1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরুকে খাওয়াচ্ছে, দুধ দোয়াচ্ছে রোবট

ইংগা সিগ/এআই২২ আগস্ট ২০১৪

প্রযুক্তি এখন আর শুধু মানুষের জন্য নয়, পশুপাখির জন্যও ব্যবহার হচ্ছে৷ জার্মানরা এখন গোয়াল ঘরে ব্যবহার করছেন রোবট৷ গরুকে খাওয়ানো থেকে শুরু করে দুধ দোয়া, এমনকি গোসল সবই করে দিচ্ছে মেশিন৷

https://p.dw.com/p/1Cz7d
Kühe im Stall
ছবি: noanet / CC BY-SA 2.0

গোয়াল ঘরে রোবট ব্যবহারের কথা ভেবেছেন কখনো? হয়ত না, তবে ইউনো নামের এক রোবট জার্মানির এক গোয়াল ঘরে দিব্যি কাজ করছে৷ গরুদের খাবার দেয় সে৷ আল্ট্রাসাউন্ডের ভিত্তিতে নিজের রাস্তা খুঁজে নেয় ইউনো৷ তবে কোথায়, কতবার সে যাবে তা আগেই প্রোগ্রাম করা থাকে৷

জার্মানির এক দুগ্ধ খামারের ম্যানেজার লিসা রুসিশ এই বিষয়ে বলেন, ‘‘আমাদের ইউনো বেশ করিৎকর্মা৷ সে দিনে ১২ বার গরুর জন্য খাবার নিয়ে আসে৷ আগে থেকে করা প্রোগ্রাম অনুযায়ী কাজ করে সে৷

‘‘গরুরা তাকে অনেক ভালোবাসে৷ এভাবে গরুকে প্রয়োজনমত, নিয়ম মেনে খাবার সরবরাহ সম্ভব হয়৷ যা দুধের উৎপাদন বাড়াতে সহায়ক৷''

গরুর দুধ দোয়াতেও ব্যবহার করা হয় রোবট৷ এটি শুরুতে দুধের বোঁটা পরিষ্কার করে৷ এরপর স্বয়ংক্রিয়ভাবে দুধ দোয়ানোর কাজ শুরু হয়৷ এভাবে প্রতিটি গরু থেকে প্রতিদিন ৬০ লিটার দুধ বের করে নেয় রোবট৷ আর গরুর ঘাড়ে একটি ট্রান্সপন্ডার লাগানো আছে৷ ফলে রোবট সেটিকে চিনতে পারে৷

বছর খানেক ধরে এই গোয়াল ঘরটি চালু আছে৷ এটি তৈরিতে স্থানীয় কৃষি উন্নয়ন সংঘের পাঁচ মিলিয়ন ইউরোর মতো খরচ হয়েছে৷ পাঁচশো গরুর জন্য এই বিনিয়োগ সার্থক বটে৷ গোয়ালটির অপারেশনন্স ম্যানেজার ডাগমার পোভলস্কি এবং তাঁর সহকর্মী লিসা রুসিশ প্রতিটি গরুর দিকেই নজর রাখেন৷ এই অটোমেশন গরুর জন্য নেতিবাচক কিছু নয়৷

এমনকি গরুর গোবরও নিয়মিত সরিয়ে নেয় একটি মেশিন৷ পোভলস্কি মনে করেন, গোয়ালঘরে কম মানুষ কাজ করলে ভালো৷ গরুরা তাহলে কম বিরক্ত হয়৷

এখানেই শেষ নয়৷ ছোট্ট একটি রোবট আবার প্রয়োজনমত তাজা বালু ছিটিয়ে দেয়৷ এমনকি গরুর পছন্দের গোসলের ব্যবস্থাও করে এটি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য