1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষতি ৬০০ কোটি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৮ জানুয়ারি ২০১৩

বছরে ৬০০ কোটি টাকা লোকসান গুনলেও বিমান কর্মচারীরা তাঁদের আর্থিক সুবিধার দাবি আদায় করে নিলেন আন্দোলনের মাধ্যমে৷ বিমান শ্রমিক লীগের সভাপতির দাবি, বিমান লোকসান দিচ্ছে বোর্ডের ভ্রান্ত নীতির কারণে, তাঁদের কারণে নয়৷

https://p.dw.com/p/17FrU
A GMG Airlines passenger plane takes off from Don Muang airport in Bangkok, Thailand Tuesday, April 8, 2008. The Bangladeshi plane made an emergency landing Tuesday in Bangkok after a fight broke out between two passengers during the flight, airport officials said. There were no immediate reports of injuries aboard the aircraft, which was carrying about 70 passengers from Kuala Lumpur in Malaysia to the Bangladeshi capital of Dhaka. (ddp images/AP Photo/Apichart Weerawong)
ফাইল ফটোছবি: dapd

মঙ্গলবার ভোর ৬টা থেকে বিমানের শ্রমিক কর্মচারীরা সাত দফা দাবি আদায়ের জন্য ধর্মঘট শুরু করলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অচল হয়ে পড়ে৷ ধর্মঘটের কারণে বিমানবন্দরে দেখা দেয় উড়োজাহাজজট৷ ৩০টি এয়ার লাইন্সের ১৮টি ফ্লাইট আটকে যায়৷ ১২টি উড়োজাহাজ অবতরণ করতে পারলেও সেগুলো যাত্রী এবং পণ্য নামাতে পারেনি, কারণ, ফ্লাইট হ্যান্ডেলিংয়ের কাজে নিয়োজিত কর্মচারীদের সবাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের৷ ফলে যাত্রীরা পড়েন চরম বিপাকে৷

A Biman Bangladesh Airlines aircraft stands on the tarmac after being involved in an accident while trying to take off at Dubai airport, United Arab Emirates, Monday 12 March 2007. Dubai airport was closed for at least eight hours on Monday after fourteen people were slightly injured in the accident at the Middle East's busiest airport, officials said. EPA/AZIZ SHAH +++(c) dpa - Report+++
বছরে ৬০০ কোটি টাকা লোকসান গুনলেও বিমান কর্মচারীরা তাদের আর্থিক সুবিধার দাবি আদায় করে নিলেন আন্দোলনের মাধ্যমে (ফাইল ফটো)ছবি: picture alliance/dpa

এ পরিস্থিতিতে দুপুরের পর বিমানমন্ত্রী ফারুক খান এবং প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিমান বন্দরে গিয়ে বৈঠক করে শ্রমিক-কর্মচারীদের সাত দফা দাবি মেনে নিলে ধর্মঘট প্রতাহার করা হয়৷ মেনে নেয়া দাবিগুলোর মধ্যে অন্যতম হলো, শতভাগ খাবার ও চিকিৎসা ভাতা, পোশাক ভাতা, অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করা এবং বিমান শ্রমিক লীগের সভাপতি মুশিকুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার৷ বিমানমন্ত্রী জানান, এতে বিমানের খরচ আরো বেড়ে গেলেও সরকার দাবি মেনে নিয়েছে৷

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি লোকসানি প্রতিষ্ঠান৷ গত অর্থবছরেও প্রতিষ্ঠানটি ৬০০ কোটি টাকা লোকসান করেছে৷ এ অবস্থায় বাড়তি খরচ বিমান কিভাবে বহন করবে জানতে চাইলে বিমান শ্রমিক লীগের সভাপতি ডয়চে ভেলের কাছে দাবি করেন, লোকসানের জন্য তাঁরা দায়ী নন, ভ্রান্ত নীতির কারনেই এমন লোকসান হচ্ছে৷ এ সময় তিনি বিমানে দুর্নীতি আগের চেয়ে কমেছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও দাবি করেন,

বিমানের বেশ কিছু জনপ্রিয় রুট এখন বন্ধ আছে৷ এ প্রসঙ্গে তিনি বলেন, লোকসানের কথা বলে এসব রুট কর্তৃপক্ষ বন্ধ করেছে৷ তাঁর প্রশ্ন, অন্য এয়ারলাইন্স ব্যবসা করতে পারলে বিমান কেন পারবেনা?

বিমানের এখন ১০টি উড়োজাহাজ আছে৷ আর কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ১ হাজার ৪০০৷ এর বাইরে আছেন অস্থায়ী শ্রমিক৷ মুশিকুর রহমানের আশা, তাঁরা বেশি শ্রম দিয়ে বিমানকে লাভজনক করে তুলবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য