়া তারা ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানাবে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়ার জন্য গত বছর জমা দেওয়া মাহমুদ আব্বাসের আবেদনপত্র ‘ইতিবাচকভাবে বিবেচনার'৷

উল্লেখ্য, ফিলিস্তিনিরা গত বছরও নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার জন্য চেষ্টা করছিল৷ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এ ব্যাপারে তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে৷ তাই এ বছর ফিলিস্তিনিরা বলছেন, তারা সাধারণ পরিষদে বর্ধিত মর্যাদার জন্য আবেদন করবেন এবং এক্ষেত্রে কোন একক সদস্য বাধা হয়ে দাঁড়াবে না৷ কারণ সেখানে তারা যথেষ্ট হারে সমর্থন পাবে৷

এএইচ / জেডএইচ (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য