1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জমে উঠেছে সিটি নির্বাচন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১০ এপ্রিল ২০১৫

বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রামের তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনে শুক্রবার প্রার্থীদের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে পুরোমাত্রায়৷ শাসকদল আওয়ামী লীগের প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রচারণায়৷

https://p.dw.com/p/1F5uW
Narayanganj City Corporation Wahlen Flash-Galerie
ছবি: DW/S. Kumar Day

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী নিয়ে কিছুটা বিপাকে ছিল বিএনপি৷ কারণ তাদের প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেও টিকানো যায়নি৷ তবে মিন্টুর ছেলে তাবিথ আউয়ালও মেয়র পদে ঢাকা উত্তরে মনোনয়নপত্র জমা দিয়েছিলে এবং তা টিকে গেছে৷ আর বিএনপি শেষ পর্যন্ত মিন্টুকে হারিয়ে তাঁর ছেলে তাবিথকে সমর্থন দিয়েছে৷

বৃহস্পতিবার রাতে এই চূড়ান্ত সমর্থনের সিদ্ধান্ত নেয়ার পর উত্তরে প্রার্থী জটিলতা কেটে যায় বিএনপির৷ আর বিএনপির মনোনয়ন পেয়ে তাবিথ আউয়াল শুক্রবার থেকেই মাঠে নেমে পড়েছেন৷ শুরু করেছেন প্রচার প্রচারণা৷ তিনি জুম্মার নামাজের পর ঢাকার কারওয়ান বাজার এলাকায় জনসংযোগ করেন৷ কিন্তু তাঁর সঙ্গে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের তেমন দেখা যায়নি৷ তাবিথ প্রতীক পেয়েছেন বাস৷ তিনি ঢাকাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার কথা বলছেন৷

তবে এখানে বিএনপির সমর্থন আশা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর ছেলে বিকল্প ধারার মাহী বি চৌধুরী৷ নবীন তাবিথের পথে তাই ভোটে বড় বাধা হবেন মাহী৷

এদিকে ঢাকা উত্তরে আওয়ামী লীগের প্রার্থী এফবিসিআই-র সাবেক সভাপতি শিল্পপতি আনিসুল হক৷ তিনি প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন একটু আগে থেকেই৷ তাঁর নির্বাচনি প্রতীক ঘড়ি৷ আনিসুল হকের সঙ্গে প্রচারে সার্বক্ষণিকভাবে থাকছেন তাঁর স্ত্রী রুবানা হক এবং আওয়ামী লীগ নেতারা৷ আর তাঁর প্রচার-প্রচারণা অনলাইনেও জমজমাট৷ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারকে কাজে লাগাচ্ছেন৷ আনিসুল হক সবুজ এবং স্মার্ট ঢাকা গড়তে চান৷ এরই মধ্যে আওয়ামী লীগের সারাহ বেগম কবরী এবং জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী ববি হাজ্জাজ প্রার্থিতা প্রত্যাহার করায় আনিসুল হক বেশ সুবিধাজনক অবস্থানে আছেন৷

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন৷ তিনি পেয়েছেন ইলিশ মাছ প্রতীক৷ তাঁর বাবাও এই প্রতীক নিয়েই নির্বাচনে জয়ী হয়েছিলেন৷ শুরুতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সংসদ সদস্য হাজি সেলিম তাঁর জন্য কিছুটা সমস্যা সৃষ্টি করলেও তিনি সরে দাঁড়ানোয় সেই সমস্যা আর নেই৷

ঢাকা দক্ষিণে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস৷ কিন্তু তিনি পলাতক থাকায় তাঁর পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস৷ তিনি অভিযোগ করেছেন, ‘‘এই নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নেই৷ আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁকে আত্মগোপনে থাকতে বাধ্য করা হচ্ছে৷'' তিনি মির্জা আব্বাসকে ভোট দিয়ে সরকারের নির্যাতন ‘নিপীড়নের' জবাব দেয়ার আহ্বান জানাচ্ছেন৷ মির্জা আব্বাসের নির্বাচনি প্রতীক মগ৷ তাঁর বিরুদ্ধে অর্ধশত মামলা রয়েছে৷ তাঁকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন মহানগর বিএনপি নেতা আব্দুস সালাম৷

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী আ জ ম নাছিরউদ্দিন৷ তিনি হাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন৷ নির্বাচনী প্রচারণায় মাঠে আছেন পুরোপুরি৷ তবে অওয়ামী লীগের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী মনোনয়ন না পাওয়ার ক্ষোভ যদি পুষে রাখেন তাহলে নাছিরকে বেশ বেগ পেতে হবে৷

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র এম মনজুর আলম এবারও বিএনপির মেয়র প্রার্থী৷ তিনি কমলালেবু প্রতীক নিয়ে নির্বাচন করছেন৷ আর তাঁর জন্য নির্বাচনি প্রচারণায় মাঠে আছেন বিএনপির সাকে মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামে বিএনপির সব সিনিয়র নেতা৷

সিটি নির্বাচনে জাতীয় পার্টি আলাদাভাবে প্রার্থী দিয়েছে৷

Bangladesch Dhaka Wahlkommission Gebäude
ছবি: DW
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য