1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রসফায়ার বন্ধে অ্যামনেষ্টির আহ্বান

২৪ মার্চ ২০১০

ব়্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন ব়্যাবের ক্রস ফায়ারের ওপর ঢাকার দৃক গ্যালারির আলোকচিত্র প্রদর্শনী পুলিশ বন্ধ করে দেয় গত সোমবার৷ এর প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল৷

https://p.dw.com/p/MbCX

লন্ডনে অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশ বিষয়ক গবেষক আব্বাস ফয়েজ বিবৃতিতে বলেছেন, এটি মত প্রকাশ ও স্বাধীন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ৷ তিনি অবিলম্বে প্রদর্শনীটির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানান৷ তিনি বলেন, আইন শৃঙ্খলাবাহিনীর হাতে ক্রসফায়ারের ঘটনা বাংলাদেশে ঘটেই চলেছে৷ যা আইন ও মানবাধিকারের লংঘন৷ ক্রসফায়ার বন্ধ এবং এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তিনি বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন৷

বাংলাদেশে ক্রসফায়ার নিয়ে কাজ করছেন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান৷ তিনিও অ্যামনেষ্টির সঙ্গে একমত পোষণ করে ক্রসফায়ারের ওপর প্রদর্শনীটির নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানান৷ তিনি বলেন, ২০০৪ সালে ব়্যাব প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৬ শ ব্যক্তিকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে৷

নূর খান এসব ঘটনার তদন্ত দাবি করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান৷ তিনি বলেন, সংবিধান, মানবিধকার ও আইনের শাসন বিরোধী এই ক্রসফায়ার কোন সভ্য দেশে চলতে পারেনা৷

প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক