1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিসমাসের উপহার

ক্লাউস উলরিশ/আরবি১৬ ডিসেম্বর ২০১৩

জার্মানরা ক্রিসমাস বা বড়দিনের সময় ব্যতিব্যস্ত হয়ে যান কেনাকাটায়৷ ক্রিসমাসের বাজার ও দোকানপাটে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়৷ বিশেষ করে উপহার খুঁজতে গিয়েই হিমশিম খান তারা৷

https://p.dw.com/p/1AZhQ
Junge Frau mit iPad
বড়দিনের উপহারের তালিকায় প্রথমেই আছে ট্যাবলেট কম্পিউটারছবি: picture alliance/CTK

প্রতিবছরই উপহার কেনার ক্ষেত্রে একটা ট্রেন্ড বা প্রবণতা লক্ষ্য করা যায়৷ এই বছর অর্ধেকেরও বেশি জার্মান বড়দিনের উপহারের তালিকায় ইলেকট্রনিক সামগ্রীকে বিশেষ স্থান দিয়েছেন৷ তথ্যপ্রযুক্তি বিষয়ক সংস্থা বিটকম-এর এক জরিপে জানা গেছে এই তথ্য৷ জরিপ অনুযায়ী, ৪৯ মিলিয়ন মানুষ ক্রিসমাস ট্রির নীচে উপহার হিসেবে ইলেকট্রনিক দ্রব্য দেখতে আগ্রহী৷

প্রথম ট্যাবলেট কম্পিউটার

উপহারের তালিকার প্রথমেই স্থান পেয়েছে ট্যাবলেট কম্পিউটার৷ এরপর স্থান পেয়েছে স্মার্টফোন, ফ্ল্যাট স্ক্রিন টেলিভিশন, ইলেকট্রনিক বই ও ভিডিও গেম কনসোল৷ রয়েছে ব্লু-রে-প্লেয়ার, ডিজিটাল ছবির ফ্রেম, মিউজিক সিস্টেম, ডিজিটাল ক্যামেরা, ডিভিডি, এমপিথ্রি প্লেয়ার, ন্যাভিগেশন যন্ত্র ইত্যাদির নামও৷

China Elektronik Huawei Smartphone
তালিকায় দ্বিতীয় স্থানে আছে স্মার্টফোনছবি: Imago/XINHUA

এক্ষেত্রে গত বছরের তুলনায় খুব কমই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে৷ ‘‘২০১২ সালে মোবাইল ফোন ও স্মার্টফোন উপহারের তালিকায় প্রথম দিকে স্থান পেয়েছিল৷ আজ সেখানে ট্যাবলেট কম্পিউটার স্থান পেয়েছে,'' বলেন বিটকমের ভোক্তা সংক্রান্ত বিশেষজ্ঞ টিম হোফমান৷

অন্যান্য বিশেষজ্ঞরাও এবছর ক্রিসমাসে মোবাইল কম্পিউটারের জনপ্রিয়তা লক্ষ্য করেছেন৷ গত বছরের তুলনায় এবছর এই ধরনের ছোট যন্ত্রগুলির দিকে মানু্ষের ঝোঁক বেশি বলে জানান একটি কম্পিউটার বিষয়ক ম্যাগাজিনের সম্পাদক ফল্কার সোটা৷

স্মার্টফোনের দামটি দমিয়ে দেয়

স্মার্টফোনের ব্যাপারে মানুষ কিছুটা সংযত বলে জানান এই সম্পাদক৷ হাইস্পিডের স্মার্টফোনের দাম কম নয়৷ ৫০০ ইউরো থেকে শুরু করে আরো ওপরের দিকে৷ আর তা না হলে চুক্তিভিত্তিতে কিনতে হয় ওগুলি৷ এর ফলে পরবর্তীতে খরচ বেড়ে যায়৷ আর তাই অল্পবয়সিদের উপহার দিতে চাইলে কিছুটা সুলভ মূল্যের তুলনামূলক কম স্পিডের ফোনের দিকেই ঝোঁকে মানুষ৷

এজন্য বড়দিনের উপহার হিসাবে ট্যাবলেট কম্পিউটারের চাহিদাই এখন বেশি৷ স্মার্টফোনের ব্যাপারে সময়টা কোনো বড় বিষয় নয়৷ প্রয়োজন মনে করলেই অনেকে স্মার্টফোন কেনে, যেমন নতুন মডেল বাজারে এলে বা চুক্তি শেষ হয়ে গেলে৷ একারণে স্মার্টফোন যে-কোনো সময় কেনা হয়৷

Smartwatch Smart Watch Uhr
উপহারের তালিকায় নতুন যোগ হয়েছে স্মার্টওয়াচছবি: Fotolia/Dan Race

এখন এমন সব ইলেকট্রনিক সামগ্রীর প্রতি লোকের আগ্রহ বাড়ছে, যেগুলি ওয়্যারলেসে চলে৷ মানুষ কোথাও তার লাগিয়ে রাখতে চায় না৷ ভিডিওর সঙ্গে টেলিভিশনের বা মিউজিকের সঙ্গে বক্সের সরাসরি যোগাযোগ চান তারা৷

নতুন সামগ্রী স্মার্টওয়াচ

বিটকমের বিশেষজ্ঞ টিম হোফমান উল্লেখ করেন একটি ইলেকট্রনিক যন্ত্রের কথা, যা গত বছরও বাজারে ছিল না৷ এটা হলো স্মার্টওয়াচ৷ এবছর এই যন্ত্রটিও মানুষের দৃষ্টি আকর্ষণ করছে৷ এটি স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায়৷ বলা যায় স্মার্টফোনের ‘বর্ধিত বাহু' এটি৷ টেলিফোন, এসএমএস ও ইমেল এলে স্মার্টওয়াচে তা দেখা যায়, বার বার পকেট থেকে স্মার্টফোন বের করতে হয় না৷ হাতের কব্জির দিকে এক ঝলক দৃষ্টি দিলেই হয়৷

বিটকমের জরিপ থেকে জানা যায়, প্রতি ১০ জনে এক জন ক্রিসমাসের উপহার হিসাবে এইরকম একটি ‘চতুর ঘড়ি' পেতে আগ্রহী৷ প্রতি তিনজনে একজন জানান, নিজেই হয়তো এই ধরনের একটি ঘড়ি কিনে ফেলবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য