1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণজাগরণ মঞ্চে বিরোধ নেই

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৮ মার্চ ২০১৩

জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে ‘শহীদ রুমী স্কোয়াড’এর আমরণ অনশনের সঙ্গে গণজাগরণ মঞ্চের কর্মসূচির কোনো বিরোধ নেই৷ তবে তারা মনে করেন, সরকার জামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনীতির দাবা খেলছে৷

https://p.dw.com/p/185YH
ছবি: REUTERS

এদিকে, গণজাগরণ মঞ্চ মনে করে আমরণ অনশন তাদের আন্দোলনকে আরো বেগবান করবে৷

‘শহীদ রুমী স্কোয়াড'এর ১৪ জন সদস্য শাহবাগ জাদুঘরের সামনে চালিয়ে যাচ্ছেন আমরণ অনশন কর্মসূচি৷ আর এই কর্মসূচি পালন শুরু করেন ২৬শে মার্চ রাত থেকেই৷ তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ৷

শহীদ রুমী স্কোয়াডের সমন্বয়কারী সাদাত হাসান নিলয় জানান, গণজাগরণ মঞ্চ ২৬শে মার্চের মধ্যে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আল্টিমেটাম দিয়েছিল৷ কিন্তু সে দাবি পূরণ হয়নি৷

জাগরণ মঞ্চের অনুসারী হিসেবে শহীদ রুমী স্কোয়াড জামায়াত-শিবির নিষিদ্ধের ব্যাপারে কঠোর কর্মসূচির ব্যাপারে দাবি তুলেছিল৷ কিন্তু সেটা পূরণ হয়নি৷ এ কারণেই শহীদ রুমী স্কোয়াডের পক্ষ থেকে আলাদা কর্মসূচি দেয়া হয়েছে বলে জানান নিলয়৷ কিন্তু তাঁরা জাগরণ মঞ্চের সঙ্গেও আছেন৷ জাগরণ মঞ্চের ছয় দফা দাবির সঙ্গেও একমত৷ ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেয়ার কর্মসূচিতেও অংশ নেবেন বলে জানান তিনি৷

Shahid Rumi Squad Hungerstreik
অনশনে ‘শহীদ রুমী স্কোয়াড’ছবি: Senjuti Shonima Nadi

সাদাত হাসান নিলয় বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট নয়৷ ৯ মাসে দেশ স্বাধীন হয়েছে আর ৪২ বছরেও জামায়াত নিষিদ্ধ হয়নি, এটা দুঃখজনক৷ তারা প্রমাণিত যুদ্ধাপরাধী এবং সম্প্রতি সারাদেশে তাণ্ডব ও সংখ্যালঘুদের ওপর যে হামলা চালিয়েছে তারপর আর এদেশে জামায়াত-শিবির থাকতে পারেনা৷ তাদের আইনগতভাবেই নিষিদ্ধ করতে হবে৷ কিন্তু সরকার এ নিয়ে রাজনীতির দাবা খেলছে৷ জামায়াত-শিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শহীদ রুমী স্কোয়াডের আমরণ অনশন কর্মসূচি চলবে৷ যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি করছেন কিনা জানতে চাইলে নিলয় বলেন, অবশ্যই৷ তবে শহীদ রুমী স্কোয়াড একটি দাবি নিয়েই আমরণ অনশন করছে৷ আর তা হলো জামায়াত-শিবির নিষিদ্ধ করা৷

গণজাগরণ মঞ্চের সংগঠকদের একজন মাহমুদুল হক মুন্সি ডয়চে ভেলেকে জানান, শহীদ রুমী স্কোয়াডের আমরণ অনশন কর্মসূচি গণজাগরণ মঞ্চকে আরো সৃদৃঢ় করবে৷ তাদের এই কর্মসূচির সঙ্গে জাগরণ মঞ্চের কোনো বিরোধ থাকার প্রশ্নই আসেনা৷ বুধবার গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী ডা. ইমরান এইচ সরকারসহ জাগরণ মঞ্চের সংগঠকরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন৷ তিনি জানান গণজাগরণ মঞ্চের সঙ্গে পাঁচশ'র মত নানা ধরণের সংগঠন কাজ করছে৷ তারা আলাদাভাবেও কর্মসূচি পালন করছে৷ কেউ ছবি আঁকছে, কেউ গণসঙ্গীত পরিবেশন করছে আবার কেউবা প্রতিবাদী পোষ্টার প্রদর্শন করছে৷ তাদের এই আলাদা আলাদা কাজ জাগরণ মঞ্চকে আরো বেগবান করছে৷

তিনি জানান ৩১ মার্চ তাঁরা সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করবেন এবং যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে সারা দেশ থেকে সংগ্রহ করা স্বাক্ষর স্পিকারের কাছে জমা দেবেন৷ ৪ঠা এপ্রিল প্রতিবাদ মিছিল করে স্মারক লিপি দেবেন প্রধানমন্ত্রীর কাছে৷

মুন্সি বলেন জামায়াত-শিবির নিষিদ্ধের দাবির ব্যাপারে তাঁরা নমনীয় নন৷ তাঁরা মনে করেন তাঁদের আন্দোলনের মুখে অবশ্যই জামায়াত-শিবির নিষিদ্ধ হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য