1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মাথা নত নয়’

২৮ জানুয়ারি ২০১৪

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে ভারতের মনোভাবে ব্যাপক বিক্ষুব্ধ দেশের ক্রিকেটপ্রেমিরা৷ ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি শ্রীনিবাসন-এর হুমকি তাঁদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে৷

https://p.dw.com/p/1AyFO
ছবি: STR/AFP/Getty Images

ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি নারায়ণস্বামী শ্রীনিবাসন হুমকি দিয়েছেন, সংস্কার প্রস্তাবের পক্ষে অবস্থান না নিলে ভারত এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে আসবে না৷ তাঁর এই হুমকিতে ক্ষোভে ফেটে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমিরা৷ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ব্লগে নিন্দার ঝড় উঠেছে৷

সামহয়্যার ইন ব্লগে মোঃ মুশফিকুর রহমান লিখেছেন, ‘‘আমাদের দেশে যথেষ্ট ভারত প্রীতি ও বিরোধী মানুষ আছে৷ আমি এর কোনোটি নই৷ জগমোহন ডালমিয়া যার সময়ে আমরা টেস্ট মর্যদা পেয়েছিলাম তাঁর কথা মনে পড়ে যাচ্ছে৷ কিন্তু এখন কি জঘন্য ভাবে আক্রমণ করছে শ্রীনিবাসন৷ তাঁর একটা জঘন্যতম প্রস্তাবের পক্ষে যেসব হুমকি ধামকি দিচ্ছে এর জন্য শ্রীনিবাসনকে নিন্দা জানাই৷''

বাংলাদেশের জনগণের ক্রিকেটপ্রীতির কথা উল্লেখ করে মুশফিকুর বলেছেন, ‘‘আমাদের দেশ অনেক কিছুতেই পিছিয়ে৷ কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসায় কমতি নেই এতটুকুও৷ বাংলাদেশের ক্রিকেট কর্তাকে একটি কথাই বলতে চাই, আপনার সরকার অনেক কিছু করেও পার পেয়ে যাচ্ছে৷ জনগণ আপনাদের বিরুদ্ধে যাচ্ছে না৷ কিন্তু ক্রিকেট নিয়ে যদি মাথা নত করেন জনগণের আওয়াজ আপনি এবং আপনার সরকার শুনতে পাবেন৷'

একই ব্লগে মোস্তাফিজ লিখেছেন, আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘গোটা পরিকল্পনা যার মস্তিষ্কপ্রসূত, সেই নারায়ণস্বামী শ্রীনিবাসন, মা মারা যাওয়ায় দুবাই আসতে পারেননি৷ তাঁর হয়ে বাংলাদেশের কর্তাদের সঙ্গে কথা বলেন আইপিএল কর্তা সুন্দর রামন ও সচিব সঞ্জয় পটেল৷ বাংলাদেশ রাজি হচ্ছে না দেখে এবার চাপ দেওয়ার জন্য স্কাইপে শ্রীনিবাসনকে ডেকে আনা হয়৷ শ্রীনিবাসন একটা সময় উত্তেজিত হয়ে বলেন, আপনারা রাজি না হলে আমরা এ বছর বাংলাদেশে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলব না৷ এশিয়া কাপ থেকেও নাম তুলে নেব৷ দেখি, আপনারা কী করেন!''

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য