1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানাবিস মাদক, নাকি ওষুধ?

গুডরুন হাইসে/আরবি১ আগস্ট ২০১৪

ক্যানাবিস বা গাঁজার বৈজ্ঞানিক নাম হানফ৷ এই পদার্থ সেবন করলে নেশা হয়৷ তাই মাদক হিসাবে ধরা হয় এটিকে৷ তবে খিঁচুনি বা মাল্টিপল সক্লেরোসিস (এমএস)-এর মতো কঠিন স্নায়ুরোগেও এই উদ্ভিদ সাহায্য করতে পারে৷

https://p.dw.com/p/1CnLI
Hanfparade Berlin 2013
ছবি: picture-alliance/dpa

ধূমপান

ক্যানাবিস সিগারেট হিসাবে ধূমপান করা হয়৷ কিংবা হুঁকায় ঢুকিয়ে মুখ দিয়ে টানা হয়৷ নেদারল্যান্ডের অনেক কফিশপে অনায়াসে পাওয়া যায় ক্যানাবিস৷ জার্মানিতে সবচেয়ে ব্যবহৃত অবৈধ মাদক ক্যানাবিস বা মারিজুয়ানা৷

ওষুধ হিসাবে বৈধ

নেদারল্যান্ড-এর পাশাপাশি স্পেন, পর্তুগাল, ফিনল্যান্ড ও অ্যামেরিকার অনেক রাজ্যে ওষুধ হিসাবে এই মাদক গ্রহণ করা যায়৷ প্রেসক্রিপশন দেখালেই পাওয়া যায় ক্যানাবিসের উপাদান থেকে তৈরি ওষুধ৷ জার্মানিতে ২০১১ সাল থেকে শুধুমাত্র ওষুধ তৈরি করার ক্ষেত্রে ক্যানাবিস উত্পাদনের অনুমোদন পাওয়া যায়৷ এজন্য ‘জার্মান ইন্সটিটিউট ফর মেডিসিন অ্যান্ড মেডিসিন প্রোডাক্ট'-এর বিশেষ অনুমোদন প্রয়োজন৷ সাধারণত স্প্রে হিসাবে পাওয়া যায় কানাবিসের নির্যাস৷ মুখে ঢুকিয়ে স্প্রে করলে দ্রুত রক্তে ছড়িয়ে পড়ে তা৷

জীবনের মান উন্নত করতে পারে

বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, কিছু কিছু অসুখ বিসুখে ক্যানাবিস উদ্ভিদের উপাদান ইতিবাচক প্রভাব বিস্তার করে৷ পুরোপুরি নিরাময় করতে না পারলেও ভুক্তভোগীদের জীবনের মান উন্নত করতে পারে৷

বিশেষ করে এমএস রোগীদের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য৷ এই রোগে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়৷ মাঝে মাঝে কিছুটা ভাল থাকেন রোগীরা৷ মাঝে মাঝে খুব খারাপ অবস্থা হয়৷ দেখা দেয় খিঁচুনি ও অসারভাব৷ ক্যানাবিসের টিএইচসি ও সিবিডি উপাদান তাদের দুর্দশা লাঘব করতে পারে৷ স্নায়ুর খিঁচুনি কমার ফলে চলাফেরায় সুবিধা হয় রোগীদের৷ যন্ত্রণা লাঘব

যেসব মানুষ পার্কিনসন কিংবা দীর্ঘমেয়াদি নিউরোলজিক্যাল যন্ত্রণায় ভোগেন তাদের উপকারেও আসে ক্যানাবিস উদ্ভিদের উপাদান৷ এমনকি ক্যানসার রোগের থেরাপিতেও ক্যানাবিসের ইতিবাচক প্রভাব লক্ষ্য করেছেন গবেষকরা৷ কেমোথেরাপি দিলে ক্যানসারের রোগীদের বমিবমি ভাব দেখা দেয়৷ ক্যানাবিসের টিএইচসি উপাদান তা কমাতে সাহায্য করে৷

অবশ্য এর কিছু নেতিবাচক দিকও রয়েছে: ক্যানাবিসের ওষুধ থেকে মাথাঘোরা, বমিভাব, ক্লান্তি, পাল্স বেড়ে যাওয়া, রক্তচাপ কমে যাওয়া, মাথাব্যথা, মানসিক সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে৷ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এইসব পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম ও অস্থায়ী৷

জার্মানিতে বৈধ করার পরিকল্পনা নেই

ক্যানাবিসকে বৈধতা দেওয়ার পরিকল্পনা আপাতত জার্মান সরকারের নেই৷ কেননা শেষ পর্যন্ত ক্যানাবিস তো এক ধরনের মাদকই৷ বিশেষজ্ঞরা মনে করেন, কঠোর শাস্তির ব্যবস্থা রাখলেও ক্যানাবিস সেবনের হার কমবে না৷ কিংবা আইন শিথিল করলেও সেবনের হার তেমন বৃদ্ধি পাবে না৷

দেখা গেছে পর্তুগাল ও চেক প্রজাতন্ত্রে ক্যানাবিস সেবনের ক্ষেত্রে আইনকানুন শিথিল করার পরও সেখানে এই মাদক সেবনের হার বৃদ্ধি পায়নি৷

হাজার বছর আগে ক্যানাবিস শুধু মাদক নয় ওষুধ হিসাবেও পরিচিত ছিল৷ বিশ্বব্যাপী গবেষকরা ক্যানাবিসের কার্যকারিতা ও কোন কোন অসুখে তা কাজে লাগে, সে ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য