1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এখনো সন্তুষ্ট নন মেসি

১১ জানুয়ারি ২০১৩

৯১টি গোলের রেকর্ড এবং পর পর চারবার বিশ্বের সেরা ফুটবলার হয়েও সন্তুষ্ট নন লিওনেল মেসি৷ নিজের ক্লাব বার্সেলোনার সাফল্য সম্পর্কেও আগেভাগে নিশ্চিত হতে চান না তিনি৷ বরং ‘গোল্ডেন বল' পাওয়া মেসি আরও চমক দেখাতে চান৷

https://p.dw.com/p/17HrC
epa03431162 Argentinean national soccer team players Lionel Messi celebrates after scoring against Uruguay, during their Brazil 2014 qualification match at the Malvinas Argentinas stadium in Mendoza, Argentina, 12 October 2012. EPA/LEO LA VALLE +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

বার্সেলোনা যে শুধু তারকা লিওনেল মেসির উপর নির্ভর করে নেই, তার প্রমাণ পাওয়া গেল কর্দোবার বিরুদ্ধে ম্যাচে৷ পায়ে চোট পেয়ে অনেকদিন মাঠে নামতে পারেন নি ডাভিড ভিলা৷ তারপর প্রথম ম্যাচেই দু-দুটি গোল করে ক্লাবকে জিততে সাহায্য করলেন৷ ৫-০ গোল করে বার্সা কিংস কাপ-এর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল৷ এ দিন মাঠেই ছিলেন না মেসি৷

epa03527354 FC Barcelona's Argentinian striker Lionel Messi holds the trophy after being awarded the FIFA Men's World Player of the Year during the FIFA Ballon d'Or Gala 2012 held at the Kongresshaus in Zurich, Switzerland, 07 January 2013. EPA/STEFFEN SCHMIDT
৯১টি গোলের রেকর্ড এবং পর পর চারবার বিশ্বের সেরা ফুটবলার হয়েও সন্তুষ্ট নন লিওনেল মেসিছবি: picture-alliance/dpa

তবে বার্সার এই ধারাবাহিক সাফল্য সত্ত্বেও মেসির পা কিন্তু মাটিতেই৷ তালিকায় দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে থাকলেও বার্সার কাপ জেতার সম্ভাবনা এখনো পাকা বলে মানতে রাজি নন তিনি৷ রবিবার মালাগার মতো কঠিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ম্যাচ৷ মালাগা আপাতত চার নম্বর স্থানে রয়েছে৷ বার্সার প্রাক্তন খেলোয়াড় খাবিয়ের সাভিয়োলা এখন মালাগা টিমে খেলছেন৷ তিনিও বার্সার মুখোমুখি হতে প্রস্তুতি নিচ্ছেন৷

শুধু ক্লাব নয়, নিজের চমকপ্রদ সাফল্য নিয়েও সন্তুষ্ট নন মেসি৷ তিনি বলেন, ‘‘এ বছর আমি আরও কাপ জিততে চেয়েছিলাম৷ যা পেয়েছি, তা নিয়ে সন্তুষ্ট না থেকে আমার লক্ষ্য নিজেকে আরও উন্নত করে তোলা৷'' অর্থাৎ ৯১টি গোলের রেকর্ড করে বা পর পর চারবার বিশ্বের সেরা ফুটবলার হিসেবে ‘গোল্ডেন বল' পেয়েও মেসি আরও চমক দেখানোর পথে এগোতে চান৷

এ দিকে বার্সা সাফল্যের পথে এগোলেও স্পেনের ফুটবল জগতের আর এক বড় ক্লাব রেয়াল মাদ্রিদ বেশ সংকটের মধ্যে রয়েছে৷ কোচ জোসে মুরিনিয়োর বিরুদ্ধে গর্জে উঠেছে সমর্থকরা৷ এবার খোদ ক্রিস্টিয়ানো রোনাল্ডো তাদের শান্ত হয়ে আপাতত ক্লাবের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন৷ তাঁর মতে, চলতি বছরে ক্লাবের সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল এবং কোচ হিসেবে মুরিনিয়োর আরও অনেক কিছু দেবার আছে৷ উল্লেখ্য, সম্প্রতি বেশ কিছু হারের ফলে মুরিনিয়ো সমালোচনার মুখে পড়েছেন৷ তার উপর তাঁর স্বভাবেও বেশ মারমুখো৷ মিষ্টি কথা বলে সবাইকে শান্ত করার অভ্যাস নেই৷

এসবি/ডিজি (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য