1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপির কর্মসূচি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৫ জানুয়ারি ২০১৪

৫ই জানুয়ারির নির্বাচন বর্জনের পর বুধবার প্রথম সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়া দাবি করেন যে, নির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি৷ অর্থাৎ, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে৷ তবে সেটা তারা অচিরেই ফিরে পাবে৷

https://p.dw.com/p/1AqrL
Bangladesch Opposition Demonstration Begum Khaleda Zia
ছবি: Reuters

ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, ‘‘দেশের মানুষ ৫ই জানুয়ারির নির্বাচন মেনে নেয়নি৷ এই নির্বাচনে সরকারের আজ্ঞাবহ কয়েকটি দল অংশ নিয়েছে৷ নির্বাচনে ১৫৩টি আসনে কোনো ভোটই হয়নি৷ সেই আসনগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা৷ আর বাকি আসনের নির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি৷ অথচ জালিয়াতি করে ৪০ শতাংশ ভোট দেখানো হয়েছে৷ তাই এই নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে৷ এই সরকার জনগণের অনুমোদনহীন গায়ের জোরে প্রতিষ্ঠিত অবৈধ সরকার৷''

তিনি বলেন, ‘‘সরকার শুধু গণতন্ত্র হত্যা করেই ক্ষান্ত হয়নি, দেশের রাজনীতিও কলুষিত করেছে৷ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে৷ এছাড়া, এই নির্বাচন দেশে-বিদেশে কারো কাছেই গ্রহণযোগ্য হয়নি৷''

খালেদা জিয়া বলেন, ‘‘সরকার যতই চেষ্টা করুক গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে পারবে না৷ জনগণ এই সরকারকে চায় না৷'' তিনি দেশবাসীকে এই ‘প্রহসনের' নির্বাচন প্রত্যাখ্যান করায় ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘দেশবাসী অচিরেই ভোটের অধিকার ফিরে পাবে৷''

বিএনপির চেয়ারপার্সন বলেন, তাদের আন্দোলন ক্ষমতার জন্য নয়, গণতন্ত্রের জন্য৷ ন্যায়, সত্য এবং গণতন্ত্রের এই আন্দোলনে বিজয় অনিবার্য৷ প্রহসনের নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করায় প্রথম ধাপের বিজয় অর্জিত হয়েছে৷ খালেদা জিয়ার কথায়, ‘‘আমরা সহিংসতায় বিশ্বাস করি না৷ আমারা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব৷''

তিনি বলেন, ‘‘৫ই জানুয়ারির ভোটারবিহীন র্নিবাচন প্রমাণ করেছে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন নির্দলীয় নিরপেক্ষ সরকার৷ আমরা বার বার সমঝোতার আহ্বান জানিয়েছি৷ রাজনৈতিক বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্য গড়ে তোলার কথা বলেছি৷ কিন্তু সরকার সে আহ্বানে সাড়া দেয়নি৷ আমরা তাদের আবারও আলোচনা এবং সমঝোতার আহ্বান জানাচ্ছি৷''

খালেদা জিয়া সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘‘এই হামলা এবং নির্যাতনের সঙ্গে শাসক দলের লোকেরা জড়িত বলে জেনেছি৷ কিন্তু বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানোর জন্য নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে৷'' তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে নির্যাতনে জড়িতদের কঠোর শাস্তি দেয়ার আহ্বান জানান৷

খালেদা জিয়া প্রহসনের নির্বাচন বাতিল করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০শে জানুয়ারি সারা দেশে গণসমাবেশ ও ঢাকার সোহরাওয়ার্দি ১৮ দলের সমাবেশ এবং ২৯শে জানুয়ারি সংসদের প্রথম অধিবেশনের দিন সারা দেশে বিক্ষোভ দিবস ও শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেন৷ এ সব ছাড়া, ১৮ই জানুয়ারি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীও পালন করবে দলটি৷

খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের আগে ৫ই জানুয়ারির ‘একতরফা' নির্বাচন নিয়ে একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়৷ ৪৫ মিনিটের এই প্রামাণ্য চিত্রটি এর আগে ঢাকায় কূটনীতিকদের দেখান হয়েছিল বলে খবর৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য