1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুয়ালালামপুরে ষষ্ঠ ডি-৮ শীর্ষ সম্মলন শুরু মঙ্গলবার

সাগর সরওয়ার৭ জুলাই ২০০৮

মঙ্গলবার থেকে মালয়েশিয়ার রাজধানি কুয়ালালমপুরে ষষ্ঠ ডি-৮ শীর্ষ সম্মলন শুরু হচ্ছে৷ এবারের সম্মেলনে প্রতিপাদ্য হচ্ছে - উদ্ভাবনী সহযোগিতার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা৷

https://p.dw.com/p/EXxa
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ (ফাইল ফটো)ছবি: DW

বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এই সম্মেলনে যোগ দিচ্ছেন৷ তিনি সেখানে বাংলাদেশী কমিউনিটির সঙ্গে বৈঠক করেছেন৷ কথা বলেছেন বাংলাদেশী শ্রমিক সমস্যার মত বিভিন্ন বিষয় নিয়ে৷

প্রধান উপদেষ্টার সফর সঙ্গী ও তার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সোমবার ডয়েচে ভেলেকে বলেন, মঙ্গলবার মালয়শিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান উপদেষ্টা বাংলাদেশের ২১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন৷ তিনি মঙ্গলবার বক্তব্য রাখবেন৷ মঙ্গলবারই তার দেশে ফিরে যাবার কথা রয়েছে৷ মঙ্গলবার তিনি পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন বলেও জানা গেছে৷

জানা গেছে, এবারে বাংলাদেশের তিনটি প্রস্তাব ডি-৮ সম্মেলনের খসড়া ঘোষণাপত্রে স্থান পেয়েছে৷ এসব প্রস্তাবের মধ্যে রয়েছে অভিবাসী শ্রমিকের অধিকার সংরক্ষণ, ডি-৮ জোটভুক্ত দেশসহ সব দেশের জন্য জলবায়ু পরিবর্তনকে একটি বড় হুমকি হিসেবে স্বীকৃতি দান এবং একটি 'ফুড ব্যাংক' প্রতিষ্ঠা৷

৮ জুলাই অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলন শেষে এ ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানা গেছে৷ অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক ১০ বছর মেয়াদী ডি-৮ রোডম্যাপ এবারের সম্মেলন থেকে ঘোষণা হতে পারে ৷

যে আটটি মুসলিম দেশ নিয়ে এই জোট গঠিত হয়েছে, সেগুলো হলো, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক৷ ১৯৯৭ সালে 'ডি-৮' গঠিত হয়৷

সম্মেলনে যোগ দেওয়ার জন্য পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী আগেই কুয়ালালামপুর পৌঁছে সেখানে তিনি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ডি আর রাইস ইয়াতিমের সঙ্গে বৈঠকে বাংলাদেশী শ্রমিক ইস্যুতে কথা বলেন৷ তিনি কথা বলেছেন স্বরাষ্ট্র ও অভিবাসন মন্ত্রীর সংগেও ৷

বাংলাদেশী সাড়ে ৪ লাখ শ্রমিক এখন মালয়েশিয়া রয়েছেন৷ কিন্তু নানা সমস্যার কারণে সে দেশ থেকে বাংলাদেশী শ্রমিকদের ফেরত পাঠানো হচ্ছে৷ সৃষ্ট এই সমস্যাটি কি করে সমাধান করা যায়, তা এই বৈঠকে আলোচিত হয়েছে৷ মালয়েশিয়ার অভিবাসন বিষয়ক মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্ঠা কে জানানো হয়েছে, এ বছরের শেষে এই সংখ্যা ৫ লাখে উন্নীত হবে৷ তার পরেও যাদের কে ফেরত পঠানো হচ্ছে তাদের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ রয়েছে৷