1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘কেপলার মহাকাশ দূরবীন’’কে পাঠানো হয়েছে মিশনে

ফারজানা কবীর খান১০ মার্চ ২০০৯

মহাকাশে দীর্ঘ সাড়ে তিন বছরের মিশনে পাঠানো হলো ‘‘কেপলার মহাকাশ দূরবীন’’ কে৷ কেপলার মহাকাশ দূরবীনকে এই মিশনে পাঠানোর মূল উদ্দেশ্য হলো ছায়াপথে পৃথিবীর মতো গ্রহের খোঁজ করা৷

https://p.dw.com/p/H8vV
ছবি: AP

নাসার বিজ্ঞান বিষয়ক অধিদপ্তরের সহযোগী প্রশাসক এড ভাইলার বলেছেন, ‘‘এই মিশনের অন্যতম লক্ষ্য হলো পৃথিবীর মতো আরো গ্রহ আছে কিনা তা খুঁজে বের করা৷ এটি শুধু বিজ্ঞানের বিষয় নয়, বরং এটি একটি ঐতিহাসিক অভিযাত্রা৷ এই অভিযাত্রার মাধ্যমে খুব শীঘ্রই আমরা জানতে পারবো সৃষ্টির রহস্য৷ উদঘাটন করা যাবে সেই প্রাচীন প্রশ্ন, কোথা থেকে মানুষের জিনের উদ্ভব হয়েছে-এর উত্তর৷ এমনকি পৃথিবীর প্রথম মানব ও মানবীর রহস্য উদঘাটন করা যাবে৷ সেই প্রশ্নের উত্তরটিও খুঁজে পাওয়া যাবে যে প্রশ্নটি সাধারণত মানুষ আকাশের দিকে তাকিয়ে করে থাকে, আমরা কি এই বিশ্মব্রহ্মান্ডে একা?''

কেপলার মহাকাশ দূরবীনের মাধ্যমে বিজ্ঞানীগণ এক লক্ষ নক্ষত্রের অভ্যন্তরে গবেষণা করতে পারবে৷ কেপলারের মূল যাত্রা সাড়ে তিন বছরের হলেও নাসার বিজ্ঞানীদের ইচ্ছা এ মিশন ৪-৬ বছর পর্যন্ত চালিয়ে যাওয়া৷ পৃথিবীর মতো প্রাণী বসবাস করে এমন গ্রহের খোঁজ করা কেপলারের অন্যতম কাজ৷ কেপলার খুঁটিয়ে দেখবে মঙ্গল গ্রহের আয়তন জুপিটার গ্রহের সমান কিনা! এটি সূর্যের মতো আরও নক্ষত্র খুঁজে বের করবে যার চারপাশে অসংখ্য গ্রহ উপগ্রহ আবর্তিত হয়৷ কেপলার মহাকাশ দূরবীন এর প্রথম ফলাফল পাঠাতে সক্ষম হবে তিন মাস পর থেকে৷ নাসার বিজ্ঞানীরা অধির আগ্রহে অপেক্ষা করছে সেই দিনটির জন্য৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য