1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘টপলেস’ ছবি বিতর্ক

১৫ সেপ্টেম্বর ২০১২

ব্রিটিশ রাজ পরিবারের অন্যতম আলোচিত দম্পতি প্রিন্স উইলিয়াম এবং কেট-এর অবকাশ মুহূর্তের ছবি ছাপিয়ে আইনি জটিলতায় পড়েছে ফরাসি সাময়িকী ‘ক্লোজার’৷ তবে হ্যারি’র নগ্ন ছবি ছাপালেও এবার কেট-এর ক্ষেত্রে সতর্ক ব্রিটিশ গণমাধ্যম৷

https://p.dw.com/p/169ec
ছবি: GettyImages

চলতি মাসে ফ্রান্সে অবস্থিত ভিসকাউন্ট লিনলে'র মনোরম অবকাশকালীন প্রাসাদে গিয়েছিলেন ক্যামব্রিজের ডিউক ও ডাচেস উইলিয়াম এবং কেট৷ লিনলে হলেন রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াত বোন প্রিন্সেস মার্গারেট-এর ছেলে৷ ফ্রান্সের দক্ষিণাঞ্চলের প্রোভেঁসে অবস্থিত সুরক্ষিত অটেট চ্যাটো'র বারান্দায় স্বামী উইলিয়ামের সাথে একান্তে সময় কাটাচ্ছিলেন সাবেক কেট মিডলটন এবং বর্তমান রাজ পরিবারের বধূ ক্যাথেরিন৷ ফলে নিজের পোশাকের প্রতি কোন সতর্ক নজর ছিল না তাঁর৷

কিন্তু উইলিয়ামের প্রয়াত মা রাজকুমারী ডায়ানার মতোই কেট-এর পেছনেও লেগেছিল ‘পাপারাজ্জি' হিসেবে খ্যাত চিত্রগ্রাহকের দল৷ ফলে তারা দীর্ঘ ও শক্তিশালী লেন্স-যুক্ত ক্যামেরা দিয়ে কেট-এর টপলেস ছবিসহ বেশ কিছু অন্তরঙ্গ ছবি তুলতে সক্ষম হন৷ এগুলোর কয়েকটি ইতিমধ্যে প্রকাশ করে বিতর্কের মুখে পড়েছে ফরাসি পত্রিকা ‘ক্লোজার'৷ রাজ পরিবারের এই তরুণ দম্পতির একান্ত ব্যক্তিগত জীবনে অন্যায়ভাবে অনুপ্রবেশ করায় ‘ক্লোজার ম্যাগাজিন ফ্রান্স' এর বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ রাজ পরিবার৷

Italian gossip magazine Chi, part of Silvio Berlusconi's media empire, is also to publish the topless pictures of the Duchess of Cambridge, Kate Middleton, local media reported on Saturday.
কেট মিডলটনছবি: AP

তবে পত্রিকাটির সম্পাদক লরঁস পিয়াউ ব্রিটিশ পত্রিকা ‘দ্য সান'কে বলেছেন যে, তাঁদের কাছে এমন আরো ছবি রয়েছে৷ কিন্তু তারা এখনও সেগুলো ছাপায়নি৷ পিয়াউ বলেন, ‘‘আরো অন্তরঙ্গ ছবি আমাদের কাছে রয়েছে৷ তবে আমরা সেগুলো ছাপাবো না৷ কিন্তু সম্ভবত অন্য কোন পত্রিকা সেগুলো ছাপাতেও পারে৷'' এছাড়া ইতিমধ্যে কেট-এর বিশেষ ছবিগুলো ছাপানোর জন্য দুঃখ প্রকাশের কিছু নেই বলেও জানিয়ে দিয়েছেন পিয়াউ৷

এছাড়া ক্লোজার-এর বিরুদ্ধে আইনি লড়াই করে কেলেঙ্কারি কিছুটা স্তমিত করার আশা করলেও এবার ইটালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও ব্যারলুসকোনি'র মালিকানাধীন প্রতিষ্ঠানের আরেক পত্রিকা ‘চি' কেট-এর এসব বিশেষ ছবি প্রকাশ করার ঘোষণা দিয়েছে৷ এমনকি সাপ্তাহিক এই পত্রিকাটি কেট-এর এসব ছবি নিয়ে সোমবার ২৬ পৃষ্ঠার একটি বিশেষ প্রকাশনা বাজারে ছাড়ার পরিকল্পনার কথাও জানিয়েছে ‘চি' কর্তৃপক্ষ৷

অবশ্য এমন কেলেঙ্কারির মধ্যেই পূর্ব নির্ধারিত সফরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সলোমন দ্বীপপুঞ্জ এবং প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ টুভালু ঘুরছেন উইলিয়াম এবং কেট৷ রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের হিরক জয়ন্তী উপলক্ষ্যে তাঁদের এই সফর৷ ফরাসি পত্রিকায় নিজের এমন ছবি ছাপানোর পরও পরিস্থিতি বেশ চমৎকারভাবে সামাল দিচ্ছেন কেট বলে খবর পাওয়া গেছে৷

অবশ্য উইলিয়াম-কেট দম্পতির পক্ষে বেশ কড়া অবস্থান নিয়েছে ব্রিটিশ গণমাধ্যম৷ ব্রিটিশ পত্রিকাগুলো ‘ক্লোজার' এর কাজকে তারকা দম্পতির একান্ত ব্যক্তিগত অধিকারের উপর হস্তক্ষেপ বলে সমালোচনা করেছে৷ এছাড়া ‘দ্য সান' পত্রিকা সম্প্রতি প্রিন্স হ্যারির নগ্ন ছবি ছাপলেও কেট-এর এসব বিশেষ ছবি তারা প্রকাশ করছে না৷ এমন ঘটনা আবারও গণমাধ্যমের ভূমিকা, দায়িত্বশীলতা এবং স্বাধীনতাকেও প্রশ্নবিদ্ধ করছে বলে বিশ্লেষকরা মনে করছেন৷

এএইচ / এআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য